ETV Bharat / state

দুর্নীতি-তোলাবাজির প্রমাণ দিন, ফাঁসির কাঠে যাব, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের - ডায়মন্ড হারবারে তৃণমূলের সভা

রাজ্য-রাজনীতির লাইমলাইটে এখন শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল কংগ্রেস । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আজ শুভেন্দু অধিকারী । ডায়মন্ড হারবারের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে "পালটিবাজ", "মেরুদন্ডহীন", "তোলাবাজ" বলতেও ছাড়লেন না তৃণমূল যুব সভাপতি ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 27, 2020, 4:06 PM IST

Updated : Dec 27, 2020, 5:00 PM IST

ডায়মন্ড হারবার, 27 ডিসেম্বর : রাজ্য-রাজনীতিতে এখন চলছে শক্তি পরীক্ষার লড়াই । অনুব্রতর খাসতালুক বোলপুরে অমিত শাহ রোড শো করে যাওয়ার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় পালটা পদযাত্রার ঘোষণা করেছেন । মঙ্গলবার হবে সেই পালটা পদযাত্রা । তার আগে আজ ডায়মন্ড হারবারের কেল্লার মাঠে জনসভা তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । জেপি নাড্ডা ডায়মন্ড হারবার থেকে ঘুরে যাওয়ার পর এবার নিজের লোকসভা কেন্দ্রে জনসভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূলের তরফে দাবি করা হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনজোয়ার আসবে । সেই একই কথা আজ শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও । বললেন, " মাঠে লোক দাঁড়ানোর জায়গা নেই । রাস্তায় দাঁড়িয়ে আছেন মানুষ ।"

কিছুদিন আগেই ডায়মন্ড হারবারের দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয় । সেই প্রসঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্ষোভ থাকলে তার বহিপ্রকাশ ইটের মাধ্যমে নয়, ইভিএমের মাধ্যমে হবে ।"

সম্প্রতি বিভিন্ন বিজেপি নেতারা নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন । পদ্মশিবিরে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন "তোলাবাজ ভাইপো হটাও ।" আর এই বিষয়টিকে যে মোটেও ভালোভাবে নেননি তৃণমূল যুব সভাপতি, সেটা আজ খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন অভিষেক । শুভেন্দু অধিকারীকে নাম না করে এক হাত নিয়ে তিনি বললেন, "আমি ইডি, সিবিআইকে ভয় পাই না । প্রমাণ করে দেখাও কোথায় তোলাবাজি করেছি । ইডি-সিবিআই লাগবে না, নিজে থেকেই ফাঁসির কাঠে চলে যাব ।" তোলাবাজি প্রসঙ্গে আরও এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলেন, "সারদা-নারদায় তোমার নাম উঠেছে । আমার নাম নেই । আমাকে কীভাবে তোলাবাজ বলছ? তোলাবাজ তুমি ।"

আরও পড়ুন : ঠোকাঠুকি : "বাবার কোটায় এমএলএ", শুভেন্দুকে '21 বছরের লজ্জা'-র পালটা কল্যাণের

পাশাপাশি, গোরুপাচার থেকে শুরু করে কয়লা পাচার... সম্প্রতি একাধিক ইশুতে তৃণমূল যুবর সভাপতিকে নিশানায় নিয়েছে বঙ্গ বিজেপি । সেই প্রসঙ্গেও আজ দিলীপ-শুভেন্দু-মুকুলকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । স্মরণ করিয়ে দেন গোরুপাচার হয় সীমান্ত দিয়ে । সীমান্তে দায়িত্বে রয়েছে বিএসএফ । অন্যদিকে কয়লাখনিগুলির দায়িত্বে রয়েছে সিআইএসএফ । দুটিই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী । সেখানে তৃণমূলের তুলনায় যে কেন্দ্রের শাসকদল বিজেপির হাত থাকার সম্ভাবনা বেশি, সেই কথাও উসকে দেন তিনি ।

আরও পড়ুন : মেদিনীপুরের ময়দানেই গেরুয়া শুভেন্দুর নব-উত্থান

একই সঙ্গে রাজ্যে যে দলবদলের পালা চলছে, সেই সংক্রান্ত বিষয়েও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি । নাম না করে "পালটিবাজ", "মেরুদন্ডহীন" বলতেও ছাড়লেন না তৃণমূল যুব সভাপতি । বললেন, "তোমার বাবা-ভাই তো এখনও তৃণমূল করে । একই বাড়িতে থাকো । তোমার লজ্জা করে না ।"

