ETV Bharat / bharat

লোকালয়ে চলল গুলি !গ্যাংওয়ারে মৃত 3 যুবক, আহত 2 - Rohtak Gang War

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Gang War In Rohtak: হরিয়ানার রোহতকে গ্যাংওয়ার ৷ সোনিপাতের মদের দোকানে বসে থাকা 5 যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাল বাইক আরোহীরা ৷ মৃত 3, আহত 2 যুবক ৷

Gang War In Rohtak
রোহতকে গ্য়াং ওয়ার (ইটিভি ভারত)

রোহতক, 20 সেপ্টেম্বর: হরিয়ানায় গ্যাংওয়ার ! লোকালয়ে চলল গুলি ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু 3 যুবকের ৷ গুরুতর আহত আরও 2 ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রোহতকের সোনিপাত এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, এদিন রাতে সোনিপতের বালিয়ানা মোড়ের কাছে একটি মদের দোকানে বসেছিলেন 5 যুবক ৷ সেই সময়, হঠাৎ 3টি বাইক এসে থামে তাঁদের সামনে ৷ দোকানে বসে থাকা যুবকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে বাইক আরোহীরা ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা ৷ তাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের ৷ মৃতরা হলেন জয়দীপ (30), অমিত নন্দল (37) এবং বিনয় (28) ৷ আহত হন বাকি 2 জন ৷

ঘটনায় আতঙ্কিত আশপাশের লোকজন ৷ হামলাকারীরা পালিয়ে যেতেই তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান ৷ সেই সঙ্গে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহগুলি ৷ পুলিশ জানিয়েছে, রোহতকের দুই গ্যাং রাহুল বাবা ও পালোত্রা গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল ৷ সেই অশান্তির ফলস্বরূপ এদিনের এই গুলি চালানোর ঘটনা ৷

সূত্রের খবর, ঘটনার পর সোশাল মিডিয়ায় রাহুলের নামে একটি পোস্ট করা হয় ৷ কিছুদিন আগে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে রাহুল ৷ দু'দিন আগে জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছে তাকে ৷ রোহতকের পুলিশ সুপার হিমাংশু গর্গ জানান, নিহত অমিত নন্দল গ্যাংস্টার সুমিত পালোত্রার ছোট ভাই ৷ এসপি আরও জানিয়েছেন, 2019 সালে আদালতের বাইরে একটি গুলি চালানোর ঘটনা ঘটে ৷ ঘটনায় বোহর গ্রামের এক যুবককে গ্রেফতার করা হয় ৷ সেই ঘটনার সঙ্গে এদিনের কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ৷ দোষীদের গ্রেফতারের জন্য একটি দল গঠন করা হয়েছে ৷

রোহতক, 20 সেপ্টেম্বর: হরিয়ানায় গ্যাংওয়ার ! লোকালয়ে চলল গুলি ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু 3 যুবকের ৷ গুরুতর আহত আরও 2 ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রোহতকের সোনিপাত এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, এদিন রাতে সোনিপতের বালিয়ানা মোড়ের কাছে একটি মদের দোকানে বসেছিলেন 5 যুবক ৷ সেই সময়, হঠাৎ 3টি বাইক এসে থামে তাঁদের সামনে ৷ দোকানে বসে থাকা যুবকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে বাইক আরোহীরা ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা ৷ তাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের ৷ মৃতরা হলেন জয়দীপ (30), অমিত নন্দল (37) এবং বিনয় (28) ৷ আহত হন বাকি 2 জন ৷

ঘটনায় আতঙ্কিত আশপাশের লোকজন ৷ হামলাকারীরা পালিয়ে যেতেই তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান ৷ সেই সঙ্গে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহগুলি ৷ পুলিশ জানিয়েছে, রোহতকের দুই গ্যাং রাহুল বাবা ও পালোত্রা গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল ৷ সেই অশান্তির ফলস্বরূপ এদিনের এই গুলি চালানোর ঘটনা ৷

সূত্রের খবর, ঘটনার পর সোশাল মিডিয়ায় রাহুলের নামে একটি পোস্ট করা হয় ৷ কিছুদিন আগে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে রাহুল ৷ দু'দিন আগে জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছে তাকে ৷ রোহতকের পুলিশ সুপার হিমাংশু গর্গ জানান, নিহত অমিত নন্দল গ্যাংস্টার সুমিত পালোত্রার ছোট ভাই ৷ এসপি আরও জানিয়েছেন, 2019 সালে আদালতের বাইরে একটি গুলি চালানোর ঘটনা ঘটে ৷ ঘটনায় বোহর গ্রামের এক যুবককে গ্রেফতার করা হয় ৷ সেই ঘটনার সঙ্গে এদিনের কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ ৷ দোষীদের গ্রেফতারের জন্য একটি দল গঠন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.