হাওড়া, 10 জুন : 'জয়শ্রীরাম' স্লোগান দেওয়ার অপরাধে খুন BJP কর্মী । অভিযুক্ত তৃণমূল । ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার ও এলাকাবাসীরা CBI তদন্তের দাবি তুলে মৃতদেহ আটকে পথ অবরোধ শুরু করেছেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ বাহিনী ।
মৃতের নাম সমতুল দলুই (40) । তাঁর বাড়ি আমতার চালুনিয়া গ্রামে । সরপোতায় তাঁর একটি সাইকেলের দোকান রয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতে সমতুলের দোকানের পাশে একটি অনুষ্ঠান চলছিল । সেই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার "জয়শ্রীরাম" স্লোগান দেয় । এরপর ওই অনুষ্ঠানে থাকা কয়েকজন তৃণমূল কর্মী সমতুলকে পিছনের একটি মাঠে নিয়ে গিয়ে মারধর করে খুন করে । মৃত্যু হয়েছে কি না নিশ্চিত করতে তাঁর গায়ে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় । আজ সকালে ওই মাঠে সমতুল দলুইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ।
ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে । CBI তদন্তের দাবি তুলে মৃতদেহ আটকে রেখে মুন্সিরহাট-আমতা সড়ক অবরোধ করে মৃতের পরিবার ও এলাকাবাসী ।
মৃতের ভাই ভাস্কর দলুই বলেন, "আমরা BJP কর্মী বলেই দাদাকে গতকাল রাতে মদ খেয়ে মারধর করে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা । দিলীপ ঘোষ না আসা পর্যন্ত মৃতদেহ সৎকার করা হবে না । পুলিশ জোর করে মৃতদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে । আমরা এই ঘটনার CBI তদন্ত চাই ।" পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়ন রয়েছে RAF । তবে এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি ।