ETV Bharat / state

কোচবিহারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে জখম 5 BJP কর্মী, 25টি বাড়ি ভাঙচুর - coocbehar

তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের পালটা তৃণমূলের । নয়ারহাটের বিভিন্ন এলাকায় কয়েকঘণ্টা ধরে BJP কর্মীদের বাড়ি ভাঙচুর করল তৃণমূল ।

বাড়ি ভাঙচুর
author img

By

Published : Jun 30, 2019, 8:54 PM IST

কোচবিহার, 30 জুন : তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের কয়েক ঘণ্টা পরই BJP কর্মীদের উপর হামলা । 5 কর্মী জখম । এছাড়াও প্রায় 25টি বাড়ি ভাঙচুর করা হয় । কোচবিহারের নয়ারহাটের ঘটনা ।

আজ দলীয় কর্মসূচিতে যোগ দিতে নয়ারহাটে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । অভিযোগ, সেইসময় রসমন্তা গ্রামে বিধায়কের গাড়ির উপর চড়াও হয় BJP কর্মীরা । ভাঙচুর চালায় । গো ব্যাক স্লোগানও দেওয়া হয় । এই ঘটনা জানাজানি হতেই নয়ারহাটের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা ধরে BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মারধরও করা হয় BJP কর্মীদের । এমনকী, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এলেও এলাকায় তা ঢুকতে দেওয়া হয়নি ।

BJP-র কোচবিহার জেলা সভা নেত্রী মালতি রাভা বলেন, "উদয়ন গুহর উপর হামলার ঘটনার পর থেকেই BJP কর্মীদের বাড়ি-দোকান ভাঙচুর করা হয় । এর পিছনে তৃণমূলই রয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : উদয়নকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, গাড়ি ভাঙচুর

যদিও দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । তিনি বলেন, "আমার গাড়িতে হামলা হওয়ায় ক্ষুব্ধ জনতা BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ।"

কোচবিহার, 30 জুন : তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের কয়েক ঘণ্টা পরই BJP কর্মীদের উপর হামলা । 5 কর্মী জখম । এছাড়াও প্রায় 25টি বাড়ি ভাঙচুর করা হয় । কোচবিহারের নয়ারহাটের ঘটনা ।

আজ দলীয় কর্মসূচিতে যোগ দিতে নয়ারহাটে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । অভিযোগ, সেইসময় রসমন্তা গ্রামে বিধায়কের গাড়ির উপর চড়াও হয় BJP কর্মীরা । ভাঙচুর চালায় । গো ব্যাক স্লোগানও দেওয়া হয় । এই ঘটনা জানাজানি হতেই নয়ারহাটের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা ধরে BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মারধরও করা হয় BJP কর্মীদের । এমনকী, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এলেও এলাকায় তা ঢুকতে দেওয়া হয়নি ।

BJP-র কোচবিহার জেলা সভা নেত্রী মালতি রাভা বলেন, "উদয়ন গুহর উপর হামলার ঘটনার পর থেকেই BJP কর্মীদের বাড়ি-দোকান ভাঙচুর করা হয় । এর পিছনে তৃণমূলই রয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : উদয়নকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, গাড়ি ভাঙচুর

যদিও দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । তিনি বলেন, "আমার গাড়িতে হামলা হওয়ায় ক্ষুব্ধ জনতা BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ।"

Intro:কোচবিহারঃ তৃনমুল বিধায়ক উদয়ন গুহর ওপর হামলার ঘটনার পর পরই পালটা বিজেপি কর্মীদের ওপর হামিলার অভিযোগ উঠল তৃনমুল এর বিরুদ্ধে। ২৫ টি বাড়ি ভাঙচুর হয়েছে। দোকান ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি। হামকায় ৫ বিজেপি কর্মী জখম হয়েছে। বিজেপি তৃনমুল এর বিরুদ্ধে অভিযোগ করলেও তৃনমুল এর পালটা অওভিযোগ জনরোষের ফলে এই ঘটনা ঘটেছে।
Body:
আজ সকালে দলীয় কর্মসূচীতে যোগ দিতে নয়ারহাটে যাচ্ছিলেন তৃনমুল বিধায়ক উদয়ন গুহ। পথে রসমন্তা গ্রমে বিধায়কের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এরপর বিজেপি কর্মীদের বাড়ি, দোকান ভাঙচুর কর হয়। কয়েকঘন্টা ধরে নয়ারহাটের বিভিন্ন এলাকায় তান্ডব চালায় তৃনমুল। হামলায় ৫ বিজেপি কর্মী গুরুতর জখম হয়। যদিও অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় জখমদের হাসপাতালে আনা যায়নি। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, উদয়ন গুহের ওপর হামলার ঘটনার পর থেকেই বিজেপি কর্মীদের বাড়ি - দোকান ভাঙচুর করা হয়। তৃনমুল এই তান্ডব চালাচ্ছে। যদিও বিধায়ক উদয়ন গুহ বলেন, জনরোষের ফলে এই ঘটনা ঘটেছে।।# শুভঙ্কর সাহা। Conclusion:8001-30JUNE-BJP ATTACK-SVRIOT-SHUBHANKOR
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.