কোচবিহার, 25 এপ্রিল: চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ ৷ পরে তার প্রতিবাদ করলেই প্রকাশ্যে যুবককে গুলি করে মারার চেষ্টা । ঘটনার ভিডিও প্রকাশ আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার-২ ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাজেরপার এলাকায় । ঘটনায় অভিযুক্ত নরোত্তম সরকারের বিরুদ্ধে পুন্ডিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সাগর রায় নামে যুবক (Employment Seeker Threatened At Gun Point )।
সাগর রায়ের অভিযোগ, সাজেরপার পোস্ট অফিসের পোস্টমাস্টার কিশোর সরকার ও অজিত সরকার মিলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলে । চাকরি না হওয়ায় এলাকাবাসী ওই দু’জনের কাছে টাকা ফেরতের দাবি করছিল । এই নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে । অভিযুক্ত কিশোর সরকার ও অজিত সরকার টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও, তা দেয়নি ৷
আরও পড়ুন: Primary Teacher Job Scam : মালদায় প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রতারণায় অভিযুক্ত তৃণমূল নেতা
রবিবার রাতে সাগর রায় অজিত সরকারের বাবা নরোত্তম সরকারের কাছে টাকা চাইতে এলে, পুন্ডিবাড়ি এলাকায় একটি ধাবার সামনে সাগর রায় ও তার ভাইয়ের দিকে বন্দুক তাক করে নরোত্তম সরকার । উল্লেখ্য, নরোত্তম সরকার ওই ধাবায় নিরাপত্তা রক্ষীর কাজ করেন । বন্দুক উঁচিয়ে তেড়ে যাওয়ার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় । ঘটনার পর থেকে অভিযুক্ত নরোত্তম সরকার পলাতক । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ ।