ETV Bharat / state

কংগ্রেস বিধায়ক শংকর মালাকারের সঙ্গে বৈঠক গুরুঙের

author img

By

Published : Jan 15, 2021, 10:33 PM IST

আজ রাতে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শংকর মালাকারের সঙ্গে দেখা করেন মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি । যদিও রূদ্ধদ্বার বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ বলেই জানাচ্ছেন কংগ্রেস নেতা ।

বিমল গুরুং
বিমল গুরুং

শিলিগুড়ি, 15 জানুয়ারি : মাটিগাড়া - নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শংকর মালাকারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি । আর এই নিয়েই রীতিমতো শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলে । বিমল গুরুঙের কাছে বিধানসভা নির্বাচনে সমর্থন চাইলেন শঙ্কর মালাকার । দুই নেতৃত্বের সাক্ষাতে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে ।

আজ বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে শিলিগুড়ির একটি হোটেলে ওঠেন বিমল গুরুং । সেখান থেকে রাতে আচমকাই বাবুপাড়ায় প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শংকর মালাকারের বাড়িতে যান বিমল গুরুং এবং রোশন গিরি । বিষয়টি যদিও সম্পূর্ন সৌজন্য সাক্ষাত বলে জানিয়েছেন শংকর মালাকার এবং বিমল গুরুং ।

বিমল গুরুংয়ের সঙ্গে সাক্ষাতের পর কী বললেন কংগ্রেস বিধায়ক ?

দলীয় সূত্রে জানা গিয়েছে, বিমল গুরুং ও রোশন গিরির পাহাড়ে প্রত্যাবর্তনের পরই রাজ্য সরকারকে সমর্থন করার কথা জানালেও কংগ্রেসের প্রশংসা করতে ভোলেননি । রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও আলাপ আলোচনার পথ খোলা রাখতে চাইছেন বিমল গুরুং।

আরও পড়ুন : রাজনৈতিক ধাঁধায় উত্তপ্ত দার্জিলিঙের পরিস্থিতি

যদিও শংকর মালাকার বলেন, "কংগ্রেসের সঙ্গে মোর্চার আলাদা সম্পর্ক রয়েছে । এখানে ভোটের কোনও সমীকরণ নেই । তবে এর আগেও আমাকে সমর্থন করেছিল । এবারও আমি নির্বাচনে সমর্থন চেয়েছি । "

তিনি জানান, পাহাড়ে ডিজিএসসি এবং নেপালি ভাষাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কংগ্রেস কেন্দ্রে থাকাকালীন সব থেকে বেশি পদক্ষেপ করেছিল । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই জায়গা থেকেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার জায়গা খোলা রাখতে চাইছে বিমলপন্থী মোর্চা নেতৃত্ব । অন্যদিকে, এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি রোশন গিরি বা বিমল গুরুং ।

শিলিগুড়ি, 15 জানুয়ারি : মাটিগাড়া - নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শংকর মালাকারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি । আর এই নিয়েই রীতিমতো শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলে । বিমল গুরুঙের কাছে বিধানসভা নির্বাচনে সমর্থন চাইলেন শঙ্কর মালাকার । দুই নেতৃত্বের সাক্ষাতে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে ।

আজ বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে শিলিগুড়ির একটি হোটেলে ওঠেন বিমল গুরুং । সেখান থেকে রাতে আচমকাই বাবুপাড়ায় প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শংকর মালাকারের বাড়িতে যান বিমল গুরুং এবং রোশন গিরি । বিষয়টি যদিও সম্পূর্ন সৌজন্য সাক্ষাত বলে জানিয়েছেন শংকর মালাকার এবং বিমল গুরুং ।

বিমল গুরুংয়ের সঙ্গে সাক্ষাতের পর কী বললেন কংগ্রেস বিধায়ক ?

দলীয় সূত্রে জানা গিয়েছে, বিমল গুরুং ও রোশন গিরির পাহাড়ে প্রত্যাবর্তনের পরই রাজ্য সরকারকে সমর্থন করার কথা জানালেও কংগ্রেসের প্রশংসা করতে ভোলেননি । রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও আলাপ আলোচনার পথ খোলা রাখতে চাইছেন বিমল গুরুং।

আরও পড়ুন : রাজনৈতিক ধাঁধায় উত্তপ্ত দার্জিলিঙের পরিস্থিতি

যদিও শংকর মালাকার বলেন, "কংগ্রেসের সঙ্গে মোর্চার আলাদা সম্পর্ক রয়েছে । এখানে ভোটের কোনও সমীকরণ নেই । তবে এর আগেও আমাকে সমর্থন করেছিল । এবারও আমি নির্বাচনে সমর্থন চেয়েছি । "

তিনি জানান, পাহাড়ে ডিজিএসসি এবং নেপালি ভাষাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কংগ্রেস কেন্দ্রে থাকাকালীন সব থেকে বেশি পদক্ষেপ করেছিল । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই জায়গা থেকেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার জায়গা খোলা রাখতে চাইছে বিমলপন্থী মোর্চা নেতৃত্ব । অন্যদিকে, এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি রোশন গিরি বা বিমল গুরুং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.