ETV Bharat / state

উদ্ধার নিখোঁজ তনুশ্রীর দেহ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের - police inactivity

তনুশ্রীর মৃত্যুর পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার । পরিবারের প্রশ্ন, একমাস মেয়ের দেহ মর্গে ছিল, অথচ পুলিশ কিছুই জানত না ?

মৃত তনুশ্রীর বাবা
author img

By

Published : Jul 10, 2019, 12:16 PM IST

কোচবিহার, 10 জুলাই: একমাস আগে নিখোঁজ তনুশ্রীর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ পায়নি পরিবার । তনুশ্রীর মৃত্যুর পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার । যদিও এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে । তনুশ্রীর পরিবারের প্রশ্ন, একমাস মেয়ের দেহ মর্গে ছিল, অথচ পুলিশ কিছুই জানত না ?

গত 5 জুন জলপাইগুড়ির হলদিবাড়ির সরকার পাড়া এলাকায় রেললাইনের ধারে উদ্ধার হয় তনুশ্রীর দেহ । একমাস 3 দিন তার দেহ রেলের মর্গে ছিল । মর্গের পক্ষ থেকে দেহ উদ্ধারের খবর সংশ্লিষ্ট সমস্ত থানাকেই জানানো হয়েছিল । অথচ মেখলিগঞ্জ থানার পুলিশের দাবি, এ বিষয়ে তারা কোনও খোঁজ পায়নি । গতকাল বিকালে তনুশ্রীর দেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় তাঁর পরিবার ।

আরও পড়ুন : মেয়েকে খুঁজে দেওয়ার দাবিতে 1 সপ্তাহ ধরে অনশন পরিবারের

গত 5 জুন কোচবিহারের মেখলিগঞ্জ এলাকার বাসিন্দা তনুশ্রীকে অপহরণ করা হয়েছিল । তনুশ্রীর বাবা গোবিন্দ বিশ্বাসের অভিযোগ, "মেয়ে ট্রেনে কাটা পড়েনি । তাকে পাচার করার সময়ই মেরে ফেলা হয়েছে ।" অন্যদিকে, মেখলিগঞ্জ থানার OC কাশ্যপ রাই জানান, "তনুশ্রীর দেহ এতদিন মর্গে ছিল । গত 5 জুন সে ট্রেনে কাটা পড়েছে ।

কোচবিহার, 10 জুলাই: একমাস আগে নিখোঁজ তনুশ্রীর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ পায়নি পরিবার । তনুশ্রীর মৃত্যুর পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার । যদিও এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে । তনুশ্রীর পরিবারের প্রশ্ন, একমাস মেয়ের দেহ মর্গে ছিল, অথচ পুলিশ কিছুই জানত না ?

গত 5 জুন জলপাইগুড়ির হলদিবাড়ির সরকার পাড়া এলাকায় রেললাইনের ধারে উদ্ধার হয় তনুশ্রীর দেহ । একমাস 3 দিন তার দেহ রেলের মর্গে ছিল । মর্গের পক্ষ থেকে দেহ উদ্ধারের খবর সংশ্লিষ্ট সমস্ত থানাকেই জানানো হয়েছিল । অথচ মেখলিগঞ্জ থানার পুলিশের দাবি, এ বিষয়ে তারা কোনও খোঁজ পায়নি । গতকাল বিকালে তনুশ্রীর দেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় তাঁর পরিবার ।

আরও পড়ুন : মেয়েকে খুঁজে দেওয়ার দাবিতে 1 সপ্তাহ ধরে অনশন পরিবারের

গত 5 জুন কোচবিহারের মেখলিগঞ্জ এলাকার বাসিন্দা তনুশ্রীকে অপহরণ করা হয়েছিল । তনুশ্রীর বাবা গোবিন্দ বিশ্বাসের অভিযোগ, "মেয়ে ট্রেনে কাটা পড়েনি । তাকে পাচার করার সময়ই মেরে ফেলা হয়েছে ।" অন্যদিকে, মেখলিগঞ্জ থানার OC কাশ্যপ রাই জানান, "তনুশ্রীর দেহ এতদিন মর্গে ছিল । গত 5 জুন সে ট্রেনে কাটা পড়েছে ।

Intro:মেয়েকে ফিরে পাওয়ার দাবিতে অনশন করেও লাভ হলো ,অপহৃত তনুশ্রী ফিরল কফিনবন্দী হয়ে ৷ পাচার করতে গিয়ে খুন ! অপহৃত তনুশ্রীর রক্তাক্ত দেহ উদ্দার রেললাইনে ৷


