শিলিগুড়ি, ১ এপ্রিল : বিমলপন্থী মোর্চা নেতা রোহিত থাপা পদত্যাগ করলেন। তিনি ডুয়ার্সের মোর্চার কার্যকরী সম্পাদক পদ ছাড়লেন। পদত্যাগের পর আজ শিলিগুড়িতে তিনি বলেন, "বিমল গুরুং অন্তরালে যাওয়ার পর গ্রাউন্ড জ়িরোয় থেকে দল সামলেছি আমরাই। কিন্তু দিল্লিতে বসে GNLF-র সঙ্গে জোট বাঁধা বা ফের BJP প্রার্থী রাজু বিস্তকে সমর্থনের প্রশ্নে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। যে পৃথক রাজ্য আমাদের স্বপ্ন সেই গোর্খাল্যান্ড নিয়ে কিছুই স্পষ্ট করছেন না BJP প্রার্থী। তাই আজ পদত্যাগ করছি।"
পাহারে মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন জানিয়ে রোহিত থাপা বলেন, "যে যা ভাল করে তা স্বীকার করতে হয়। কিন্তু এর মানে এই নয় যে আমি শাসক দল বা বিনয়পন্থী শিবিরে যোগ দিচ্ছি।" তিনি আরও বলেন, "পাহাড়ে জন আন্দোলন পার্টি সহ আরও কয়েকজন গোর্খাল্যান্ডের দাবি সামনে রেখে নির্বাচন লড়ছেন। তদের মতিগতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।"
রোহিত থাপা বলেন, "বিনয় শিবির স্পষ্ট করেছে তারা আর গোর্খাল্যান্ড চায় না। কিন্তু আমরা চাই। বিমল গুরুং স্পষ্ট করুন এবারের নির্বাচনে তার ইশু কী।"