ETV Bharat / state

দিনহাটায় কোয়ারানটিন সেন্টারে আবাসিকদের বিক্ষোভ , পুলিশের লাঠিচার্জ - quarantine

দিনহাটার বামনহাট হাইস্কুলে দিনকয়েক আগে কোয়ারানটিন সেন্টার খোলা হয়। বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের এখানে করে রাখা হয়েছে। সেন্টারের আবাসিকদের অভিযোগ , এই কোয়ারানটিন সেন্টারে পর্যাপ্ত শৌচাগার নেই। ফলে সকালবেলা শৌচকার্য করতে গিয়ে আবাসিকদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। খাবারের মান নিম্ন মানের। এইসব অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে কোয়ারানটিন সেন্টারে। এরপর সেই সেন্টারে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

quarantine
দিনহাটা
author img

By

Published : May 23, 2020, 4:58 PM IST

কোচবিহার,23 মে : কোয়ারানটিন সেন্টারে পর্যাপ্ত শৌচাগার নেই। খাবার ঠিকমতো মিলছে না ।এই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট হাইস্কুলে তৈরি হওয়া কোয়ারানটিন সেন্টারে। কোয়ারানটিন সেন্টারে আবাসিকরা ওই সেন্টারে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে আবাসিকদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। দিনহাটা ব্লকের BDO জয়ন্ত দত্ত বলেন, অভিযোগ ভিত্তিহীন। খাবার নিয়ে কোনও অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।

দিনহাটার বামনহাট হাইস্কুলে দিনকয়েক আগে কোয়ারানটিন সেন্টার খোলা হয়। বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের এখানে করে রাখা হয়েছে। সেন্টারের আবাসিকদের অভিযোগ , এই কোয়ারানটিন সেন্টারে পর্যাপ্ত শৌচাগার নেই। ফলে সকালবেলা শৌচকার্য করতে গিয়ে আবাসিকদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়া সময়মত খাবার দেওয়া হচ্ছে না। খাবারের মান নিম্ন মানের। এইসব অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে কোয়ারানটিন সেন্টারে। এরপর সেই সেন্টারে ভাঙচুর চলে বলে অভিযোগ।

খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। এরফলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যান এলাকার বিধায়ক উদয়ন গুহ। পরে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বাসিন্দারা অভিযোগ করেছেন। গোটা বিষয়টি নিয়ে মহকুমাশাসককে জানানো হবে।

কোচবিহার,23 মে : কোয়ারানটিন সেন্টারে পর্যাপ্ত শৌচাগার নেই। খাবার ঠিকমতো মিলছে না ।এই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট হাইস্কুলে তৈরি হওয়া কোয়ারানটিন সেন্টারে। কোয়ারানটিন সেন্টারে আবাসিকরা ওই সেন্টারে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে আবাসিকদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। দিনহাটা ব্লকের BDO জয়ন্ত দত্ত বলেন, অভিযোগ ভিত্তিহীন। খাবার নিয়ে কোনও অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।

দিনহাটার বামনহাট হাইস্কুলে দিনকয়েক আগে কোয়ারানটিন সেন্টার খোলা হয়। বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের এখানে করে রাখা হয়েছে। সেন্টারের আবাসিকদের অভিযোগ , এই কোয়ারানটিন সেন্টারে পর্যাপ্ত শৌচাগার নেই। ফলে সকালবেলা শৌচকার্য করতে গিয়ে আবাসিকদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়া সময়মত খাবার দেওয়া হচ্ছে না। খাবারের মান নিম্ন মানের। এইসব অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে কোয়ারানটিন সেন্টারে। এরপর সেই সেন্টারে ভাঙচুর চলে বলে অভিযোগ।

খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। এরফলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যান এলাকার বিধায়ক উদয়ন গুহ। পরে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়ে বাসিন্দারা অভিযোগ করেছেন। গোটা বিষয়টি নিয়ে মহকুমাশাসককে জানানো হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.