ETV Bharat / state

নাঙ্গল ও ট্রাক্টর নিয়ে অভিনব মিছিল - TMC

মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের বড় কাছারী মন্দির থেকে শুরু হয়ে নীলকণ্ঠ মোড়ে শেষ হয় এই পদযাত্রা । পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তায় ট্রাক্টর ও লাঙল নিয়ে পদযাত্রায় পা মেলান কৃষকরা । পুরুষদের পাশাপাশি মহিলারাও এই পদযাত্রায় পা মেলান ।

gosaba
gosaba
author img

By

Published : Jan 10, 2021, 10:16 PM IST

গোসাবা, 10 জানুয়ারি : গোসাবা বিধানসভার মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ পরিবার মৎস্যজীবী ও কৃষক । কেন্দ্রীয় কৃষি নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে স্থানীয় তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের ডাকে মৎস্যজীবী ও কৃষকদের নিয়ে বঙ্গধ্বনি যাত্রা স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন 7 বছরে মাইক্রোসফটের পরীক্ষায় সফল

মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের বড় কাছারী মন্দির থেকে শুরু হয়ে নীলকণ্ঠ মোড়ে শেষ হয় এই পদযাত্রা । পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তায় ট্রাক্টর ও লাঙল নিয়ে পদযাত্রায় পা মেলান কৃষকরা । পুরুষদের পাশাপাশি মহিলারাও এই মিছিলে পা মেলান ।

কৃষি আইনের প্রতিবাদে গোসাবায় বঙ্গধ্বনি যাত্রা করল তৃণমূল

গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ও মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর সর্দার পদযাত্রায় উপস্থিত ছিলেন । গৌর সর্দার বলেন, " দিদি প্রতিটা ব্লকে বঙ্গধ্বনি যাত্রা করতে বলেছিল , আমরা প্রতিটা অঞ্চলে করছি । কৃষি বিলের প্রতিবাদ আজকের এই প্রতিবাদ সভা । আমাদের মসজিদবাটি এলাকায় ভোটার আছে 14 হাজার । আমরা 12 থেকে 13 হাজার ভোটার এখানে উপস্থিত হয়েছি । "

গোসাবা, 10 জানুয়ারি : গোসাবা বিধানসভার মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ পরিবার মৎস্যজীবী ও কৃষক । কেন্দ্রীয় কৃষি নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে স্থানীয় তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের ডাকে মৎস্যজীবী ও কৃষকদের নিয়ে বঙ্গধ্বনি যাত্রা স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন 7 বছরে মাইক্রোসফটের পরীক্ষায় সফল

মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের বড় কাছারী মন্দির থেকে শুরু হয়ে নীলকণ্ঠ মোড়ে শেষ হয় এই পদযাত্রা । পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তায় ট্রাক্টর ও লাঙল নিয়ে পদযাত্রায় পা মেলান কৃষকরা । পুরুষদের পাশাপাশি মহিলারাও এই মিছিলে পা মেলান ।

কৃষি আইনের প্রতিবাদে গোসাবায় বঙ্গধ্বনি যাত্রা করল তৃণমূল

গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ও মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর সর্দার পদযাত্রায় উপস্থিত ছিলেন । গৌর সর্দার বলেন, " দিদি প্রতিটা ব্লকে বঙ্গধ্বনি যাত্রা করতে বলেছিল , আমরা প্রতিটা অঞ্চলে করছি । কৃষি বিলের প্রতিবাদ আজকের এই প্রতিবাদ সভা । আমাদের মসজিদবাটি এলাকায় ভোটার আছে 14 হাজার । আমরা 12 থেকে 13 হাজার ভোটার এখানে উপস্থিত হয়েছি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.