ETV Bharat / state

মেয়ে থাকলে মণিরুলকে উনি জামাই করতেন : সোমেন - tmc

"মণিরুল, তাঁর থেকে ভালো লোক, মানে ওঁর মেয়ে থাকলে জামাই করতেন । এখন খারাপ কেন ?" হুগলির এক ইফতার পার্টিতে যোগ দিয়ে নাম না করে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন সোমেন মিত্র ।

সোমেন মিত্র (ফাইল ছবি)
author img

By

Published : Jun 4, 2019, 2:13 AM IST

হুগলি, 4 জুন : মণিরুল ইসলামের থেকে ভালো লোক আর হয় না । মেয়ে থাকলে পারলে ওঁকে নিজের জামাই করতেন । নাম না করে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।

গতকাল হুগলিতে শরৎচন্দ্র ইনস্টিটিউটে ইফতারের আয়োজন করা হয় । ইফতার পার্টিতে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ব । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমেন মিত্র বলেন, "ট্রেজারিগুলো বেরিয়ে গেছে । এখন বলছে, উৎপাত হয়েছে । অর্জুন সিং, তাঁর থেকে ভালো ছেলে ছিল না । মণিরুল, তাঁর থেকে ভালো লোক, মানে ওঁর মেয়ে থাকলে জামাই করতেন তাই । এখন খারাপ কেন ? দল ছেড়ে দিলেন বলে ! অন্যের ঘর ভাঙালে নিজের ঘরও ভাঙে ।"

শুনুন সোমেনের বক্তব্য

"জয়শ্রীরাম" ধ্বনি শুনে মুখ্যমন্ত্রীর বিরক্তি প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, "উনি BJP-র সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রিত্ব করেছিলেন । 1998 সালেও BJP জয়শ্রীরাম বলত । তবে এখন উনি ক্ষেপে যাচ্ছেন কেন ?"

হুগলি, 4 জুন : মণিরুল ইসলামের থেকে ভালো লোক আর হয় না । মেয়ে থাকলে পারলে ওঁকে নিজের জামাই করতেন । নাম না করে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।

গতকাল হুগলিতে শরৎচন্দ্র ইনস্টিটিউটে ইফতারের আয়োজন করা হয় । ইফতার পার্টিতে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ব । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমেন মিত্র বলেন, "ট্রেজারিগুলো বেরিয়ে গেছে । এখন বলছে, উৎপাত হয়েছে । অর্জুন সিং, তাঁর থেকে ভালো ছেলে ছিল না । মণিরুল, তাঁর থেকে ভালো লোক, মানে ওঁর মেয়ে থাকলে জামাই করতেন তাই । এখন খারাপ কেন ? দল ছেড়ে দিলেন বলে ! অন্যের ঘর ভাঙালে নিজের ঘরও ভাঙে ।"

শুনুন সোমেনের বক্তব্য

"জয়শ্রীরাম" ধ্বনি শুনে মুখ্যমন্ত্রীর বিরক্তি প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, "উনি BJP-র সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রিত্ব করেছিলেন । 1998 সালেও BJP জয়শ্রীরাম বলত । তবে এখন উনি ক্ষেপে যাচ্ছেন কেন ?"

Intro:জয়শ্রী রাম বললে এখন কানে লাগছে মুখ্যমন্ত্রীর।বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রিত্ব করেছিলেন।১৯৯৮ সালে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়েছিলেন সেদিনও বিজেপি জয়শ্রী রাম বলতেন।সেদিন অন্যকিছু বলেনি।এখন জয়শ্রী রাম কানে লাগছে কেন?এই ভাবেই কটাক্ষ করেন কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমেন মিত্রের।ব্যান্ডেলে শরৎ চন্দ্র ইনস্টিটিউটে একটি ইফতারে যোগ দিতে এসে তিনি আরো বলেন কারো সাথে দেখা হলে মানুষ কি বলে,এটা একটা স্বাভাবিক সম্বোধন।কেউ বলে সালাম আলিকম,এরা জয়শ্রী বলছে মুখ্যমন্ত্রীর গায়ে লাগছে কেন?
Body:যত ট্রেজারী ছিল সেগুলো বেরিয়ে যাওয়াতে সহ্য করতে পারছেন না।অর্জুন সিং আগে খুব ভালো ছেলে ছিল।মনিরুল,তার থেকে ভালো লোক ছিল না।ওনার মেয়ে থাকত জামাই করতেন।এখন খারাপ কেন? দল ছেড়ে গেছে বলে।অন্যের ঘর ভাঙালে নিজের ঘরও ভাঙে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.