ETV Bharat / state

শংকর মালাকারের কনভয়ের গাড়িতে হামলা; অভিযুক্ত BJP, তৃণমূল

author img

By

Published : Apr 14, 2019, 7:19 PM IST

দার্জিলিং যাওয়ার পথে কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল ও BJP-র বিরুদ্ধে। এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।

শংকর মালাকার

শিলিগুড়ি, 14 এপ্রিল : নির্বাচনী প্রচারে দার্জিলিং যাওয়ার পথে কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের কনভয়ের একটি গাড়ির উপর হামলার অভিযোগ উঠল BJP ও তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গাড়ি ভাঙচুরের পাশাপাশি শংকর মালাকারকে শারীরিকভাবে হেনস্থা করা হয়।

নির্বাচনী প্রচারের জন্য আজ দুপুরে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। অভিযোগ, দার্জিলিং যাওয়ার সময় শুকনা সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীরা তাঁর পথ আটকায়। এরপর তাঁরা শংকরলালের কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পাশাপাশি শংকরবাবুকে মারধর করা হয় বলেও অভিযোগ।

এরপর ফের তিনি দার্জিলিঙের দিকে রওনা দেন। সেসময় কার্শিয়াঙে রামনবমীর মিছিলের জন্য BJP, বিমলপন্থী মোর্চা ও GNLF-এর কর্মী সমর্থকরা মিলিতভাবে শংকরবাবুকে দার্জিলিঙে যেতে বাধা দেয় বলে অভিযোগ। শংকরবাবু বলেন, "দার্জিলিং যাওয়ার সময় আমার কনভয়ের একটি গাড়িতে হামলা করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর কার্শিয়াঙ ঢোকার মুখে BJP, বিমলপন্থী মোর্চা ও GNLF-এর কর্মী সমর্থকরা আমাদের পথ আটকায়। বিষয়টি পুলিশে জানানো হয়েছে। কিন্তু, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। আমরা এবিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।"

শিলিগুড়ি, 14 এপ্রিল : নির্বাচনী প্রচারে দার্জিলিং যাওয়ার পথে কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের কনভয়ের একটি গাড়ির উপর হামলার অভিযোগ উঠল BJP ও তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গাড়ি ভাঙচুরের পাশাপাশি শংকর মালাকারকে শারীরিকভাবে হেনস্থা করা হয়।

নির্বাচনী প্রচারের জন্য আজ দুপুরে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। অভিযোগ, দার্জিলিং যাওয়ার সময় শুকনা সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীরা তাঁর পথ আটকায়। এরপর তাঁরা শংকরলালের কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পাশাপাশি শংকরবাবুকে মারধর করা হয় বলেও অভিযোগ।

এরপর ফের তিনি দার্জিলিঙের দিকে রওনা দেন। সেসময় কার্শিয়াঙে রামনবমীর মিছিলের জন্য BJP, বিমলপন্থী মোর্চা ও GNLF-এর কর্মী সমর্থকরা মিলিতভাবে শংকরবাবুকে দার্জিলিঙে যেতে বাধা দেয় বলে অভিযোগ। শংকরবাবু বলেন, "দার্জিলিং যাওয়ার সময় আমার কনভয়ের একটি গাড়িতে হামলা করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর কার্শিয়াঙ ঢোকার মুখে BJP, বিমলপন্থী মোর্চা ও GNLF-এর কর্মী সমর্থকরা আমাদের পথ আটকায়। বিষয়টি পুলিশে জানানো হয়েছে। কিন্তু, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। আমরা এবিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।"

Intro:কংগ্রেস প্রার্থীর ওপর হামলার অভিযোগ ভাঙচুর গাড়ি, অভিযোগের তীর তৃণমূল বিজেপির বিরুদ্ধে। শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ রবিবাসরীয় নির্বাচনী প্রচারে দার্জিলিং যাওয়ার পথে দফায় দফায় কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ওপর। অভিযোগ গাড়ি ভাঙচুরের পাশাপাশি শারিরীকভাবে হেনস্থা করা হয়েছে।  নির্বাচনী প্রচারের লক্ষ্যে আজ দুপুরে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। অভিযোগ, দার্জিলিং যাওয়ার পথে শুকনা সংলগ্ন এলাকায় তৃণমূলের লোকজনেরা পথ আগলে দাঁড়ায়। দার্জিলিং যাওয়ার পথে বাঁধা দেয়। সেখানেই প্রার্থীর গাড়ির পেছনে থাকা দুটি গাড়ি ভাংচুরের পাশাপাশি প্রার্থীকে মারার চেষ্টা করা হয়। অন্যদিকে, কার্শিয়াংএ বিজেপি বিমলপন্থী মোর্চা ও জিএনএলএফের নেতৃত্বরা রামনবমীর মিছিলের নাম করে দার্জিলিং এ যেতে বাঁধা দেয়।  এবিষয়ে ফোন মাধ্যমে শংকর মালাকার বলেন, আমি দার্জিলিং যাবার পথে আমার গাড়িতে হামলা করে তৃণমূলের লোকেরা। আমার গাড়ির পেছনের একটি গাড়ির কাঁচ ভাঙার পাশাপাশি অন্য একটি গাড়ির চাকা খুকড়ি দিয়ে কেটে দেওয়া হয়। অন্যদিকে কার্শিয়াংএ ঢোকার পথে বিজেপির সাথে একজোট হয়ে জিএনএলএফ ও বিমলপন্থী মোর্চার নেতৃত্বরা পথ আটকে রাখে। সমগ্র বিষয় পুলিশে জানানো হলেও পুলিশ মহলের তরফে সদর্থক ভূমিকা লক্ষ্য করিনি। আমরা এবিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। 


Body:.


Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.