ETV Bharat / state

জয়শ্রীরাম স্লোগান দেওয়ার 'অপরাধে' খুন BJP কর্মী !

BJP করার 'অপরাধে' এক ব্যক্তিকে খুন করল দুষ্কৃতীরা । মৃতের নাম সমতুল দোলুই (40) । অভিযোগের তীর তৃণমূলের দিকে । এই ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার ও এলাকাবাসীরা CBI তদন্তের দাবি তুলে মৃতদেহ আটকে পথ অবরোধ শুরু করেছেন ।

এলাকায় মোতায়েন পুলিশ ও RAF
author img

By

Published : Jun 10, 2019, 5:55 PM IST

হাওড়া, 10 জুন : 'জয়শ্রীরাম' স্লোগান দেওয়ার অপরাধে খুন BJP কর্মী । অভিযুক্ত তৃণমূল । ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার ও এলাকাবাসীরা CBI তদন্তের দাবি তুলে মৃতদেহ আটকে পথ অবরোধ শুরু করেছেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ বাহিনী ।

মৃতের নাম সমতুল দলুই (40) । তাঁর বাড়ি আমতার চালুনিয়া গ্রামে । সরপোতায় তাঁর একটি সাইকেলের দোকান রয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতে সমতুলের দোকানের পাশে একটি অনুষ্ঠান চলছিল । সেই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার "জয়শ্রীরাম" স্লোগান দেয় । এরপর ওই অনুষ্ঠানে থাকা কয়েকজন তৃণমূল কর্মী সমতুলকে পিছনের একটি মাঠে নিয়ে গিয়ে মারধর করে খুন করে । মৃত্যু হয়েছে কি না নিশ্চিত করতে তাঁর গায়ে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় । আজ সকালে ওই মাঠে সমতুল দলুইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ।

ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে । CBI তদন্তের দাবি তুলে মৃতদেহ আটকে রেখে মুন্সিরহাট-আমতা সড়ক অবরোধ করে মৃতের পরিবার ও এলাকাবাসী ।

মৃতের ভাই ভাস্কর দলুই বলেন, "আমরা BJP কর্মী বলেই দাদাকে গতকাল রাতে মদ খেয়ে মারধর করে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা । দিলীপ ঘোষ না আসা পর্যন্ত মৃতদেহ সৎকার করা হবে না । পুলিশ জোর করে মৃতদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে । আমরা এই ঘটনার CBI তদন্ত চাই ।" পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়ন রয়েছে RAF । তবে এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি ।

হাওড়া, 10 জুন : 'জয়শ্রীরাম' স্লোগান দেওয়ার অপরাধে খুন BJP কর্মী । অভিযুক্ত তৃণমূল । ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার ও এলাকাবাসীরা CBI তদন্তের দাবি তুলে মৃতদেহ আটকে পথ অবরোধ শুরু করেছেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ বাহিনী ।

মৃতের নাম সমতুল দলুই (40) । তাঁর বাড়ি আমতার চালুনিয়া গ্রামে । সরপোতায় তাঁর একটি সাইকেলের দোকান রয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতে সমতুলের দোকানের পাশে একটি অনুষ্ঠান চলছিল । সেই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার "জয়শ্রীরাম" স্লোগান দেয় । এরপর ওই অনুষ্ঠানে থাকা কয়েকজন তৃণমূল কর্মী সমতুলকে পিছনের একটি মাঠে নিয়ে গিয়ে মারধর করে খুন করে । মৃত্যু হয়েছে কি না নিশ্চিত করতে তাঁর গায়ে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় । আজ সকালে ওই মাঠে সমতুল দলুইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ।

ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে । CBI তদন্তের দাবি তুলে মৃতদেহ আটকে রেখে মুন্সিরহাট-আমতা সড়ক অবরোধ করে মৃতের পরিবার ও এলাকাবাসী ।

মৃতের ভাই ভাস্কর দলুই বলেন, "আমরা BJP কর্মী বলেই দাদাকে গতকাল রাতে মদ খেয়ে মারধর করে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা । দিলীপ ঘোষ না আসা পর্যন্ত মৃতদেহ সৎকার করা হবে না । পুলিশ জোর করে মৃতদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে । আমরা এই ঘটনার CBI তদন্ত চাই ।" পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়ন রয়েছে RAF । তবে এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি ।

Intro:বিজেপি করায় এক ব্যক্তিকে খুন দুষ্কৃতীদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটছে, হাওড়ার আমতায়। মৃতের নাম সমতুল দোলুই ৪০বছর। পেশায় সাইকেল মেকানিক। বাড়ি আমতা থানার চালুনিয়া গ্রামে।
Body:স্থানীয়দের অভিযোগ, এলাকায় সমতুল সক্রিয় বিজেপি কর্মী হিসাবেই পরিচিত ছিল। গতকাল রাতে সরপোতায় তার দোকানের পাশে একটি অনুষ্ঠান ছিল।সেখান থেকে হঠাৎ কিছু দুষ্কৃতী বেরিয়ে তার উপর হামলা চালায়। গায়ে আগুনের ছেকা দেওয়া হয়। এবং পরে তাকে পাশের একটি মাঠে টেনে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ গ্রামবাসী হাওড়া মুন্সিরহাট, আমতা রোড অবরোধ করেন। অবরোধ এখনো চলছে। অবরোধকারীদের দাবি,সিবিআই তদন্ত চাই। এছাড়াও বিজেপি সভাপতি ঘটনাস্থলে এলে তবেই দেহ নিয়ে যেতে দেওয়া হবে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.