ETV Bharat / state

বিপ্লবের দল ছাড়ার ইঙ্গিত পেয়ে রুদ্ধদ্বার বৈঠক অর্পিতার - biplab mitra

BJP-তে যাচ্ছেন বিপ্লব মিত্র ? আজ এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন , "তৃণমূলে গদ্দারের জায়গা নেই ।"

অর্পিতা ও বিপ্লব
author img

By

Published : Jun 23, 2019, 11:24 PM IST

Updated : Jun 23, 2019, 11:29 PM IST

গঙ্গারামপুর , 23 জুন : বিপ্লব মিত্র নাকি আগামীকালই যোগ দিচ্ছেন BJP-তে । এই নিয়ে গঙ্গারামপুরের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে । এই প্রসঙ্গে তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি অর্পিতা ঘোষ আজ বলেন, "যারা অন্যদলে যেতে চাইছেন তারা যেতে পারেন । কিন্তু দলে থেকে দলের সঙ্গে গদ্দারি আমরা কাউকে করতে দেব না ।" গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমল সরকার সহ 9 জন কাউন্সিলরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেন অর্পিতা ।

এই সংক্রান্ত আরও খবর : দক্ষিণ দিনাজপুরে চাপে তৃণমূল, BJP-তে যাচ্ছেন বিপ্লব মিত্র !

বৈঠকে তিনি তৃণমূলের কাউন্সিলদের দলত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য আবেদন করেন । বৈঠকের পর অর্পিতা সাংবাদিকদের বলেন, "যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন । যাঁরা BJP-তে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন তারা যেতে পারেন । তাঁদের আটকানোর কিছু নেই । যে কোনও মানুষ যে কোনও সময় যে কোনও দলে যেতে পারেন । শুধু যারা পদাধিকারিক তাদের বলব আপনারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন । আপনাদের অন্য দলে জেতে হলে পদত্যাগ করে অন্যদলে যান । সেখান থেকে জিতে নিজের পদ নিন । তৃণমূলের টিকিটে জিতে অন্য দলে চলে গেলে সেটা হবে না । দক্ষিণ দিনাজপুরে এটা আমরা করতে দেব না । যেসব নেতা টাকা তুলেছেন সাধারণ মানুষকে বলেছি অভিযোগ করুন বিষয়টি আমরা তদন্ত করে দেখব। আমরা আজ গঙ্গারামপুরের তৃণমূলকর্মীদের সঙ্গে বৈঠক করেছি । দলে কোনও গদ্দারকে রাখা হবে না ।"

BJP
অর্পিতা ও বিপ্লব

BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন , "প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের মত প্রকাশের । বিপ্লববাবুরও অধিকার আছে স্বাধীন মত প্রকাশের । 1998 সালে যখন কংগ্রেস থেকে তৃণমূলে এলেন তখন তিনি গদ্দার হলেন না । যখন তিনি BJP-তে যোগ দান করছেন তখন তিনি গদ্দার ? এই যে সুবিধাবাদী রাজনীতি, এরজন্যই ওই দল থেকে সবাই বেরিয়ে যাচ্ছে । অর্পিতা ঘোষ এরপর বসে বসে কাঁদবেন তার সঙ্গে লোক থাকবেন না ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য

গঙ্গারামপুর , 23 জুন : বিপ্লব মিত্র নাকি আগামীকালই যোগ দিচ্ছেন BJP-তে । এই নিয়ে গঙ্গারামপুরের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে । এই প্রসঙ্গে তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি অর্পিতা ঘোষ আজ বলেন, "যারা অন্যদলে যেতে চাইছেন তারা যেতে পারেন । কিন্তু দলে থেকে দলের সঙ্গে গদ্দারি আমরা কাউকে করতে দেব না ।" গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমল সরকার সহ 9 জন কাউন্সিলরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেন অর্পিতা ।

এই সংক্রান্ত আরও খবর : দক্ষিণ দিনাজপুরে চাপে তৃণমূল, BJP-তে যাচ্ছেন বিপ্লব মিত্র !

বৈঠকে তিনি তৃণমূলের কাউন্সিলদের দলত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য আবেদন করেন । বৈঠকের পর অর্পিতা সাংবাদিকদের বলেন, "যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন । যাঁরা BJP-তে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন তারা যেতে পারেন । তাঁদের আটকানোর কিছু নেই । যে কোনও মানুষ যে কোনও সময় যে কোনও দলে যেতে পারেন । শুধু যারা পদাধিকারিক তাদের বলব আপনারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন । আপনাদের অন্য দলে জেতে হলে পদত্যাগ করে অন্যদলে যান । সেখান থেকে জিতে নিজের পদ নিন । তৃণমূলের টিকিটে জিতে অন্য দলে চলে গেলে সেটা হবে না । দক্ষিণ দিনাজপুরে এটা আমরা করতে দেব না । যেসব নেতা টাকা তুলেছেন সাধারণ মানুষকে বলেছি অভিযোগ করুন বিষয়টি আমরা তদন্ত করে দেখব। আমরা আজ গঙ্গারামপুরের তৃণমূলকর্মীদের সঙ্গে বৈঠক করেছি । দলে কোনও গদ্দারকে রাখা হবে না ।"

BJP
অর্পিতা ও বিপ্লব

BJP-র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন , "প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের মত প্রকাশের । বিপ্লববাবুরও অধিকার আছে স্বাধীন মত প্রকাশের । 1998 সালে যখন কংগ্রেস থেকে তৃণমূলে এলেন তখন তিনি গদ্দার হলেন না । যখন তিনি BJP-তে যোগ দান করছেন তখন তিনি গদ্দার ? এই যে সুবিধাবাদী রাজনীতি, এরজন্যই ওই দল থেকে সবাই বেরিয়ে যাচ্ছে । অর্পিতা ঘোষ এরপর বসে বসে কাঁদবেন তার সঙ্গে লোক থাকবেন না ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য
Intro:বিজেপিতে যাচ্ছে বিপ্লব মিত্র, তৃনমূলে গদ্দারের জায়গা নেই ,বলেন অর্পিতা ।।
গঙ্গারামপুর ; ২৩ জুন ;- রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পিডব্লুডি পাড়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অর্পিতা ঘোষ গঙ্গারামপুর পুরসভার কাউন্সিলারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। জেলা জুড়ে যখন প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও তার পরিষদ বর্গ নিয়ে বিজেপি দলে যোগদানের বিষয় গুঞ্জন ছড়িয়েছে।বিপ্লব মিত্র দল ত্যাগ করলে তৃণমূল কংগ্রেসের জেলাপরিষদ সম্পূর্ণ রূপে হাত ছাড়া হতে চলেছে বলে খবর। তার আগে খোদ গঙ্গারামপুর পুরসভা ধরে রাখার জন্য মরিয়া চেষ্টায় নামলেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ ।
এদিন গঙ্গারামপুরে একটি স্কুলে গঙ্গারামপুর পুরসভার ভাইস চাইরম্যান অমল সরকার সহ নয়জন কাউন্সিলারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি । সমস্ত তৃণমূলের কাউন্সিলদের একসঙ্গে নিয়ে পুরসভা ধরে রাখার চেস্টায় হঠাট করে দলত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণ না করেন কাউন্সিলররা । এদিকে জেলা জুড়ে ক্রমশই পারদ চড়তে আছে বিপ্লব মিত্র বিজেপিতে যোগদান নিয়ে ।
জেলা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন জেলায় যারা তৃণমূল করেন জেলায় তারা তৃণমূল করবেন। যারা ভাবছেন অন্যদলে যেতে চান তারা যেতে পারেন। যারা দলত্যাগ করবেন বলে ভাবছেন তারা তৃনমুল কংগ্রেসের পোস্ট থেকে পদত্যাগ করে ভোট লড়ে তারপর যান। যেসব নেতৃত্ব টাকা তুলেছেন সাধারণ মানুষকে বলেছি অভিযোগ করুন বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। আমরা আজ গঙ্গারামপুর তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করেছি। দলে কোনো গদ্দারকে রাখা হবে না।
Body:বিজেপিতে যাচ্ছে বিপ্লব মিত্র, তৃনমূলে গদ্দারের জায়গা নেই ,বলেন অর্পিতা ।।
