ETV Bharat / state

দুই বাসের রেষারেষির জেরে হাওড়া ব্রিজে দুর্ঘটনা, মৃত 1

দাশনগর- ধর্মতলা রুট (73) -এর দু'টি বাসের রেষারেষির জেরে হাওড়া ব্রিজে দুর্ঘটনা । আহত একটি বাসের চালক সহ 5 জন ।

হাওড়া ব্রিজে দুর্ঘটনা
author img

By

Published : Nov 23, 2019, 5:49 PM IST

Updated : Nov 23, 2019, 11:11 PM IST

হাওড়া, 23 নভেম্বর : একই রুটের দু'টি বাসের রেষারেষিতে হাওড়া ব্রিজে দুর্ঘটনা ঘটল । দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ মনোজ কুমার জৈন নামের এই ব্যক্তি গুরুতর আহত হন দুর্ঘটনায় ৷ তিনি হুগলির হিন্দমোটরের বাসিন্দা ৷ এছাড়াও বাসের চালক সহ 5 জন গুরুতর জখম হয়েছেন দুর্ঘটনায় । দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে আধ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে । পুলিশ গিয়ে বাস দু'টিকে সরানোর ব্যবস্থা করলে যান চলাচল স্বাভাবিক হয় ।

আজ দুপুর 3টে 25 মিনিটে টিকিয়াপাড়া থেকে দাশনগর- ধর্মতলা রুট (73) -এর দু'টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনাটি ঘটে । দু'টি বাসই হাওড়া থেকে ধর্মতলার দিকে আসছিল । যাত্রীরা জানিয়েছেন, বাস দু'টি একই রুটের হওয়ায় দাশনগর থেকে ছাড়ার পরই যাত্রী তোলা নিয়ে তাদের মধ্যে রেষারেষি শুরু হয় । টিকিয়াপাড়ার কাছে এসে একটি বাস অন্যটিকে ধাক্কা মারে । পরে হাওড়া ব্রিজের কাছে এসে ফের পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিতে ধাক্কা মারে । দুমড়ে মুচড়ে যায় পেছনের বাসটির সামনের অংশ । পা ভাঙে একযাত্রীর । পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা থেকে বাস নিয়ে চম্পট দেয় সামনের বাসটির চালক । পেছনের বাসটির চালক কেবিনেই আটকে ছিল ।

দেখুন ভিডিয়ো...

খবর পেয়ে ঘটনাস্থানে যায় নর্থ পোর্ট থানার পুলিশ । তারা এসে চালককে রক্তাক্ত অবস্থায় কেবিন থেকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে যানচলাচল আধ ঘণ্টার জন্য ব্যাহত হয় ।

হাওড়া, 23 নভেম্বর : একই রুটের দু'টি বাসের রেষারেষিতে হাওড়া ব্রিজে দুর্ঘটনা ঘটল । দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির ৷ মনোজ কুমার জৈন নামের এই ব্যক্তি গুরুতর আহত হন দুর্ঘটনায় ৷ তিনি হুগলির হিন্দমোটরের বাসিন্দা ৷ এছাড়াও বাসের চালক সহ 5 জন গুরুতর জখম হয়েছেন দুর্ঘটনায় । দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে আধ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে । পুলিশ গিয়ে বাস দু'টিকে সরানোর ব্যবস্থা করলে যান চলাচল স্বাভাবিক হয় ।

আজ দুপুর 3টে 25 মিনিটে টিকিয়াপাড়া থেকে দাশনগর- ধর্মতলা রুট (73) -এর দু'টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনাটি ঘটে । দু'টি বাসই হাওড়া থেকে ধর্মতলার দিকে আসছিল । যাত্রীরা জানিয়েছেন, বাস দু'টি একই রুটের হওয়ায় দাশনগর থেকে ছাড়ার পরই যাত্রী তোলা নিয়ে তাদের মধ্যে রেষারেষি শুরু হয় । টিকিয়াপাড়ার কাছে এসে একটি বাস অন্যটিকে ধাক্কা মারে । পরে হাওড়া ব্রিজের কাছে এসে ফের পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিতে ধাক্কা মারে । দুমড়ে মুচড়ে যায় পেছনের বাসটির সামনের অংশ । পা ভাঙে একযাত্রীর । পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা থেকে বাস নিয়ে চম্পট দেয় সামনের বাসটির চালক । পেছনের বাসটির চালক কেবিনেই আটকে ছিল ।

দেখুন ভিডিয়ো...

খবর পেয়ে ঘটনাস্থানে যায় নর্থ পোর্ট থানার পুলিশ । তারা এসে চালককে রক্তাক্ত অবস্থায় কেবিন থেকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে যানচলাচল আধ ঘণ্টার জন্য ব্যাহত হয় ।

Intro:একই রুটের দুটি বাসের রেষারেষির জেরে হাওড়া ব্রিজে দুর্ঘটনা। আজ দুপুর ৩:২৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়া ব্রিজের 15 ও 16 নম্বর পিলারের মাঝখানে। এই ঘটনায় দুটি বাস মিলিয়ে কমপক্ষে 5 জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। তার মধ্যে একজন বাসের চালক এবং একজন যাত্রী। পুলিশ সূত্রে খবর, দাস নগর ধর্মতলার রুটের দুটি বাস যখন হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় যাত্রী তোলা নিয়ে রেষারেষি চলে। তাদের মধ্যে একটি বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে বাসের পেছনে পেছনে ধাক্কা মারে। ড্রাইভার কেবিনে আটকে পড়ে চালক। সামনের বাসটি দুর্ঘটনার পর চম্পট দেয়। পিছনের বাসটি আঘাতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। রক্তাক্ত অবস্থায় আটকে পড়ে বাসটির চালক। পরে ঘটনাস্থলে ছুটে যায় নর্থ পোর্ট থানার পুলিশ। আহত চালককে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে যানচলাচল আধঘন্টার জন্য ব্যাহত হয়। পুলিশ পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।Body:গConclusion:
Last Updated : Nov 23, 2019, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.