ETV Bharat / state

শুভেন্দু-যোগ স্বীকার ছেলের, গুরুত্ব দিতে নারাজ সিঙ্গুরের বিধায়ক

যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ তাঁর মতে, প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে । ছেলের মতামত ছেলের ৷

son-of-tmc-mla-rabinbabu-bhattacharya-is-joining-bjp
son-of-tmc-mla-rabinbabu-bhattacharya-is-joining-bjp
author img

By

Published : Jan 21, 2021, 5:24 PM IST

Updated : Jan 21, 2021, 5:45 PM IST

সিঙ্গুর, 21 জানুয়ারি : সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যর ছেলে তুষারকান্তি ভট্টাচার্য তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন বিজেপিতে যোগ দেবেন বলে । গতকাল জনসভায় বলেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই জল্পনা শুরু হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ঘিরেও । দলবদলের বাজারে তিনিও না-কি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন । যদিও তাঁকে ঘিরে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিলেন সিঙ্গুরের বিধায়ক ৷ তাঁর কথায়, প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে । ছেলের মতামত ছেলের ৷ কিন্তু আমি কোনও বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করিনি, করবও না ।

এদিকে শুভেন্দু অধিকারীর বক্ত‍ব্যকে মেনে নিলেন সিঙ্গুরের বিধায়কের পুত্র তুষারকান্তি ভট্টাচার্য ৷ এইসঙ্গে তৃণমূল তাঁর বাবার সঙ্গে সুবিচার করেনি বলেও ক্ষোভ উগরে দিলেন ৷ তিনি বলেন, "আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছি বিজেপিতে যোগ দেওয়ার জন‍্য । ডিসেম্বরেই ঠিক করি বিজেপিতে যাব ৷ এটা আমার ব‍্যক্তি স্বাধীনতা । বাবা অনেক কিছু মেনে নিয়েছে ৷ ক্ষোভ থাকলেও মেনে নিয়েছে ৷ নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়েছি আমি ৷ তাই এই সিদ্ধান্ত । বাবাকেও বিজেপিতে যোগ দিতে বলব । তবে বাবার সিন্ধান্ত বাবার ব‍্যক্তিগত বিষয় ।"

আরও পড়ুন: মমতা রাজনৈতিক ভাবে হতাশাগ্রস্ত : শুভেন্দু

এই বিষয়ে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "তুষার কী বলছে বা কী করছে, সে দায়িত্ব আমার না । আমি বিজেপিতে যাওয়ার জন‍্য কোনওদিন কাউকে কিছু বলিনি । শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি ।"

বিজেপিতে যোগ দেবেন, বললেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যর ছেলে ৷

সিঙ্গুরের বিধায়ক আরও বলেন, "শুভেন্দুবাবু যদি মনে করে থাকেন, যে ছেলে বিজেপিতে যোগ দিলে আমিও যোগ দেব, তাহলে ভুল করছেন ।"

সিঙ্গুর, 21 জানুয়ারি : সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যর ছেলে তুষারকান্তি ভট্টাচার্য তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন বিজেপিতে যোগ দেবেন বলে । গতকাল জনসভায় বলেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই জল্পনা শুরু হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ঘিরেও । দলবদলের বাজারে তিনিও না-কি বিজেপির দিকে পা বাড়াচ্ছেন । যদিও তাঁকে ঘিরে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিলেন সিঙ্গুরের বিধায়ক ৷ তাঁর কথায়, প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে । ছেলের মতামত ছেলের ৷ কিন্তু আমি কোনও বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করিনি, করবও না ।

এদিকে শুভেন্দু অধিকারীর বক্ত‍ব্যকে মেনে নিলেন সিঙ্গুরের বিধায়কের পুত্র তুষারকান্তি ভট্টাচার্য ৷ এইসঙ্গে তৃণমূল তাঁর বাবার সঙ্গে সুবিচার করেনি বলেও ক্ষোভ উগরে দিলেন ৷ তিনি বলেন, "আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছি বিজেপিতে যোগ দেওয়ার জন‍্য । ডিসেম্বরেই ঠিক করি বিজেপিতে যাব ৷ এটা আমার ব‍্যক্তি স্বাধীনতা । বাবা অনেক কিছু মেনে নিয়েছে ৷ ক্ষোভ থাকলেও মেনে নিয়েছে ৷ নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়েছি আমি ৷ তাই এই সিদ্ধান্ত । বাবাকেও বিজেপিতে যোগ দিতে বলব । তবে বাবার সিন্ধান্ত বাবার ব‍্যক্তিগত বিষয় ।"

আরও পড়ুন: মমতা রাজনৈতিক ভাবে হতাশাগ্রস্ত : শুভেন্দু

এই বিষয়ে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "তুষার কী বলছে বা কী করছে, সে দায়িত্ব আমার না । আমি বিজেপিতে যাওয়ার জন‍্য কোনওদিন কাউকে কিছু বলিনি । শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি ।"

বিজেপিতে যোগ দেবেন, বললেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যর ছেলে ৷

সিঙ্গুরের বিধায়ক আরও বলেন, "শুভেন্দুবাবু যদি মনে করে থাকেন, যে ছেলে বিজেপিতে যোগ দিলে আমিও যোগ দেব, তাহলে ভুল করছেন ।"

Last Updated : Jan 21, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.