ETV Bharat / state

CPI(M) ও কংগ্রেসের জোট হয়নি, হবেও না : সূর্যকান্ত মিশ্র - TMC

২০১৬ সালে আসন বোঝাপড়া হয়েছিল। গত লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেস চারটি ও CPI(M) দুটি আসনে জিতেছিল। এবার ওই ছটি আসনে CPI(M) ও কংগ্রেস জোট করে লড়বে না। বললেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সূর্যকান্ত মিশ্র
author img

By

Published : Mar 11, 2019, 10:37 AM IST

শ্রীরামপুর, ১১ মার্চ : "CPI(M) ও কংগ্রেসের কোনও দিন জোট ছিল না, ভবিষ্যতেও হবে না।" বললেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গতকাল তিনি শ্রীরামপুরের রবীন্দ্রভবনে বিনোদ দাসের জন্মশতবর্ষ উপলক্ষে এক কর্মিসভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, "২০১৬ সালে আসন বোঝাপড়া হয়েছিল। গত লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেস চারটি ও CPI(M) দুটি আসনে জিতেছিল। এবার ওই ছটি আসনে CPI(M) ও কংগ্রেস জোট করে লড়বে না।"

সূর্যকান্তবাবু আরও বলেন, " BJP ভোট প্রচারে সার্জিকাল স্ট্রাইকের ছবি ব্যবহার করেছে। সারা দেশে এই বিষয়ে প্রতিবাদ হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, ওই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না। ওঁদের কাণ্ডজ্ঞান নেই। ওখানে একটি কাকও মারা যায়নি। কিন্তু একজন BJP-র সভাপতি বললেন ২৫০-৩০০ লোক মারা গেছে। এসব বলে কোনও লাভ নেই। সমাধান করতে হবে। যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। পারস্পরিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানসূত্র বের করতে হবে। সন্ত্রাসবাদ যাতে পাকিস্তানের মাটি ব্যবহার করতে না পারে তার জন্য কূটনৈতিক আলোচনা করতে হবে।"

তিনি আরও বলেন, "BJP এবং RSS পরিকল্পিতভাবে এই কাজ করছে। BJP সাম্প্রদায়িক মেরুকরণের জন্য উগ্র জাতীয়তাবাদী স্লোগানের ভিত্তিতে সাময়িকভাবে মানুষের জ্বলন্ত সমস্যাগুলি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বেকারত্ব, কৃষকের সমস্যা, মূল্যবৃদ্ধি ইত্যাদি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে।"

শ্রীরামপুর, ১১ মার্চ : "CPI(M) ও কংগ্রেসের কোনও দিন জোট ছিল না, ভবিষ্যতেও হবে না।" বললেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গতকাল তিনি শ্রীরামপুরের রবীন্দ্রভবনে বিনোদ দাসের জন্মশতবর্ষ উপলক্ষে এক কর্মিসভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, "২০১৬ সালে আসন বোঝাপড়া হয়েছিল। গত লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেস চারটি ও CPI(M) দুটি আসনে জিতেছিল। এবার ওই ছটি আসনে CPI(M) ও কংগ্রেস জোট করে লড়বে না।"

সূর্যকান্তবাবু আরও বলেন, " BJP ভোট প্রচারে সার্জিকাল স্ট্রাইকের ছবি ব্যবহার করেছে। সারা দেশে এই বিষয়ে প্রতিবাদ হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, ওই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না। ওঁদের কাণ্ডজ্ঞান নেই। ওখানে একটি কাকও মারা যায়নি। কিন্তু একজন BJP-র সভাপতি বললেন ২৫০-৩০০ লোক মারা গেছে। এসব বলে কোনও লাভ নেই। সমাধান করতে হবে। যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। পারস্পরিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানসূত্র বের করতে হবে। সন্ত্রাসবাদ যাতে পাকিস্তানের মাটি ব্যবহার করতে না পারে তার জন্য কূটনৈতিক আলোচনা করতে হবে।"

তিনি আরও বলেন, "BJP এবং RSS পরিকল্পিতভাবে এই কাজ করছে। BJP সাম্প্রদায়িক মেরুকরণের জন্য উগ্র জাতীয়তাবাদী স্লোগানের ভিত্তিতে সাময়িকভাবে মানুষের জ্বলন্ত সমস্যাগুলি চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বেকারত্ব, কৃষকের সমস্যা, মূল্যবৃদ্ধি ইত্যাদি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.