ETV Bharat / state

বেলা গড়ালেও ময়নাতদন্তের জন্য দেখা নেই চিকিৎসকের, বিক্ষোভ বালুরঘাটে

author img

By

Published : Nov 11, 2020, 12:37 PM IST

বালুরঘাট জেলা হাসপাতালের সুপার পার্থসারথি মণ্ডল এবিষয়ে বলেন, "বিষয়টি আমার কানে এসেছে । মৃতদের পরিবারের সদস্যরা আমার এখানে এসেছিল । কিছু সমস্যার জন্য একটু চিকিৎসকের আসতে দেরি হয়েছিল । পরে অবশ্য সমস্যা মিটে গেছে ।"

বিক্ষোভ বালুরঘাটে
বিক্ষোভ বালুরঘাটে

বালুরঘাট, 11 নভেম্বর : মর্গে পড়ে রয়েছে একাধিক মৃতদেহ । মর্গের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন মৃতের পরিবারের সদস্যরা । তবে দেখা নেই চিকিৎসকের । দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আসেননি চিকিৎসক । এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবারের সদস্যরা । বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরের পুলিশ মর্গের সামনে ধরা পড়ল এই ছবি ।

দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মাত্র পুলিশ মর্গ রয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে । এর জেরে জেলার যে কোনও থানা এলাকার কোনও মৃতদেহ ময়নাতদন্তের জন্য এই মর্গে আনা হয় । তাই স্বভাবতই ময়নাতদন্তের জন্য় রোজ দিনই কমবেশি চাপ থাকে । অভিযোগ, প্রতিদিন সকাল 9টা থেকে ডিউটি থাকার কথা থাকলেও চিকিৎসকরা দুপুরের দিকে মৃতদেহের চাপ বুঝেই আসেন ।

মৃতদেহের পরিবারের সদস্যদের বিক্ষোভ । দেখুন ভিডিয়ো...

তবে গতকাল অস্বাভাবিক, দুর্ঘটনা, রোগের কারণে মৃত্যু হয়েছে এমন 6টি দেহ ময়নাতদন্তের জন্য মর্গে আসে । কিন্তু বেলা গড়াতে শুরু করলেও দেখা মেলেনি কর্তব্যরত চিকিৎসকের । অপেক্ষারত মৃতের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরে অবশ্য পুলিশ সুপারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা । পুলিশ সুপারের তৎপরতায় 3টে নাগাদ হাসপাতাল সুপারের হস্তক্ষেপে চিকিৎসক আসেন । ময়নাতদন্ত শুরু হয় ।

এই প্রসঙ্গে মৃতদের আত্মীয় সুধীর প্রামাণিক ও আসেদ আলি ফকির বলেন, "আমরা ভোর থেকে ময়নাতদন্তের জন্য এখানে এসেছি । দুপুরের মধ্যে ময়নাতদন্ত হয়ে যাওয়ার কথা । দেহ আমাদের হাতে তুলে দেওয়ারও কথা । কিন্তু বিকেল 3টে পার হয়ে গেলেও কোনও চিকিৎসক আসেনি । তাই আমরা বিক্ষোভ দেখাই । বিক্ষোভের পর চিকিৎসক এসেছে । ময়নাতদন্ত শুরু করেছে । কিন্তু আমাদের দেহ নিয়ে বাড়ি পৌঁছাতেই রাত হয়ে যাবে ।"

অন্যদিকে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার পার্থসারথি মণ্ডল এবিষয়ে বলেন, "বিষয়টি আমার কানে এসেছে । মৃতদের পরিবারের সদস্যরা আমার এখানে এসেছিল । কিছু সমস্যার জন্য একটু চিকিৎসকের আসতে দেরি হয়েছিল । পরে অবশ্য সমস্যা মিটে গেছে ।"

বালুরঘাট, 11 নভেম্বর : মর্গে পড়ে রয়েছে একাধিক মৃতদেহ । মর্গের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন মৃতের পরিবারের সদস্যরা । তবে দেখা নেই চিকিৎসকের । দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আসেননি চিকিৎসক । এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবারের সদস্যরা । বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরের পুলিশ মর্গের সামনে ধরা পড়ল এই ছবি ।

দক্ষিণ দিনাজপুর জেলায় একটি মাত্র পুলিশ মর্গ রয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে । এর জেরে জেলার যে কোনও থানা এলাকার কোনও মৃতদেহ ময়নাতদন্তের জন্য এই মর্গে আনা হয় । তাই স্বভাবতই ময়নাতদন্তের জন্য় রোজ দিনই কমবেশি চাপ থাকে । অভিযোগ, প্রতিদিন সকাল 9টা থেকে ডিউটি থাকার কথা থাকলেও চিকিৎসকরা দুপুরের দিকে মৃতদেহের চাপ বুঝেই আসেন ।

মৃতদেহের পরিবারের সদস্যদের বিক্ষোভ । দেখুন ভিডিয়ো...

তবে গতকাল অস্বাভাবিক, দুর্ঘটনা, রোগের কারণে মৃত্যু হয়েছে এমন 6টি দেহ ময়নাতদন্তের জন্য মর্গে আসে । কিন্তু বেলা গড়াতে শুরু করলেও দেখা মেলেনি কর্তব্যরত চিকিৎসকের । অপেক্ষারত মৃতের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরে অবশ্য পুলিশ সুপারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা । পুলিশ সুপারের তৎপরতায় 3টে নাগাদ হাসপাতাল সুপারের হস্তক্ষেপে চিকিৎসক আসেন । ময়নাতদন্ত শুরু হয় ।

এই প্রসঙ্গে মৃতদের আত্মীয় সুধীর প্রামাণিক ও আসেদ আলি ফকির বলেন, "আমরা ভোর থেকে ময়নাতদন্তের জন্য এখানে এসেছি । দুপুরের মধ্যে ময়নাতদন্ত হয়ে যাওয়ার কথা । দেহ আমাদের হাতে তুলে দেওয়ারও কথা । কিন্তু বিকেল 3টে পার হয়ে গেলেও কোনও চিকিৎসক আসেনি । তাই আমরা বিক্ষোভ দেখাই । বিক্ষোভের পর চিকিৎসক এসেছে । ময়নাতদন্ত শুরু করেছে । কিন্তু আমাদের দেহ নিয়ে বাড়ি পৌঁছাতেই রাত হয়ে যাবে ।"

অন্যদিকে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার পার্থসারথি মণ্ডল এবিষয়ে বলেন, "বিষয়টি আমার কানে এসেছে । মৃতদের পরিবারের সদস্যরা আমার এখানে এসেছিল । কিছু সমস্যার জন্য একটু চিকিৎসকের আসতে দেরি হয়েছিল । পরে অবশ্য সমস্যা মিটে গেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.