ETV Bharat / state

দলীয় পতাকা লাগানোয় মারধর BJP কর্মীকে, অভিযুক্ত তৃণমূল - police

দু'দিন আগে ক্যানিংয়ে সভা ছিল অমিত শাহর । আর তাই এলাকায় দলীয় পতাকা লাগিয়েছিলেন BJP কর্মী দীপঙ্কর গায়েন । আজ তাই তাঁকে রাস্তায় ফেলে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ ।

আক্রান্ত BJP কর্মী
author img

By

Published : May 15, 2019, 3:08 PM IST

ক্যানিং, 15 মে : ক্যানিংয়ে অমিত শাহর সভার জন্য দলীয় পতাকা লাগানোর অভিযোগে মারধর করা হল BJP কর্মীকে । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি জয়নগর লোকসভা কেন্দ্রের জীবনতলা থানা এলাকার ।

জখম BJP কর্মীর নাম দীপঙ্কর গায়েন । তিনি বলেন, "আজ সকালে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কয়েকজন তৃণমূল কর্মী আমার উপর হামলা চালায় । ওরা গালাগালি দিয়ে বলে BJP-র পতাকা কেন টাঙিয়েছি । তারপরই আমার জামার কলার ধরে টানতে টানতে আমাকে রাস্তায় নিয়ে যায় । রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারে । মাটিতে ফেলে থাপ্পড়, ঘুষিও মারে ।" খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । তারপর তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

স্থানীয় BJP নেতা জানান, দু'দিন আগে ক্যানিংয়ে অমিত শাহর সভা ছিল । সেই সভার প্রচার চলাকালীন সুভাষ গায়েন নামে এক BJP কর্মীকে মারধর করা হয় । এলাকায় BJP-র পতাকা ও ফেস্টুন লাগিয়েছিল দীপঙ্কর । আজ আবার তার উপরেও হামলা চালায় তৃণমূলের গুন্ডারা ।

এই ঘটনায় BJP-র তরফে নির্বাচন কমিশনের পাশাপাশি থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । অন্যদিকে, তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।

ক্যানিং, 15 মে : ক্যানিংয়ে অমিত শাহর সভার জন্য দলীয় পতাকা লাগানোর অভিযোগে মারধর করা হল BJP কর্মীকে । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি জয়নগর লোকসভা কেন্দ্রের জীবনতলা থানা এলাকার ।

জখম BJP কর্মীর নাম দীপঙ্কর গায়েন । তিনি বলেন, "আজ সকালে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কয়েকজন তৃণমূল কর্মী আমার উপর হামলা চালায় । ওরা গালাগালি দিয়ে বলে BJP-র পতাকা কেন টাঙিয়েছি । তারপরই আমার জামার কলার ধরে টানতে টানতে আমাকে রাস্তায় নিয়ে যায় । রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারে । মাটিতে ফেলে থাপ্পড়, ঘুষিও মারে ।" খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায় । তারপর তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

স্থানীয় BJP নেতা জানান, দু'দিন আগে ক্যানিংয়ে অমিত শাহর সভা ছিল । সেই সভার প্রচার চলাকালীন সুভাষ গায়েন নামে এক BJP কর্মীকে মারধর করা হয় । এলাকায় BJP-র পতাকা ও ফেস্টুন লাগিয়েছিল দীপঙ্কর । আজ আবার তার উপরেও হামলা চালায় তৃণমূলের গুন্ডারা ।

এই ঘটনায় BJP-র তরফে নির্বাচন কমিশনের পাশাপাশি থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । অন্যদিকে, তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।

Intro:ক্যানিং এ অমিত শাহের সভা উপলক্ষে দলীয় পতাকা লাগানোর অভিযোগে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীকে। অভিযোগের তির তৃণমূলের দিকে। জয়নগর লোকসভা কেন্দ্রের জিবনতলা থানা এলাকার ঘটনা। Body:আজ সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে তার উপর এক দল তৃণমূল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। মাটিতে ফেলে কিল চড় ঘুষি মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আহত বিজেপি কর্মীকে। আহত বিজেপি কর্মীর নাম দীপঙ্কর গায়েন। দীপঙ্কর গায়েন সহ বিজেপি নেতৃত্বের দাবি গত দুদিন আগে অমিত শাহ সভা ছিল ক্যানিংয়ে। Conclusion:সেই সভা উপলক্ষে এলাকায় বিজেপির পতাকা ও ফেস্টুন লাগিয়েছি দীপঙ্কর। অমিত শাহের সভা উপলক্ষে তৃণমূল কর্মীরা কিছু না বললেও সভার দুদিন পরেই হামলা চালায় তার উপর। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছে তার। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশন এর পাশাপাশি জিবনতলা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তারা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.