ETV Bharat / state

নন্দীগ্রামের পর ভাঙড়েও প্রার্থী দিতে চান আব্বাস সিদ্দিকী

যে কোনও মূল্য আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করতে মরিয়া বামফ্রন্ট। জানা গিয়েছে, নন্দীগ্রামের পর ভাঙর আসনটির দাবি জানান তিনি। আলাপ-আলোচনার পর বামেরা তাঁর এই দাবি মেনে নিয়েছে বলে খবর।

west bengal assembly election 2021: isf wants bhangor seat to contest in bengal election
নন্দীগ্রামের পর ভাঙরেও প্রার্থী দিতে চান আব্বাস সিদ্দিকী
author img

By

Published : Feb 25, 2021, 9:20 AM IST

Updated : Feb 25, 2021, 4:35 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: গত রবিবার ভাষা দিবসের এক অনুষ্ঠানে ভোজেরহাট থেকেই ভাঙড় বিধানসভা আসনটির জন্য দাবি জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকী । জনসভা থেকেই তিনি জানান, ভাঙড়ের আসনটি তাঁর প্রয়োজন । তারপরেই বামফ্রন্টের মধ্যে শুরু হয় ফের আলোচনা । একাধিকবার বৈঠকের পর সিদ্ধান্ত হয়, দীর্ঘদিনের সিপিআইএমের এই আসনটি দেওয়া হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ।

আব্বাস সিদ্দিকীর সঙ্গে আসন সমঝোতা করতে মরিয়া বামফ্রন্ট । সংখ্যালঘু অধ্যুষিত ভাঙরে আব্বাস সিদ্দিকী আশানুরূপ ফল করবে বলে মনে করছে রাজ্য বামফ্রন্ট । বর্তমানে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আব্বাস সিদ্দিকীর মতানৈক্য থাকলেও বামফ্রন্ট কিন্তু জোটের স্বার্থে নজিরবিহীন নমনীয়তা দেখিয়েছে । আব্বাস সিদ্দিকীর দাবি মেনে একের পর এক আসন ছেড়ে দিচ্ছে বামফ্রন্ট । এরপরও যদি জোট নিয়ে কোনও সমস্যা হয় তাহলে তার দায় কংগ্রেসের । জানিয়েছেন বামফ্রন্টের এক শীর্ষ নেতৃত্ব । নন্দীগ্রাম, জামুরিয়ার পর ভাঙর বিধানসভা কেন্দ্রটি দিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ।

সূত্রের খবর, ভাঙড়ের আসনে আব্বাস সিদ্দিকীর ভাই তথা আইএসএফ-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করতে চলেছেন আব্বাস সিদ্দিকী । দীর্ঘদিন এই বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন রেজ্জাক মোল্লা । যদিও তারপর তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তারপর ভাঙর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম-এর প্রার্থী হন রাশিদ গাজী । তিনি রেজ্জাক মোল্লার কাছে পরাজিত হয়েছিলেন ।

আরও পড়ুন: আব্বাসের জন্য রাস্তা খোলা রেখে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত

তবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই এবং জয়ের জন্য আব্বাস সিদ্দিকীর ওপর নির্ভর করছে রাজ্য বামফ্রন্ট। যদিও কংগ্রেসের সঙ্গে সংকট রয়েই গিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেসের একাংশ।

কলকাতা, 25 ফেব্রুয়ারি: গত রবিবার ভাষা দিবসের এক অনুষ্ঠানে ভোজেরহাট থেকেই ভাঙড় বিধানসভা আসনটির জন্য দাবি জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকী । জনসভা থেকেই তিনি জানান, ভাঙড়ের আসনটি তাঁর প্রয়োজন । তারপরেই বামফ্রন্টের মধ্যে শুরু হয় ফের আলোচনা । একাধিকবার বৈঠকের পর সিদ্ধান্ত হয়, দীর্ঘদিনের সিপিআইএমের এই আসনটি দেওয়া হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ।

আব্বাস সিদ্দিকীর সঙ্গে আসন সমঝোতা করতে মরিয়া বামফ্রন্ট । সংখ্যালঘু অধ্যুষিত ভাঙরে আব্বাস সিদ্দিকী আশানুরূপ ফল করবে বলে মনে করছে রাজ্য বামফ্রন্ট । বর্তমানে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আব্বাস সিদ্দিকীর মতানৈক্য থাকলেও বামফ্রন্ট কিন্তু জোটের স্বার্থে নজিরবিহীন নমনীয়তা দেখিয়েছে । আব্বাস সিদ্দিকীর দাবি মেনে একের পর এক আসন ছেড়ে দিচ্ছে বামফ্রন্ট । এরপরও যদি জোট নিয়ে কোনও সমস্যা হয় তাহলে তার দায় কংগ্রেসের । জানিয়েছেন বামফ্রন্টের এক শীর্ষ নেতৃত্ব । নন্দীগ্রাম, জামুরিয়ার পর ভাঙর বিধানসভা কেন্দ্রটি দিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ।

সূত্রের খবর, ভাঙড়ের আসনে আব্বাস সিদ্দিকীর ভাই তথা আইএসএফ-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করতে চলেছেন আব্বাস সিদ্দিকী । দীর্ঘদিন এই বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন রেজ্জাক মোল্লা । যদিও তারপর তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । তারপর ভাঙর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম-এর প্রার্থী হন রাশিদ গাজী । তিনি রেজ্জাক মোল্লার কাছে পরাজিত হয়েছিলেন ।

আরও পড়ুন: আব্বাসের জন্য রাস্তা খোলা রেখে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত

তবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই এবং জয়ের জন্য আব্বাস সিদ্দিকীর ওপর নির্ভর করছে রাজ্য বামফ্রন্ট। যদিও কংগ্রেসের সঙ্গে সংকট রয়েই গিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেসের একাংশ।

Last Updated : Feb 25, 2021, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.