শিলিগুড়ি, 15 জানুয়ারি: এসেছি যখন তখন তদন্ত তো হবেই। এমনটাই মন্তব্য করতে শোনা গেল আবাস যোজনার অভিযোগের তদন্ত করতে আসা কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দলের সদস্যকে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সারা রাজ্যে মোট পাঁচটি তদন্তকারী দল পাঠিয়েছে কেন্দ্র সরকার ৷ তার মধ্যে অবধ রিসার্চ ফাউন্ডেশনের দুই সদস্য একে শর্মা ও অনুজ জোশী দার্জিলিং ও কালিম্পং জেলার আবাস যোজনার পরিস্থিতি খতিয়ে দেখবেন ।
শিলিগুড়িতে কেন্দ্রের প্রতিনিধি দলের সদস্যরা: শনিবার রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম ও মহকুমা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক প্রেম কুমার বারদেওয়া-সহ সমতল ও পাহাড়ের মোট 12 জন বিডিও'র সঙ্গে বৈঠক সারেন ওই প্রতিনিধি দলের সদস্যরা (Central delegation team in Siliguri) । এরপর এদিন সকালে প্রথমে শিলিগুড়ি সংলগ্ন সেভক এলাকায় যান তাঁরা । সেখানে সেভক কালী মন্দিরে পুজো দেন ওই দুই সদস্য ৷
আবাস যোজনার বিষয়ে তদন্ত চলছে: এরপর ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা । সেখান থেকে তারা কালিম্পং ও সমতলের কিছু এলাকায় আবাস যোজনার বিষয়ে খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে । তদন্তকারী দলের সদস্য একে শর্মা বলেন, "আমাদের সঙ্গে রাজ্যের কোন সম্পর্ক নেই । কেন্দ্র থেকেও এখন কোন নির্দেশিকা আসেনি । আমরা আবাস যোজনার বিষয়েই তদন্ত করতে এসেছি ৷ এসেছি যখন তদন্ত তো হবেই। কিন্তু এখনই কিছু বলা যাবে না ।"
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ: প্রসঙ্গত, আবাস যোজনায় দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম বদলে বাংলা আবাস যোজনা বলে প্রচার-সহ একাধিক অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ একের পর এক জায়গায় আবাস যোজনার তালিকায় নাম পাওয়া গিয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের বলে বিক্ষোভ হয়েছে ৷ মন্ত্রী থেকে বিরোধী দলনেতা সরব হয়েছে এ বিষয়ে ৷ কথার তিরে বিঁধেছেন একে অপরকে ৷ এরই মাঝে তদন্ত করতে রাজ্যে এসেছেন কেন্দ্রের প্রতিনিধি দল ৷ তাঁরা বিভিন্ন জেলায় গিয়ে তদন্ত করছেন ৷
আরও পড়ুন: আবাস দুর্নীতির তদন্তে এসে চোখ ছানাবড়া কেন্দ্রীয় প্রতিনিধিদের !