গোঘাট, 17 জুলাই : ছাত্রসংঘর্ষের জেরে জখম দুই ABVP সদস্য । গোঘাটের কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা মহাবিদ্যাপীঠ ডিগ্রি কলেজের ঘটনা । সদস্য সংগ্রহ কর্মসূচি ঘিরে TMCP ও ABVP-র সদস্যদের মধ্যে আজ সেখানে সংঘর্ষ হয় ।
আজ কলেজে সদস্য সংগ্রহ কর্মসূচি ছিল ABVP-র । অভিযোগ, কর্মসূচি চলাকালীন ABVP-র নেতাদের উপর TMCP-র সদস্যরা হামলা চালায় । দু'পক্ষের মধ্যে হাতাহাতি বাধে । এই ঘটনায় জখম হয় ABVP-র দুই সদস্য । খবর পেয়ে গোঘাট থানার পুলিশ কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন : খন্যানে কলেজে TMCP-ABVP সংঘর্ষ, জখম 14
ABVP-র সদস্যরা অভিযোগ করেন, কিছুদিন আগেই কলেজে সংগঠনের পতাকা টাঙানো হলে তা TMCP-র সদস্যরা ছিঁড়ে দেয় । ABVP-র সদস্য অষ্টম সিং বলেন, "তৃণমূল নেতা মানস মজুমদারের নেতৃত্বে TMCP-র সদস্যরা বারবার আমাদের দলীয় পতাকা ছিঁড়ে দেয় । আজ তার বিরুদ্ধে প্রতিবাদ জানালে TMCP-র সদস্যরা লাঠি, রড নিয়ে আমাদের উপর হামলা চালায় । পুলিশকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । উলটে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে ।"
আরও পড়ুন : কলেজে ABVP-TMCP সংঘর্ষ, টেবিলে ছাত্রীর মাথা ঠুকে ধর্ষণের হুমকি
যদিও কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তথা তৃণমূল ছাত্র পরিষদ নেতা সমর ঘোষ বলেন, "সংগঠনের কোনও কর্মী-সমর্থক কোনওরকম ঝামেলা করেনি বা গালিগালাজ করেনি । ABVP-র অভিযোগ মিথ্যে ।"