কোচবিহার, 30 জুন : তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের কয়েক ঘণ্টা পরই BJP কর্মীদের উপর হামলা । 5 কর্মী জখম । এছাড়াও প্রায় 25টি বাড়ি ভাঙচুর করা হয় । কোচবিহারের নয়ারহাটের ঘটনা ।
আজ দলীয় কর্মসূচিতে যোগ দিতে নয়ারহাটে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । অভিযোগ, সেইসময় রসমন্তা গ্রামে বিধায়কের গাড়ির উপর চড়াও হয় BJP কর্মীরা । ভাঙচুর চালায় । গো ব্যাক স্লোগানও দেওয়া হয় । এই ঘটনা জানাজানি হতেই নয়ারহাটের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা ধরে BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মারধরও করা হয় BJP কর্মীদের । এমনকী, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এলেও এলাকায় তা ঢুকতে দেওয়া হয়নি ।
BJP-র কোচবিহার জেলা সভা নেত্রী মালতি রাভা বলেন, "উদয়ন গুহর উপর হামলার ঘটনার পর থেকেই BJP কর্মীদের বাড়ি-দোকান ভাঙচুর করা হয় । এর পিছনে তৃণমূলই রয়েছে ।"
এই সংক্রান্ত আরও খবর : উদয়নকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, গাড়ি ভাঙচুর
যদিও দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । তিনি বলেন, "আমার গাড়িতে হামলা হওয়ায় ক্ষুব্ধ জনতা BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ।"