কোচবিহার :০৯ জুলাই :

প্রেম করে প্রেমিকা পাচারের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক সহ তিনজন ৷মেয়েকে ফিরে পেতে খোলামাঠে আমরন অনশন চালান পরিবার ৷অপহৃত তরুণীর খোজ পেতে পরিবার অনশন চালিয়ে গেলেও লাভ হলো না ,মেয়ের দেহ এলো কফিন বন্দীহয়ে ৷

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ৭২ নিজতরফ এলাকার ঘটনা ৷ঘটনায় অভিযুক্ত ছয় জনের মধ্যে প্রেমিক সহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে পুলিশ ৷


সুত্রে খবর গত ৫ই জুন তনুশ্রী বিশ্বাস নামে এক যুবতীকে প্রেমিক সহ ছয় জন মিলে পাচার করে বলে অভিযোগ ৷গত ১১জুন অভিযোগ দায়ে হয় মেখলিগঞ্জ থানায় ৷ অপহরন এবং পাচারের অভিযোগ দায়ের হয় মেখলিগঞ্জ থানায় ৷ মহকুমা শাসক দপ্তরে সামনে আমরণ অনশনে বসেন পরিবার ৷
সূত্রে খবর ,যুবতী তনুশ্রী বিশ্বাসের সঙ্গে অভিযুক্ত সিতানাথ কীর্তিনিয়া(ডাক নাম সিতু ) নামে যুবকের প্রেমের সম্পর্ক ছিল ৷পরিবারের অভিযোগ সেই প্রেম সম্পর্ককে হাতিয়ার করে প্রেমিক এবং আর পাচজন মিলে অপহরন করে তনুশ্রীকে ৷অভিযুক্ত ছয়জনের বাড়ি ধূপগুড়ির গ্যাদন এলাকায় ৷

তনুশ্রীর পরিবার সূত্রে জানা যায় ,তনুশ্রী বেঁচে নেই৷তাঁদের অভিযোগ তনুশ্রীকে খুন করা হয়েছে ৷রেল দপ্তর সূত্রে এবং পুলিশ সূত্রে জানতে পারে গত ৫ই জুন জলপাইগুড়ির হলদিবাড়ির সরকারপারা এলাকায় রেল লাইনের ধারে উদ্দার হয় তনুশ্রীর দেহ ৷ঐ এক মাস তিন দিন দেহ ছিল রেল দপ্তরের মর্গে ,অথচ মেখলিগঞ্জ পুলিশ কোন খোজ পায়নি ৷গতকাল বিকালে তনুশ্রীর দেহ মেখলিগঞ্জে নিয়ে আসলে থানার সামনে তনুশ্রীর পরিবার বিক্ষোভ দেখান ৷ পরিবারের অভিযোগ -এত দিন দেহ মর্গে ছিল ,অথচ পুলিশ কিছুই জানত না ?


নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ কেন জানতে পারলো না ট্রেনে কাটা পড়েছে ?ট্রেনে কাটা পড়ল কিভাবে ?তনুশ্রীকে কে অপহরণ করার পর মূল অভিযুক্ত তুলসী বিশ্বাসকে গ্রেপ্তার করার পরই দিনই সোমবার পুলিশ তনুশ্রীর দেহের সন্ধান কেন দিল ?এতদিন চুপ করে ছিল কেন ? ঐভাবে একাধিক প্রশ্নের মুখে মেখলিগঞ্জ পুলিশ ৷




যদিও মেখলিগঞ্জ থানার ওসি কাশ্যপ রাই জানান "তনুশ্রীর দেহ এতদিন মর্গে ছিল ,গত পাঁচ জুন ট্রেনে কাটা পড়েছে ,অভিযুক্তদের গ্রেপ্তার ও করেছি "


পরিবারের অভিযোগ "শেষে খুন করেছে অভিযুক্তরা ,ট্রেনে কাটা পড়েনি তনুশ্রী ,তাকে পাচার করার সময় মেরে ফেলা হয়েছে,অথচ পুলিশকে কাছে হন্য হয়ে বার বার গেলেও মিলেনি কোন উত্তর ,"৷


মৃত তনুশ্রীর বাবা গোবিন্দ বিশ্বাস জানান "মেয়েকে ঐভাবে নিয়ে গিয়ে মেরে ফেলল ,আমি ভাবতে পারছি না ,অসুস্থ শরীরে কি প্রতিবাদ করব ,এলাকার মানুষ প্রতিবাদ করবে ,আমি চাই তাঁদের ফাঁসি হৌক "৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.