ETV Bharat / state

দুবাইয়ে আটকে থাকা বালুরঘাটের 13 শ্রমিককে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ সুকান্ত - বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Sukanta Majumdar Meets EAM Jaishankar: দুবাইয়ে আটকে দক্ষিণ দিনাজপুরের 13 জন শ্রমিক ৷ তাঁদের দেশে ফিরিয়ে আনতে নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বিদেশমন্ত্রীর হাতে ওই শ্রমিকদের নামের তালিকা তুলে দেন ৷

Sukanta Majumdar Meets EAM Jaishankar
Sukanta Majumdar Meets EAM Jaishankar
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 6:41 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

বালুরঘাট, 11 ডিসেম্বর: দুবাইয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের 13 জন শ্রমিককে ফিরিয়ে আনতে তৎপর বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । সোমবার দুবাইয়ে আটকে থাকা 13 জন শ্রমিকের নামের তালিকা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হাতে তুলে দিলেন বালুঘাটের সাংসদ ৷

উল্লেখ্য, গত 1 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও অন্যান্য এলাকা থেকে বেশ কিছু শ্রমিকদের কাজের প্রলোভনে দুবাই নিয়ে যাওয়া হয় । 6 তারিখে দুবাই পৌঁছে শ্রমিকেরা জানতে পারেন তাঁদের কম পারিশ্রমিক দেওয়া হবে ৷ অতিরিক্ত কাজও করানো হচ্ছে । তখন তাঁরা দেশে ফিরতে চান ৷ অভিযোগ, তাঁদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না ।

Sukanta Majumdar Meets EAM Jaishankar
বিদেশমন্ত্রীকে সুকান্ত মজুমদারের তরফে দেওয়া দুবাইয়ে আটকে পড়া শ্রমিকদের তালিকা

একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে শ্রমিকেরা তাঁদের পরিবারকে বিষয়টি জানান । এরপর পরিবারের লোকেরা বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিষয়টি জানালে তিনি ওই শ্রমিকদের ফিরিয়ে আনার আশ্বাস দেন । এ দিনই সুকান্ত মজুমদার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে ওই শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদন জানান ৷ ওই শ্রমিকদের নামের তালিকাও তিনি বিদেশমন্ত্রীর হাতে তুলে দেন ।

সুকান্ত মজুমদার বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই । কাজের জন্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কিছু যুবক দুবাইয়ে পাড়ি দেন । সেখানে দালাল চক্রের খপ্পরে পড়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন । ভিডিয়ো বার্তার মাধ্যমে শ্রমিকেরা তাঁদের পরিবারকে বিষয়টি জানালে, পরিবারের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করেন । তাঁদের ফিরিয়ে আনতে এ দিন বিদেশমন্ত্রীর হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দিয়েছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন খুব শীঘ্রই ওই দেশের সঙ্গে কথা বলে দুবাই থেকে শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে ।’’

আরও পড়ুন:

  1. আবুধাবিতে ঘরবন্দি বাংলার শ্রমিকরা, দেশে ফিরিয়ে আনার আর্জি নিয়ে সুকান্ত'র দ্বারস্থ পরিবাররা
  2. চাকরির খোঁজে গিয়ে দুবাইয়ে বন্দি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের 5 যুবক, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি
  3. মা কালীকে নিয়ে উপহাসের ফল, নবদ্বীপ থেকে মহুয়াকে নিশানা সুকান্তর

সুকান্ত মজুমদারের বক্তব্য

বালুরঘাট, 11 ডিসেম্বর: দুবাইয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের 13 জন শ্রমিককে ফিরিয়ে আনতে তৎপর বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । সোমবার দুবাইয়ে আটকে থাকা 13 জন শ্রমিকের নামের তালিকা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের হাতে তুলে দিলেন বালুঘাটের সাংসদ ৷

উল্লেখ্য, গত 1 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও অন্যান্য এলাকা থেকে বেশ কিছু শ্রমিকদের কাজের প্রলোভনে দুবাই নিয়ে যাওয়া হয় । 6 তারিখে দুবাই পৌঁছে শ্রমিকেরা জানতে পারেন তাঁদের কম পারিশ্রমিক দেওয়া হবে ৷ অতিরিক্ত কাজও করানো হচ্ছে । তখন তাঁরা দেশে ফিরতে চান ৷ অভিযোগ, তাঁদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না ।

Sukanta Majumdar Meets EAM Jaishankar
বিদেশমন্ত্রীকে সুকান্ত মজুমদারের তরফে দেওয়া দুবাইয়ে আটকে পড়া শ্রমিকদের তালিকা

একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে শ্রমিকেরা তাঁদের পরিবারকে বিষয়টি জানান । এরপর পরিবারের লোকেরা বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিষয়টি জানালে তিনি ওই শ্রমিকদের ফিরিয়ে আনার আশ্বাস দেন । এ দিনই সুকান্ত মজুমদার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে ওই শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদন জানান ৷ ওই শ্রমিকদের নামের তালিকাও তিনি বিদেশমন্ত্রীর হাতে তুলে দেন ।

সুকান্ত মজুমদার বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই । কাজের জন্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কিছু যুবক দুবাইয়ে পাড়ি দেন । সেখানে দালাল চক্রের খপ্পরে পড়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন । ভিডিয়ো বার্তার মাধ্যমে শ্রমিকেরা তাঁদের পরিবারকে বিষয়টি জানালে, পরিবারের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করেন । তাঁদের ফিরিয়ে আনতে এ দিন বিদেশমন্ত্রীর হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দিয়েছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন খুব শীঘ্রই ওই দেশের সঙ্গে কথা বলে দুবাই থেকে শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে ।’’

আরও পড়ুন:

  1. আবুধাবিতে ঘরবন্দি বাংলার শ্রমিকরা, দেশে ফিরিয়ে আনার আর্জি নিয়ে সুকান্ত'র দ্বারস্থ পরিবাররা
  2. চাকরির খোঁজে গিয়ে দুবাইয়ে বন্দি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের 5 যুবক, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি
  3. মা কালীকে নিয়ে উপহাসের ফল, নবদ্বীপ থেকে মহুয়াকে নিশানা সুকান্তর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.