ETV Bharat / sports

কোহলিকে নিয়ে অজি ক্রিকেটারদের সতর্ক করলেন ওয়ার্নার - BORDER GAVASKAR TROPHY

অস্ট্রেলিয়া বরাবরই কোহলির কাছে 'হ্যাপি হান্টিং প্লেস' ৷ সে কথা মনে করিয়ে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন ওয়ার্নার ৷

VIRAT KOHLI
2015 সিডনিতে শতরানের পর কোহলি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 18, 2024, 10:13 AM IST

পারথ, 18 নভেম্বর: তাঁর অফ ফর্ম নিয়ে উদ্বেগ অনুরাগীমহলে ৷ অস্ট্রেলিয়া সফরে ফর্মহীন বিরাট কোহলি কিছুটা চাপে থেকেই শুরু করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ প্রাক্তন অজি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাথ তো আবার অজি বোলারদের সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর পরামর্শ দিয়েছেন বিরাটের বিরুদ্ধে ৷ এমন সময় সিরিজ শুরুর আগে বিরাট ইস্যুতে অস্ট্রেলিয়াকে সাবধান করলেন ডেভিড ওয়ার্নার ৷ প্রাক্তন অজি ওপেনার জানালেন, প্রিয় অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে জবাব দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করতে চাইবে বিরাট ৷

13 ম্যাচে ছ'টি শতরান সহযোগে 1352 রান ৷ অস্ট্রেলিয়ার মাটি লাল বলের ক্রিকেটে বিরাটের জন্য 'হ্যাপি হান্টিং প্লেস' ৷ সেই পরিসংখ্যান মাথায় রেখেই হেরাল্ড সানে তাঁর কলামে ডেভ লেখেন, "এই বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা বিরাটকে সবসময় দেখেছি ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাতে ৷ আমাদের দেশে খেলে যাওয়া অন্য কোনও ব্যাটার বোধহয় এভাবে চ্যালেঞ্জকে কখনও আলিঙ্গন করেনি ৷ নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য এর চেয়ে ভালো পরিস্থিতি আর পাবে না বিরাট ৷ তাই অস্ট্রেলিয়া দলের জন্য আমার উদ্বেগ হচ্ছে বিরাট যদি এবারও আগের মতই রান করতে থাকে ৷"

কিন্তু ব্যাটারের পাশাপাশি একসময় অধিনায়ক হিসেবেও ক্যাঙারুর দেশে সফল বিরাট এবার কতটা নিজেকে মেলে ধরবেন, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে ৷ কারণ চলতি বছরে সব ফরম্যাট মিলিয়ে 19 ম্যাচে দিল্লি ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে মাত্র 488 রান ৷ 25 ইনিংসে শতরানের সংখ্যা শূন্য, অর্ধশতরান মাত্র দু'টি ৷

অথচ এই বিরাটই 2016-19 ফর্মের চূড়ায় থাকাকালীন 43 ম্যাচ খেলে 69 ইনিংসে করেছিলেন 4,208 রান ৷ গড় 66.79 ৷ শতরান 16টি, অর্ধশতরান 10টি ৷ এই সময়কালেই অধিনায়ক হিসেবে ক্রিকেটের কুলীন ঘরানায় সাতটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কোহলি, যা রেকর্ড ৷ পরবর্তীতে 2020 থেকে 34 টেস্টে 1838 রান সংগ্রহ করা বিরাটের ব্যাটিং গড় নেমেছে 31.68-তে ৷ শতরান মাত্র দু'টি, অর্ধশতরান ন'টি ৷ তাই ডন ব্র্যাডম্যানের দেশে পুরনো বিরাটকেই ফির পেতে চাইছেন অনুরাগীরা ৷

আরও পড়ুন:

পারথ, 18 নভেম্বর: তাঁর অফ ফর্ম নিয়ে উদ্বেগ অনুরাগীমহলে ৷ অস্ট্রেলিয়া সফরে ফর্মহীন বিরাট কোহলি কিছুটা চাপে থেকেই শুরু করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ প্রাক্তন অজি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাথ তো আবার অজি বোলারদের সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর পরামর্শ দিয়েছেন বিরাটের বিরুদ্ধে ৷ এমন সময় সিরিজ শুরুর আগে বিরাট ইস্যুতে অস্ট্রেলিয়াকে সাবধান করলেন ডেভিড ওয়ার্নার ৷ প্রাক্তন অজি ওপেনার জানালেন, প্রিয় অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে জবাব দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করতে চাইবে বিরাট ৷

13 ম্যাচে ছ'টি শতরান সহযোগে 1352 রান ৷ অস্ট্রেলিয়ার মাটি লাল বলের ক্রিকেটে বিরাটের জন্য 'হ্যাপি হান্টিং প্লেস' ৷ সেই পরিসংখ্যান মাথায় রেখেই হেরাল্ড সানে তাঁর কলামে ডেভ লেখেন, "এই বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা বিরাটকে সবসময় দেখেছি ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাতে ৷ আমাদের দেশে খেলে যাওয়া অন্য কোনও ব্যাটার বোধহয় এভাবে চ্যালেঞ্জকে কখনও আলিঙ্গন করেনি ৷ নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য এর চেয়ে ভালো পরিস্থিতি আর পাবে না বিরাট ৷ তাই অস্ট্রেলিয়া দলের জন্য আমার উদ্বেগ হচ্ছে বিরাট যদি এবারও আগের মতই রান করতে থাকে ৷"

কিন্তু ব্যাটারের পাশাপাশি একসময় অধিনায়ক হিসেবেও ক্যাঙারুর দেশে সফল বিরাট এবার কতটা নিজেকে মেলে ধরবেন, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে ৷ কারণ চলতি বছরে সব ফরম্যাট মিলিয়ে 19 ম্যাচে দিল্লি ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে মাত্র 488 রান ৷ 25 ইনিংসে শতরানের সংখ্যা শূন্য, অর্ধশতরান মাত্র দু'টি ৷

অথচ এই বিরাটই 2016-19 ফর্মের চূড়ায় থাকাকালীন 43 ম্যাচ খেলে 69 ইনিংসে করেছিলেন 4,208 রান ৷ গড় 66.79 ৷ শতরান 16টি, অর্ধশতরান 10টি ৷ এই সময়কালেই অধিনায়ক হিসেবে ক্রিকেটের কুলীন ঘরানায় সাতটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কোহলি, যা রেকর্ড ৷ পরবর্তীতে 2020 থেকে 34 টেস্টে 1838 রান সংগ্রহ করা বিরাটের ব্যাটিং গড় নেমেছে 31.68-তে ৷ শতরান মাত্র দু'টি, অর্ধশতরান ন'টি ৷ তাই ডন ব্র্যাডম্যানের দেশে পুরনো বিরাটকেই ফির পেতে চাইছেন অনুরাগীরা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.