ETV Bharat / state

ভূমিক্ষয়ের কবলে কোচবিহারের কৃষিজমি

গ্রামের একাধিক জায়গায় প্রায় চার-পাঁচ একর কৃষিজমি বৃষ্টির জেরে জলের তোড়ে ভেসে গিয়েছে । ভূমিক্ষয় চলতে থাকলে শতাধিক বিঘা জমি বিলীন হবে বলে জানান জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন ।

coochbehar news
coochbehar news
author img

By

Published : Sep 16, 2020, 9:45 PM IST

কোচবিহার, 16 সেপ্টেম্বর : চারদিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক ভূমিক্ষয় শুরু হয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ছাট জামালদহ গ্রামে ৷ ভূমিক্ষয়ে প্রবাহিত জলের নালা গর্ভে চলে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষিজমি । নালার জলেও ভেসে যাচ্ছে আমন ধানখেত । বিষয়টি নিয়ে গ্রামবাসীরা পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হন ।

গ্রামবাসীদের মধ্যে দিপক বর্মণ , অজিত বর্মন, ব্রজেন বর্মন, বিপিন বর্মন, সুরেশ রায় কৃষকরা জানান "ভাদ্র মাসের বেশি বৃষ্টিতে চাষের জমি ভেঙে নিচু হয়ে তৈরি হয়েছে একটি নালা । ওই নালার দুপাশের ব্যাপক হারে ভাঙছে । এবার বর্ষার শুরুতে ভাঙন শুরু হয়েছে ,ভাঙনের ভয়ে অনেক জমিতে ধান রোপণ করতে পারিনি ,গ্রামে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে । যেভাবে একের পর এক কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জমিহারা হয়ে যাব ৷ বর্তমানে কয়েক একর জমি নালা গর্ভে , এলাকার প্রায় 100 বিঘা জমি ক্ষয়ের কবলে ,প্রশাসন ব্যবস্থা না নিলে চরম বিপদে পরব ।"

আজ পরিস্থিতি খতিয়ে দেখতে জামালদহ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অমল দাস ও অন্যান্য আধিকারিকরা ওই এলাকা পরিদর্শনে যান । জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন জানান " ওই গ্রামের একাধিক জায়গায় প্রায় চার-পাঁচ একর কৃষিজমি বৃষ্টির জেরে জলের তোড়ে ভেসে গিয়েছে । ভূমিক্ষয় চলতে থাকলে শতাধিক বিঘা জমি বিলীন হবে, গ্রাম পঞ্চায়েত দপ্তরের তরফে সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করা হয়েছে ৷ জানা গেছে ঐ গ্রামের জলনির্গম প্রণালীতে মুল নদী সুটুঙ্গা ,মুল নদীটির বেস লেভেলের গভীরতা বেড়ে গিয়ে ছোট ছোট নালা গুলো ব্যাপক মস্তকমুখী ক্ষয় করেছে, যার জেরে কৃষিজমিসহ অন্যান্য জমিগুলো ক্ষয়ের কবলে ৷

মেখলিগঞ্জ ব্লকের BDO সাঙ্গে ইউডেন ভুটিয়া জানান "সংশ্লিষ্ট এলাকায় যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।"

কোচবিহার, 16 সেপ্টেম্বর : চারদিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক ভূমিক্ষয় শুরু হয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ছাট জামালদহ গ্রামে ৷ ভূমিক্ষয়ে প্রবাহিত জলের নালা গর্ভে চলে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষিজমি । নালার জলেও ভেসে যাচ্ছে আমন ধানখেত । বিষয়টি নিয়ে গ্রামবাসীরা পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হন ।

গ্রামবাসীদের মধ্যে দিপক বর্মণ , অজিত বর্মন, ব্রজেন বর্মন, বিপিন বর্মন, সুরেশ রায় কৃষকরা জানান "ভাদ্র মাসের বেশি বৃষ্টিতে চাষের জমি ভেঙে নিচু হয়ে তৈরি হয়েছে একটি নালা । ওই নালার দুপাশের ব্যাপক হারে ভাঙছে । এবার বর্ষার শুরুতে ভাঙন শুরু হয়েছে ,ভাঙনের ভয়ে অনেক জমিতে ধান রোপণ করতে পারিনি ,গ্রামে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে । যেভাবে একের পর এক কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জমিহারা হয়ে যাব ৷ বর্তমানে কয়েক একর জমি নালা গর্ভে , এলাকার প্রায় 100 বিঘা জমি ক্ষয়ের কবলে ,প্রশাসন ব্যবস্থা না নিলে চরম বিপদে পরব ।"

আজ পরিস্থিতি খতিয়ে দেখতে জামালদহ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অমল দাস ও অন্যান্য আধিকারিকরা ওই এলাকা পরিদর্শনে যান । জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন জানান " ওই গ্রামের একাধিক জায়গায় প্রায় চার-পাঁচ একর কৃষিজমি বৃষ্টির জেরে জলের তোড়ে ভেসে গিয়েছে । ভূমিক্ষয় চলতে থাকলে শতাধিক বিঘা জমি বিলীন হবে, গ্রাম পঞ্চায়েত দপ্তরের তরফে সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করা হয়েছে ৷ জানা গেছে ঐ গ্রামের জলনির্গম প্রণালীতে মুল নদী সুটুঙ্গা ,মুল নদীটির বেস লেভেলের গভীরতা বেড়ে গিয়ে ছোট ছোট নালা গুলো ব্যাপক মস্তকমুখী ক্ষয় করেছে, যার জেরে কৃষিজমিসহ অন্যান্য জমিগুলো ক্ষয়ের কবলে ৷

মেখলিগঞ্জ ব্লকের BDO সাঙ্গে ইউডেন ভুটিয়া জানান "সংশ্লিষ্ট এলাকায় যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.