ETV Bharat / sports

সাগরপাড়ে সিদ্ধিলাভ ! ইতিহাসে রোহিত-কোহলির হাসি কেড়ে নেওয়া হাসান - India vs Bangladesh 1st Test

India vs Bangladesh 1st Test: দ্বিতীয় দিনে একঘণ্টায় শেষ ভারতের প্রথম ইনিংস ৷ ব্যাটিং ধস সামলে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভারত ঘুরে দাঁড়ালেও নজর কাড়লেন হাসান মাহমুদ ৷ নয়া কৃতিত্বে ভারতের হাসি উড়িয়ে প্রথম ইনিংসের নায়ক হাসান ৷

Hasan Mahmud
প্রথম ইনিংসের নায়ক হাসান (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 20, 2024, 1:27 PM IST

চেন্নাই, 20 সেপ্টেম্বর: প্রথম দিনের ব্যাটিং ধস সামলে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত ৷ রোহিত শর্মা, বিরাট কোহলির ব্যর্থতার দিনে ভরসা যুগিয়েছে দুই অভিজ্ঞা খেলোয়াড়ের ব্যাট ৷ যদিও শুক্রবার, দ্বিতীয় দিনের শুরুর একঘণ্টাতেই শেষ হয়েছে ভারতের প্রথম ইনিংস ৷ পড়শি দেশের মাটিতে এসে ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ ৷

বাংলাদেশের পেস ব্যাটারির সামনে ভারতীয় ব্যাটিং লাইন-আপ যেভাবে শুরু করেছিল, বৃহস্পতির প্রথম সেশনের সেই ‘টেম্পো’ ধরে রাখতে না পারার আক্ষেপ টাইগারদের ড্রেসিংরুমে ৷ দুই ‘রবি’ হাল না-ধরলে লজ্জার মুখে পড়তে হত রোহিত-কোহলিদের ৷ দ্বিতীয় দিনের শুরুতেই অবশ্য ফের স্বমহিমায় হাসান, তাসকিনরা ৷

Hasan Mahmud
সাগরপাড়ে সিদ্ধিলাভ ! (IANS)

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ ৷ হাসান মাহমুদ নিয়েছেন 5 উইকেট ৷ তাঁর শিকারের তালিকায় রয়েছে রোহিত-কোহলির উইকেট ৷ প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে 5 উইকেট নিয়ে নয়া কৃতিত্বের অধিকারীও হয়েছেন তিনি ৷

প্রথম ইনিংসে হাসানের শিকার...

  • রোহিত শর্মা (19 বলে 6)
  • বিরাট কোহলি (6 বলে 6)
  • শুভমন গিল (8 বলে 0)
  • ঋষভ পন্ত (52 বলে 39)
  • জসপ্রীত বুমরা (9 বলে 7)

প্রথমদিন 6 উইকেটে 339 রানে শেষ করে ভারত ৷ সেখান থেকে দ্বিতীয় দিনের শুরুটা একেবারেই ভালো হয়নি ৷ রবীন্দ্র জাদেজা ফেরেন ব্যক্তিগত 86 রানে ৷ অশ্বিন আউট হন 113 রানে ৷ বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ছাড়াও তাসকিন আহমেদ 3 উইকেট, নাহিদ রানা এবং মেহেদি হাসান মিরাজ 1টি করে উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন:

চেন্নাই, 20 সেপ্টেম্বর: প্রথম দিনের ব্যাটিং ধস সামলে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত ৷ রোহিত শর্মা, বিরাট কোহলির ব্যর্থতার দিনে ভরসা যুগিয়েছে দুই অভিজ্ঞা খেলোয়াড়ের ব্যাট ৷ যদিও শুক্রবার, দ্বিতীয় দিনের শুরুর একঘণ্টাতেই শেষ হয়েছে ভারতের প্রথম ইনিংস ৷ পড়শি দেশের মাটিতে এসে ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ ৷

বাংলাদেশের পেস ব্যাটারির সামনে ভারতীয় ব্যাটিং লাইন-আপ যেভাবে শুরু করেছিল, বৃহস্পতির প্রথম সেশনের সেই ‘টেম্পো’ ধরে রাখতে না পারার আক্ষেপ টাইগারদের ড্রেসিংরুমে ৷ দুই ‘রবি’ হাল না-ধরলে লজ্জার মুখে পড়তে হত রোহিত-কোহলিদের ৷ দ্বিতীয় দিনের শুরুতেই অবশ্য ফের স্বমহিমায় হাসান, তাসকিনরা ৷

Hasan Mahmud
সাগরপাড়ে সিদ্ধিলাভ ! (IANS)

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ ৷ হাসান মাহমুদ নিয়েছেন 5 উইকেট ৷ তাঁর শিকারের তালিকায় রয়েছে রোহিত-কোহলির উইকেট ৷ প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে 5 উইকেট নিয়ে নয়া কৃতিত্বের অধিকারীও হয়েছেন তিনি ৷

প্রথম ইনিংসে হাসানের শিকার...

  • রোহিত শর্মা (19 বলে 6)
  • বিরাট কোহলি (6 বলে 6)
  • শুভমন গিল (8 বলে 0)
  • ঋষভ পন্ত (52 বলে 39)
  • জসপ্রীত বুমরা (9 বলে 7)

প্রথমদিন 6 উইকেটে 339 রানে শেষ করে ভারত ৷ সেখান থেকে দ্বিতীয় দিনের শুরুটা একেবারেই ভালো হয়নি ৷ রবীন্দ্র জাদেজা ফেরেন ব্যক্তিগত 86 রানে ৷ অশ্বিন আউট হন 113 রানে ৷ বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ছাড়াও তাসকিন আহমেদ 3 উইকেট, নাহিদ রানা এবং মেহেদি হাসান মিরাজ 1টি করে উইকেট নিয়েছেন ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.