ETV Bharat / state

ভোটের প্রচারে এসে SJDA-র বিরুদ্ধে তোপ রাজুর - sjda

SJDA-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। পাশাপাশি রাজ্যের শাসক দলেরও তিনি তীব্র সমালোচনা করেন।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত
author img

By

Published : Mar 28, 2019, 6:00 AM IST

শিলিগুড়ি, ২৮ মার্চ : SJDA-র বিরুদ্ধে দুর্নীতি নিয়ে অভিযোগ তুললেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। গতকাল তিনি শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন।

ভোটের প্রচারে এসে SJDA-র বিরুদ্ধে তোপ রাজুর

সাংবাদিক বৈঠকে SJDA-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি রাজ্যের শাসক দলেরও তিনি তীব্র সমালোচনা করেন।

রাজু বলেন, "শিলিগুড়িতে SJDA-তে প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। শ্মশানে চুল্লি বসানোর টাকা নয়ছয় করা হয়েছে। এসব মানুষকে বলছি। কেন্দ্র দেশের সুরক্ষায় কাজ করলেও তাকে সমর্থন করছে না রাজ্য। আমার আশা এই রাজ্যের শাসক দল ও সরকারকে মানুষ আর চায় না। তাই আমরা জিতবই।"

শিলিগুড়ি, ২৮ মার্চ : SJDA-র বিরুদ্ধে দুর্নীতি নিয়ে অভিযোগ তুললেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। গতকাল তিনি শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন।

ভোটের প্রচারে এসে SJDA-র বিরুদ্ধে তোপ রাজুর

সাংবাদিক বৈঠকে SJDA-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি রাজ্যের শাসক দলেরও তিনি তীব্র সমালোচনা করেন।

রাজু বলেন, "শিলিগুড়িতে SJDA-তে প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। শ্মশানে চুল্লি বসানোর টাকা নয়ছয় করা হয়েছে। এসব মানুষকে বলছি। কেন্দ্র দেশের সুরক্ষায় কাজ করলেও তাকে সমর্থন করছে না রাজ্য। আমার আশা এই রাজ্যের শাসক দল ও সরকারকে মানুষ আর চায় না। তাই আমরা জিতবই।"

Intro:চোপড়া,১২ ডিসেম্বরঃ- চোপড়ার জনসভায় বিরোধীদের বিরুদ্ধে উষ্কানিমূলক মন্তব্য করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি বলেন,'চোপড়ার দাসপাড়া,লক্ষ্মীপুরে যদি আর কোন কর্মীর মৃত্যু হয়,দোকানপাঠ ভাঙচুড় হয় বা অশান্তি ছড়ায় তবে এবারে আমরা আর কোন মিটিং করবো না, মাঠে নেমে মোকাবিলা করবো।এখনও সময় আছে আর এক ইঞ্চিও না এগিয়ে হামিদুর সাহেবের কাছে আত্মসমর্পন করুন।'- বুধবার চোপড়ার জনসভা থেকে ঠিক এভাবেই বিরোধী দলদের বিধলেন উত্তর দিনাজপুর জেলার শাসকদল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি আরও যোগ করেন,আমাদের দল অশান্তি পছন্দ করে না।আমরা ওরা রাজনীতিও করে না।পরিবর্তনের পরও মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই।তাই বলছি বিরোধীতা না করে উন্নয়নের কাজে হাত মেলান।

আগামী ১৯ জানুয়ারি বিগ্রেড সভার আগে এই নিয়ে দ্বিতীয় বার সভা করলেন শুভেন্দুবাবু।গত সোমবার হেমতাবাদেও কর্মীসভা করেন তিনি।এদিনের এই বিশাল জনসভায় চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন।শুভেন্দুবাবু ছাড়াও এদিনের জনসভায় উত্তরবঙ্গের আরও তিন হেভিওয়েট মন্ত্রী গৌতম দেব,রবীন্দ্রনাথ ঘোষ এবং গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন।তাদের উপস্থিতিতে এককথায় এদিনের জনসভা অন্যমাত্রা যোগ হয়।এছাড়াও স্থানীয় বিধায়ক হামিদুর রহমান,ইসলামপুরের বিধায়ক কানহাইয়া লাল আগরওয়াল,ইটাহারের বিধায়ক তথা জেলা সভাপতি অমল আচার্য সভামঞ্চে ছিলেন।

এদিনের জনসভাকে আগামী ব্রিগেড ও লোকসভা নির্বাচনের আগে নেতাকর্মীদের উজ্জীবিত করতে ব্যবহার করেন সমস্ত নেতামন্ত্রীরা।বিজেপি সরকারের নানা নীতি নিয়ে প্রায় সবাই মন্ত্রীরাই সমালোচনা করেন।পাশাপাশি গতকালকের নির্বাচনের ফলাফলের পর তারা মুখ থুবড়ে পরেছে বলেও মত প্রকাশ করেন প্রায় সব নেতামন্ত্রীরাই।শুভেন্দুবাবুও এদিন বাকি সবার মতো বিজেপি সরকার ও তাদের নীতির বিরুদ্ধে সোচ্চার হন।পাশাপাশি,চোপড়ার বর্তমান রাজনৈতিক সংঘর্ষ,খুন,দোকানপাঠ ভাঙচুড়ের ঘটনা নিয়েও বিজেপির দিকে আঙুল তোলেন।তিনি বলেন,অশান্তির পরিবেশ তৈরি করে ভোটে জেতা সম্ভব নয়।হামিদুর সাহেব চাইলে তিনি প্রর‍্যাঘাত করতে পারতেন।কিন্তু আমরা সহনশীলতায় বিশ্বাস করি।পুলিশ প্রশাসনের উপরও ভরসা রয়েছে।পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে।আরও অনেককে ভেতরে ঢোকাতে হবে।Body:বিজেপিConclusion:কংগ্রেস

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.