গঙ্গারামপুর, 9 মে : উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে রেল লাইন দিয়ে পায়ে হেঁটে গঙ্গারামপুর স্টেশনে পৌঁছালেন প্রায় 42 জন শ্রমিক । গঙ্গারামপুর স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন । আজ গঙ্গারামপুর স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের প্রাথমিক চিকিৎসাসহ খাওয়ার ব্যবস্থা ও তাঁদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।
আজ ওই শ্রমিকদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপকুমার দাস ৷ এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুণ্ডুসহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ররা । জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকশ শ্রমিক বিভিন্ন সময়ে কাজের খোঁজে ভিন্ন রাজ্যে যায় । সেখানে এতদিন ঠিক ঠাক ভাবেই চলছিল তাদের কাজ । কিন্তু কোরোনা ভাইরাসের ফলে গত 45 দিন ধরে গোটা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে চলছে লকডাউন । আর এর ফলেই সমস্যায় পড়েছেন সমস্ত পরিযায়ী শ্রমিকরা । যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা ।
গত 6 দিন আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন দক্ষিণ দিনাজপুর জেলার কিছু শ্রমিক । আজ বেলা 12 টা নাগাদ তাঁরা এসে পৌঁছান গঙ্গারামপুর রেল স্টেশন চত্বরে । গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছাতেই খাবারের ব্যবস্থা করেন বিজেপি ও তৃণমূল কর্মীরা । পাশাপাশি, তাঁদের পাশে দাঁড়ায় গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন । প্রশাসনের পক্ষ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসাসহ খাওয়ারের ব্যবস্থা ও তাঁদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয় ।
গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপকুমার দাস এবিষয়ে বলেন, " আজ উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন দক্ষিণ দিনাজপুরের 42 জন শ্রমিক । মহকুমা এলাকায় আজ মোট 100 জন ফিরলেন ৷ আগামীদিনে আমরা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সব রকমের সাহায্য করব । "