গঙ্গারামপুর ; ২৩ জুন ;- রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পিডব্লুডি পাড়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অর্পিতা ঘোষ গঙ্গারামপুর পুরসভার কাউন্সিলারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। জেলা জুড়ে যখন প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও তার পরিষদ বর্গ নিয়ে বিজেপি দলে যোগদানের বিষয় গুঞ্জন ছড়িয়েছে।বিপ্লব মিত্র দল ত্যাগ করলে তৃণমূল কংগ্রেসের জেলাপরিষদ সম্পূর্ণ রূপে হাত ছাড়া হতে চলেছে বলে খবর। তার আগে খোদ গঙ্গারামপুর পুরসভা ধরে রাখার জন্য মরিয়া চেষ্টায় নামলেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ ।
এদিন গঙ্গারামপুরে একটি স্কুলে গঙ্গারামপুর পুরসভার ভাইস চাইরম্যান অমল সরকার সহ নয়জন কাউন্সিলারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি । সমস্ত তৃণমূলের কাউন্সিলদের একসঙ্গে নিয়ে পুরসভা ধরে রাখার চেস্টায় হঠাট করে দলত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণ না করেন কাউন্সিলররা । এদিকে জেলা জুড়ে ক্রমশই পারদ চড়তে আছে বিপ্লব মিত্র বিজেপিতে যোগদান নিয়ে ।
জেলা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন জেলায় যারা তৃণমূল করেন জেলায় তারা তৃণমূল করবেন। যারা ভাবছেন অন্যদলে যেতে চান তারা যেতে পারেন। যারা দলত্যাগ করবেন বলে ভাবছেন তারা তৃনমুল কংগ্রেসের পোস্ট থেকে পদত্যাগ করে ভোট লড়ে তারপর যান। যেসব নেতৃত্ব টাকা তুলেছেন সাধারণ মানুষকে বলেছি অভিযোগ করুন বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। আমরা আজ গঙ্গারামপুর তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করেছি। দলে কোনো গদ্দারকে রাখা হবে না।
Conclusion:বিজেপিতে যাচ্ছে বিপ্লব মিত্র, তৃনমূলে গদ্দারের জায়গা নেই ,বলেন অর্পিতা ।।
গঙ্গারামপুর ; ২৩ জুন ;- রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পিডব্লুডি পাড়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অর্পিতা ঘোষ গঙ্গারামপুর পুরসভার কাউন্সিলারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। জেলা জুড়ে যখন প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও তার পরিষদ বর্গ নিয়ে বিজেপি দলে যোগদানের বিষয় গুঞ্জন ছড়িয়েছে।বিপ্লব মিত্র দল ত্যাগ করলে তৃণমূল কংগ্রেসের জেলাপরিষদ সম্পূর্ণ রূপে হাত ছাড়া হতে চলেছে বলে খবর। তার আগে খোদ গঙ্গারামপুর পুরসভা ধরে রাখার জন্য মরিয়া চেষ্টায় নামলেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ ।
এদিন গঙ্গারামপুরে একটি স্কুলে গঙ্গারামপুর পুরসভার ভাইস চাইরম্যান অমল সরকার সহ নয়জন কাউন্সিলারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি । সমস্ত তৃণমূলের কাউন্সিলদের একসঙ্গে নিয়ে পুরসভা ধরে রাখার চেস্টায় হঠাট করে দলত্যাগের মতো সিদ্ধান্ত গ্রহণ না করেন কাউন্সিলররা । এদিকে জেলা জুড়ে ক্রমশই পারদ চড়তে আছে বিপ্লব মিত্র বিজেপিতে যোগদান নিয়ে ।
জেলা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন জেলায় যারা তৃণমূল করেন জেলায় তারা তৃণমূল করবেন। যারা ভাবছেন অন্যদলে যেতে চান তারা যেতে পারেন। যারা দলত্যাগ করবেন বলে ভাবছেন তারা তৃনমুল কংগ্রেসের পোস্ট থেকে পদত্যাগ করে ভোট লড়ে তারপর যান। যেসব নেতৃত্ব টাকা তুলেছেন সাধারণ মানুষকে বলেছি অভিযোগ করুন বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। আমরা আজ গঙ্গারামপুর তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করেছি। দলে কোনো গদ্দারকে রাখা হবে না।
Last Updated : Jun 23, 2019, 11:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.