দার্জিলিং, 10 মে : বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চা শ্রমিকের । নিউ ডুয়ার্স চা বাগানের কারখানার কাছে দুর্ঘটনাটি ঘটে। নম্বরহীন ওই ডাম্পারটির খোঁজ পাওয়া যায়নি।
আজ সকালে নিউ ডুয়ার্স চা বাগানের আপার লাইনের বাসিন্দা অশোক কেরকেট্টা বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য বেরোন । সেসময় পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালি বোঝাই ডাম্পার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার। উত্তেজিত জনতা মৃতদেহটি আটকে রেখে বানারহাট চামুর্চি রোডে বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে যান চলাচল। স্থানীয়রা দাবি জানান, জেলাশাসক না আসা পর্যন্ত তারা মৃতদেহ নিয়ে বিক্ষোভ চালিয়ে যাবে।
এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনই বালি ও পাথর বোঝাই প্রায় কয়েকশো বড় ডাম্পার বেপরোয়া গতিতে এই রাস্তায় যাতায়াত করে। এলাকায় একটি স্কুল আছে। ওই রাস্তা দিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতায়াত করে। এব্যাপারে অতীতে অভিযোগ জানানো হলেও কোনও হেলদোল নেই ডাম্পার চালকদের।
বাসিন্দাদের অবরোধের জেরে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । প্রথমে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে ব্যর্থ হয় তারা। পরে পুলিশ বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।