এদিকে আজই পশ্চিম মেদিনীপুরের দাঁতনে রোড শো ও পরে জনসভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর । পূর্বস্থলী, কাঁথি এবং তারপর দাঁতনে শুভেন্দু । রাজ্য রাজনীতির সবথেকে বড় দল-বদলের পর এখন রবিবাসরীয় দ্বৈরথে নজর থাকছে রাজনৈতিক পর্যবেক্ষকদের ।

ডায়মন্ড হারবার, 27 ডিসেম্বর : রাজ্য-রাজনীতিতে এখন চলছে শক্তি পরীক্ষার লড়াই । অনুব্রতর খাসতালুক বোলপুরে অমিত শাহ রোড শো করে যাওয়ার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় পালটা পদযাত্রার ঘোষণা করেছেন । মঙ্গলবার হবে সেই পালটা পদযাত্রা । তার আগে আজ ডায়মন্ড হারবারের কেল্লার মাঠে জনসভা তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । জেপি নাড্ডা ডায়মন্ড হারবার থেকে ঘুরে যাওয়ার পর এবার নিজের লোকসভা কেন্দ্রে জনসভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূলের তরফে দাবি করা হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনজোয়ার আসবে । সেই একই কথা আজ শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও । বললেন, " মাঠে লোক দাঁড়ানোর জায়গা নেই । রাস্তায় দাঁড়িয়ে আছেন মানুষ ।"

কিছুদিন আগেই ডায়মন্ড হারবারের দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয় । সেই প্রসঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্ষোভ থাকলে তার বহিপ্রকাশ ইটের মাধ্যমে নয়, ইভিএমের মাধ্যমে হবে ।"

সম্প্রতি বিভিন্ন বিজেপি নেতারা নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন । পদ্মশিবিরে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন "তোলাবাজ ভাইপো হটাও ।" আর এই বিষয়টিকে যে মোটেও ভালোভাবে নেননি তৃণমূল যুব সভাপতি, সেটা আজ খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন অভিষেক । শুভেন্দু অধিকারীকে নাম না করে এক হাত নিয়ে তিনি বললেন, "আমি ইডি, সিবিআইকে ভয় পাই না । প্রমাণ করে দেখাও কোথায় তোলাবাজি করেছি । ইডি-সিবিআই লাগবে না, নিজে থেকেই ফাঁসির কাঠে চলে যাব ।" তোলাবাজি প্রসঙ্গে আরও এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলেন, "সারদা-নারদায় তোমার নাম উঠেছে । আমার নাম নেই । আমাকে কীভাবে তোলাবাজ বলছ? তোলাবাজ তুমি ।"

আরও পড়ুন : ঠোকাঠুকি : "বাবার কোটায় এমএলএ", শুভেন্দুকে '21 বছরের লজ্জা'-র পালটা কল্যাণের

পাশাপাশি, গোরুপাচার থেকে শুরু করে কয়লা পাচার... সম্প্রতি একাধিক ইশুতে তৃণমূল যুবর সভাপতিকে নিশানায় নিয়েছে বঙ্গ বিজেপি । সেই প্রসঙ্গেও আজ দিলীপ-শুভেন্দু-মুকুলকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । স্মরণ করিয়ে দেন গোরুপাচার হয় সীমান্ত দিয়ে । সীমান্তে দায়িত্বে রয়েছে বিএসএফ । অন্যদিকে কয়লাখনিগুলির দায়িত্বে রয়েছে সিআইএসএফ । দুটিই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী । সেখানে তৃণমূলের তুলনায় যে কেন্দ্রের শাসকদল বিজেপির হাত থাকার সম্ভাবনা বেশি, সেই কথাও উসকে দেন তিনি ।

আরও পড়ুন : মেদিনীপুরের ময়দানেই গেরুয়া শুভেন্দুর নব-উত্থান

একই সঙ্গে রাজ্যে যে দলবদলের পালা চলছে, সেই সংক্রান্ত বিষয়েও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি । নাম না করে "পালটিবাজ", "মেরুদন্ডহীন" বলতেও ছাড়লেন না তৃণমূল যুব সভাপতি । বললেন, "তোমার বাবা-ভাই তো এখনও তৃণমূল করে । একই বাড়িতে থাকো । তোমার লজ্জা করে না ।"

এদিকে আজই পশ্চিম মেদিনীপুরের দাঁতনে রোড শো ও পরে জনসভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর । পূর্বস্থলী, কাঁথি এবং তারপর দাঁতনে শুভেন্দু । রাজ্য রাজনীতির সবথেকে বড় দল-বদলের পর এখন রবিবাসরীয় দ্বৈরথে নজর থাকছে রাজনৈতিক পর্যবেক্ষকদের ।

Last Updated : Dec 27, 2020, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.