পুজোর মুখে দুর্গাপুর স্টেশন বাজারে বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত বহু দোকান - Fire in Durgapur - FIRE IN DURGAPUR
🎬 Watch Now: Feature Video
Published : Sep 20, 2024, 2:15 PM IST
দুর্গাপুর স্টেশন রোডের বেশ কয়েকটি দোকানে ভয়াবহ আগুন ৷ শুক্রবার ভোরের ঘটনায় বেশ কয়েকটি জামাকাপড়ের দোকানে ক্ষতি হয়েছে ৷ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশকয়েকটি ইঞ্জিন ৷ যদিও অভিযোগ উঠেছে, দমকল বিভাগ এবং দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গাফিলতির কারণে আগুন ছড়িয়ে পড়েছে ৷ খবর দেওয়ার অনেক পরে দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছয় ৷ দমকলের এক আধিকারিক জানান, শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে ৷ স্টেশন রোডের ব্যবসায়ী দীপঙ্কর সাহা অভিযোগ করেছেন, ভোর থেকে দমকলে ফোন করা হয় ৷ কিন্তু, দীর্ঘ সময় পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ শর্ট সার্কিটে জেরে আগুন লাগায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের অফিসেও ফোন করা হয় ৷ অভিযোগ, সেখান থেকেও দ্রুত পদক্ষেপ করা হয়নি ৷ ব্যবসায়ীদের দাবি, দ্রুত পদক্ষেপ করলে বেশি ক্ষতি হত না ৷ যদিও, ক্ষতির পরিমাণ ঠিক কতটা, তা এখনও জানা যায়নি ৷ যদিও, দমকল আধিকারিক রহমান চৌধুরী দেরিতে আসার অভিযোগের উত্তরে জানান, তাঁরা খবর পাওয়ার 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন ৷