ETV Bharat / state

পাহাড়ে টাকার বিনিময়ে ভোট কেনার পরিকল্পনা চলছে : গুরুং

লোকসভায় রাজু বিস্তার পর এবার বিধানসভা উপ নির্বাচনে নিরোজ জিম্বাকে জেতাতে একের পর এক ভিডিয়ো-অডিয়ো বার্তায় আবেদন জানাচ্ছেন বিমল গুরুং ৷ লোকসভার আগে পাহাড়ে ফিরতে চাইলেও আদালত থেকে জামিন না মেলায় বিমলের ভরসা শুধু অডিয়ো বার্তায় ৷

বিমল গুরুং
author img

By

Published : May 1, 2019, 9:20 AM IST

দার্জিলিং, 1 মে : ভোট কিনতে টাকা ছড়ানো হচ্ছে । এর থেকে সতর্ক থাকতে হবে । অডিয়োর মাধ্যমে এমনই বার্তা দিয়ে পাহাড়ের বাসিন্দাদের সজাগ থাকতে বললেন বিমল গুরুং । পাশাপাশি BJP-GNLF-বিমলপন্থী মোর্চার জোট প্রার্থী নিরোজ জিম্বা ভোটে জিতলে প্রতারণা করবেন না বলেই বিশ্বাস করছেন তিনি ।

পাহাড়ের দু'-একজন পকেট ভরার রাজনীতি করছেন । বিধানসভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে টাকা ছড়িয়ে ভোট কেনার পরিকল্পনা করা হয়েছে । এমন কিছু দেখতে পেলে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার আবেদনও জানান তিনি ।

লোকসভা ভোটের আগে পাহাড়ে ফিরতে চেয়েছিলেন বিমল গুরুং ৷ কিন্তু আদালত থেকে জামিন না মেলায় তা আর হয়ে ওঠেনি ৷ তাই বিমলের ভরসা শুধুই অডিয়ো-ভিডিয়ো ৷ লোকসভা ভোটের জন্য এই কৌশলই অবলম্বন করেছিলেন ৷ এবার বিধানসভার উপ নির্বাচনেও একই কৌশল অবলম্বন করলেন তিনি ৷

তৃণমূল- বিনয়পন্থী মোর্চার প্রার্থীকে হারাতে GNLF-কে সঙ্গে নিয়েছেন ৷ BJP-র সঙ্গে জোট বেঁধেছেন ৷ লড়াইয়ের একই রণনীতি উপ নির্বাচনেও বহাল রেখেছেন বিমল ৷

লোকসভায় রাজু বিস্তার পর এবার বিধানসভা উপ নির্বাচনে নিরোজ জিম্বাকে জেতাতে একের পর এক ভিডিয়ো-অডিয়ো বার্তায় আবেদন জানাচ্ছেন বিমল গুরুং৷

দার্জিলিং, 1 মে : ভোট কিনতে টাকা ছড়ানো হচ্ছে । এর থেকে সতর্ক থাকতে হবে । অডিয়োর মাধ্যমে এমনই বার্তা দিয়ে পাহাড়ের বাসিন্দাদের সজাগ থাকতে বললেন বিমল গুরুং । পাশাপাশি BJP-GNLF-বিমলপন্থী মোর্চার জোট প্রার্থী নিরোজ জিম্বা ভোটে জিতলে প্রতারণা করবেন না বলেই বিশ্বাস করছেন তিনি ।

পাহাড়ের দু'-একজন পকেট ভরার রাজনীতি করছেন । বিধানসভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে টাকা ছড়িয়ে ভোট কেনার পরিকল্পনা করা হয়েছে । এমন কিছু দেখতে পেলে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার আবেদনও জানান তিনি ।

লোকসভা ভোটের আগে পাহাড়ে ফিরতে চেয়েছিলেন বিমল গুরুং ৷ কিন্তু আদালত থেকে জামিন না মেলায় তা আর হয়ে ওঠেনি ৷ তাই বিমলের ভরসা শুধুই অডিয়ো-ভিডিয়ো ৷ লোকসভা ভোটের জন্য এই কৌশলই অবলম্বন করেছিলেন ৷ এবার বিধানসভার উপ নির্বাচনেও একই কৌশল অবলম্বন করলেন তিনি ৷

তৃণমূল- বিনয়পন্থী মোর্চার প্রার্থীকে হারাতে GNLF-কে সঙ্গে নিয়েছেন ৷ BJP-র সঙ্গে জোট বেঁধেছেন ৷ লড়াইয়ের একই রণনীতি উপ নির্বাচনেও বহাল রেখেছেন বিমল ৷

লোকসভায় রাজু বিস্তার পর এবার বিধানসভা উপ নির্বাচনে নিরোজ জিম্বাকে জেতাতে একের পর এক ভিডিয়ো-অডিয়ো বার্তায় আবেদন জানাচ্ছেন বিমল গুরুং৷

Intro:অডিও বার্তায় গুরুঙ,
পাহাড়ে টাকার বিনিময়ে ভোট কিনতে চাইছেন বিনয়-অনিতরা

দার্জিলিং,৩০ এপ্রিল : ভোট কিনতে টাকা ছড়ানো হচ্ছে । এর থেকে সতর্ক থাকতে হবে । এবার অডিও বার্তায় বিনয় তামাঙ ও অনিত থাপাকে কাঠগরায় তুলে পাহাড়ের বাসিন্দাদের এনিয়ে সজাগ থাকতে বললেন বিমল গুরুঙ। একইভাবে বিজেপি-জিএনএলএফ -বিমলপন্থি মোর্চার জোট প্রার্থী নিরোজ জিম্বা ভোটে জিতলে তিনি প্রতারণা করবেন না বলে বিশ্বাস বিমলের । Body:পাহাড়ের দু' একজন পকেট ভরার রাজনীতি করছেন । বিধানসভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে টাকা ছড়িয়ে ভোট কেনার পরিকল্পনা করা হয়েছে । এমনটা দেখতে পেলে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি । লোকসভা ভোটের আগে পাহাড়ে ফিরতে চেয়েছিলেন বিমল গুরুঙ। কিন্তু আদালত থেকে জামিন না মেলায় তা আর হয়ে ওঠেনি । ফলে বিমলের একমাত্র ভরসা অডিও -ভিডিও । লোকসভা ভোটের জন্য এই কৌশলই অবলম্বন করেছিলেন বিমল । এবার বিধানসভার উপ নির্বাচনেও। তৃণমূল -বিনয়পন্থি মোর্চার প্রার্থীকে হারাতে জিএনএলএফকে সাথে নিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে লরাইয়ের রণনীতি উপ নির্বাচনেও বহাল রেখেছেন বিমল । Conclusion:লোকসভায় রাজু বিস্তার পর এবার বিধানসভার উপ নির্বাচনে নিরোজ জিম্বাকে জেতাতে একের পর এক ভিডিও -অডিও বার্তায় আবেদন জানাচ্ছেন গুরুঙ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.