ETV Bharat / state

জেলাশাসকের সঙ্গে দেখা করতে না পেরে ধরনায় লকেট-অর্জুন

হুগলি জেলা শাসকের অফিসের সামনে ধরনায় বসলেন BJP নেতৃত্বে।সাংসদ অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায় বুধবার থেকে ভদ্রেশ্বরে শুরু হওয়া গোষ্ঠী সংঘর্ষ দ্রুত বন্ধের আবেদন জানিয়ে আজ জেলাশাসকের সঙ্গে দেখা করতে যান। কিন্তু জেলাশাসক ব্যস্ত আছেন জানিয়ে BJP নেতৃত্বের সঙ্গে দেখা করেননি । এই ঘটনার প্রতিবাদে জেলাশাসকের অফিসের সামনে ধরনায় বসেন তাঁরা ।

locket-arjun
ধর্ণায় লকেট-অর্জুন
author img

By

Published : May 13, 2020, 9:05 PM IST

হুগলি,13 মে :ভদ্রেশ্বরে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে হুগলি জেলা শাসকের অফিসের সামনে ধরনায় বসলেন BJP নেতৃত্বে। সাংসদ অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায় বুধবার থেকে ভদ্রেশ্বরে শুরু হওয়া গোষ্ঠী সংঘর্ষ দ্রুত বন্ধের আবেদন জানিয়ে আজ জেলাশাসকের সঙ্গে দেখা করতে যান। কিন্তু জেলাশাসক ব্যস্ত আছেন জানিয়ে BJP নেতৃত্বের সঙ্গে দেখা করেননি । এই ঘটনার প্রতিবাদে জেলাশাসকের অফিসের সামনে ধরনায় বসেন তাঁরা । DM এর সঙ্গে দেখা করতে না পারায় ক্ষুব্ধ BJP নেতৃত্ব।

অর্জুন সিং বলেন,"জেলা শাসকের বিরুদ্ধে লোকসভায় প্রিভিলেজ আনা হবে। একজন জেলাশাসক MP-র সঙ্গে দেখা করবেন না এটা হতে পারে না।" শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তেলিনীপাড়ার ঘটনায় BJP-কে দায়ি করেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, লকেট চট্টোপাধ্যায় ওই এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন,"কল্যাণ মদ খেয়ে রাস্তায় গান করে,একটা মাতালের কথায় কোনো গুরত্ব নেই।" প্রসঙ্গত তেলিনিপাড়ার ঘটনায় আজও উত্তেজনা আছে বলে জানা গিয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর ও শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

হুগলি,13 মে :ভদ্রেশ্বরে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে হুগলি জেলা শাসকের অফিসের সামনে ধরনায় বসলেন BJP নেতৃত্বে। সাংসদ অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায় বুধবার থেকে ভদ্রেশ্বরে শুরু হওয়া গোষ্ঠী সংঘর্ষ দ্রুত বন্ধের আবেদন জানিয়ে আজ জেলাশাসকের সঙ্গে দেখা করতে যান। কিন্তু জেলাশাসক ব্যস্ত আছেন জানিয়ে BJP নেতৃত্বের সঙ্গে দেখা করেননি । এই ঘটনার প্রতিবাদে জেলাশাসকের অফিসের সামনে ধরনায় বসেন তাঁরা । DM এর সঙ্গে দেখা করতে না পারায় ক্ষুব্ধ BJP নেতৃত্ব।

অর্জুন সিং বলেন,"জেলা শাসকের বিরুদ্ধে লোকসভায় প্রিভিলেজ আনা হবে। একজন জেলাশাসক MP-র সঙ্গে দেখা করবেন না এটা হতে পারে না।" শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তেলিনীপাড়ার ঘটনায় BJP-কে দায়ি করেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, লকেট চট্টোপাধ্যায় ওই এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন,"কল্যাণ মদ খেয়ে রাস্তায় গান করে,একটা মাতালের কথায় কোনো গুরত্ব নেই।" প্রসঙ্গত তেলিনিপাড়ার ঘটনায় আজও উত্তেজনা আছে বলে জানা গিয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর ও শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.