কলকাতা, 20 সেপ্টেম্বর: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য তিনি ডিভিসি-কে দায়ী করেছেন ৷ পাশাপাশি এই অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মমতা ৷
গত কয়েকদিন ধরেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, রাজ্যকে উপেক্ষা করে বিভিন্ন জলাধার থেকে লাগাতার জল ছেড়েছে ডিভিসি ৷ তার জেরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসি । তাই একে 'ম্যান মেড বন্যা' বলে তোপ দেগেছেন মমতা ৷ এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ডিভিসি-র ভূমিকার কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যকে অন্ধকারে রেখে ডিভিসি জল ছেড়েছে বলে চিঠিতে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ডিভিসি তার আওতায় থাকা বিভিন্ন বাঁধ থেকে 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে । আর তার কারণে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ।
এই চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের বিপুল সংখ্যক মানুষকে চরম বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে । সবচেয়ে বড় কথা, স্মরণকালে এত বিপুল পরিমাণ জল কখনওই ছাড়েনি ডিভিসি । মমতা লিখেছেন, 2009 সালের পর এই কারণেই রাজ্যে আবার বড় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । ইতিমধ্যেই এই বন্যায় এক হাজার কিলোমিটার জমি জলের তলায় । প্রায় পাঁচ মিলিয়ন (50 লক্ষ) মানুষের জনজীবন বিপর্যস্ত । তাঁদের ঘরবাড়ি থেকে শুরু করে চাষের জমি, গবাদিপশু সমস্ত কিছুরই ক্ষতি হয়েছে । রাজ্য সরকার এই অবস্থায় তাঁদের সাধ্যমতো কাজ করার চেষ্টা করছে । ইতিমধ্যেই দুর্গত মানুষদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণসামগ্রী ও সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
এদিন চার পাতার চিঠির ছত্রে ছত্রে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গত দু'দিন মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে বারবার এই বন্যাকে 'ম্যান মেড' আখ্যা দিয়েছেন । এমনকি এও বলেছেন যে, আগামী দিনে তাঁরা ডিভিসি-র সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন কি না তা এবার ভাবার সময় এসেছে । এরপর আজ এই চিঠির মাধ্যমে এই প্রতিষ্ঠানের উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ।
এদিন মুখ্যমন্ত্রীর লেখা চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাঁর দাবি মূলত দুটি ৷ প্রথমত, ডিভিসি-র হাতে থাকা বাঁধগুলিতে ড্রেজিং-য়ের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং দ্বিতীয়ত ঘাটাল মাস্টারপ্ল্যানকে দ্রুত কার্যকারী করা । তিনি মনে করিয়ে দিয়েছেন, অতীতেও একাধিকবার তিনি এই একই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন । এমনকি নীতি আয়োগের বৈঠকে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন । আর আজ যখন বাংলার লক্ষ লক্ষ মানুষ বানভাসি, তখন মুখ্যমন্ত্রী চাইছেন এই দুই পদক্ষেপে দ্রুত সক্রিয় ভূমিকা গ্রহণ করুন প্রধানমন্ত্রী ।