ETV Bharat / state

"নির্বাচনের ইশু স্পষ্ট নয়", পদ ছাড়লেন বিমল ঘনিষ্ঠ রোহিত থাপা - mamata

বিমলপন্থী মোর্চা শিবির থেকে পদত্যাগ করলেন ডুয়ার্সের মোর্চার কার্যকরী সম্পাদক রোহিত থাপা। রোহিত থাপা বলেন, "বিনয় শিবির স্পষ্ট করেছে তারা আর গোর্খাল্যান্ড চায় না। কিন্তু আমরা চাই। বিমল গুরুং স্পষ্ট করুন এবারের নির্বাচনে তার ইস্যু কি।"

রোহিত থাপা
author img

By

Published : Apr 1, 2019, 9:13 PM IST

শিলিগুড়ি, ১ এপ্রিল : বিমলপন্থী মোর্চা নেতা রোহিত থাপা পদত্যাগ করলেন। তিনি ডুয়ার্সের মোর্চার কার্যকরী সম্পাদক পদ ছাড়লেন। পদত্যাগের পর আজ শিলিগুড়িতে তিনি বলেন, "বিমল গুরুং অন্তরালে যাওয়ার পর গ্রাউন্ড জ়িরোয় থেকে দল সামলেছি আমরাই। কিন্তু দিল্লিতে বসে GNLF-র সঙ্গে জোট বাঁধা বা ফের BJP প্রার্থী রাজু বিস্তকে সমর্থনের প্রশ্নে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। যে পৃথক রাজ্য আমাদের স্বপ্ন সেই গোর্খাল্যান্ড নিয়ে কিছুই স্পষ্ট করছেন না BJP প্রার্থী। তাই আজ পদত্যাগ করছি।"

পাহারে মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন জানিয়ে রোহিত থাপা বলেন, "যে যা ভাল করে তা স্বীকার করতে হয়। কিন্তু এর মানে এই নয় যে আমি শাসক দল বা বিনয়পন্থী শিবিরে যোগ দিচ্ছি।" তিনি আরও বলেন, "পাহাড়ে জন আন্দোলন পার্টি সহ আরও কয়েকজন গোর্খাল্যান্ডের দাবি সামনে রেখে নির্বাচন লড়ছেন। তদের মতিগতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।"

রোহিত থাপা বলেন, "বিনয় শিবির স্পষ্ট করেছে তারা আর গোর্খাল্যান্ড চায় না। কিন্তু আমরা চাই। বিমল গুরুং স্পষ্ট করুন এবারের নির্বাচনে তার ইশু কী।"

শিলিগুড়ি, ১ এপ্রিল : বিমলপন্থী মোর্চা নেতা রোহিত থাপা পদত্যাগ করলেন। তিনি ডুয়ার্সের মোর্চার কার্যকরী সম্পাদক পদ ছাড়লেন। পদত্যাগের পর আজ শিলিগুড়িতে তিনি বলেন, "বিমল গুরুং অন্তরালে যাওয়ার পর গ্রাউন্ড জ়িরোয় থেকে দল সামলেছি আমরাই। কিন্তু দিল্লিতে বসে GNLF-র সঙ্গে জোট বাঁধা বা ফের BJP প্রার্থী রাজু বিস্তকে সমর্থনের প্রশ্নে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। যে পৃথক রাজ্য আমাদের স্বপ্ন সেই গোর্খাল্যান্ড নিয়ে কিছুই স্পষ্ট করছেন না BJP প্রার্থী। তাই আজ পদত্যাগ করছি।"

পাহারে মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন জানিয়ে রোহিত থাপা বলেন, "যে যা ভাল করে তা স্বীকার করতে হয়। কিন্তু এর মানে এই নয় যে আমি শাসক দল বা বিনয়পন্থী শিবিরে যোগ দিচ্ছি।" তিনি আরও বলেন, "পাহাড়ে জন আন্দোলন পার্টি সহ আরও কয়েকজন গোর্খাল্যান্ডের দাবি সামনে রেখে নির্বাচন লড়ছেন। তদের মতিগতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।"

রোহিত থাপা বলেন, "বিনয় শিবির স্পষ্ট করেছে তারা আর গোর্খাল্যান্ড চায় না। কিন্তু আমরা চাই। বিমল গুরুং স্পষ্ট করুন এবারের নির্বাচনে তার ইশু কী।"

Intro:বিমলপন্থী মোর্চা শিবির থেকে পদত্যাগ করলেন ডুয়ার্সের মোর্চার কার্যকরী সম্পাদক রোহিত থাপা। আজ শিলিগুড়িতে তিনি বলেন বিমল গুরুঙ্গরা অন্তরালে যাওয়ার পর গ্রাউন্ড জিরোয় থেকে দল সামলেছি আমরাই। কিন্তু দিল্লিতে বসে জিএনএলএফের সঙ্গে জোট বাঁধা বা ফের বিজেপি প্রার্থী রাজু বিস্তকে সমর্থনের প্রশ্নে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। যে পৃথক রাজ্য আমাদের স্বপ্ন সেই গোর্খাল্যান্ড নিয়ে কিছুই পরিষ্কার করছেন না বিজেপি প্রার্থী। তাই আজ গুরুং পন্থী মোর্চা শিবির থেকে পদত্যাগ করছি। পাহারে মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন জানিয়ে রোহিত রোহিত থাপা বলেন যে যা ভাল করে তা স্বীকার করতে হয়। কিন্তু এর মানে এই নয় যে আমি শাসক দল বা বিনয়পন্থী শিবিরে যোগ দিচ্ছি। পাহারে জন আন্দোলন পার্টিসহ আরো কয়েকজন অবশ্য গোর্খাল্যান্ড এর দাবি সামনে রেখে নির্বাচন লড়ছেন। তদের মতিগতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে। রোহিত থাপা বলেন বিনয় শিবির স্পষ্ট করেছে তারা আর গোর্খাল্যান্ড চায় না। কিন্তু আমরা চাই। বিমল গুরুং স্পষ্ট করুন এবারের নির্বাচনে তার ইস্যু কি।


Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.