কোচবিহার, 28 অক্টোবর : BJP সমর্থককে বেধড়ক মারধর ও একটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ কোচবিহারের মাথাভাঙার উত্তরদইভাঙা বালাসি গ্রামের ঘটনা ৷ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
অভিযোগ, মঙ্গলবার রাত প্রায় 11টা নাগাদ কয়েকজন তৃণমূল কর্মী ও সমর্থক যাদব সরকার নামে এক BJP কর্মীকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে । এরপর প্রদীপ তালুকদার নামে এক BJP সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ৷ পুড়ে যায় দু'টি ঘর ৷ আজ ঘটনাস্থানে যায় মাথাভাঙা থানার পুলিশ ৷ ভস্মীভূত বাড়ির মালিক প্রদীপ তালুকদারের আত্মীয় সুমা সরকার বলেন, "গতরাতে তৃণমূলের কয়েকজন কর্মী একজন প্রতিবেশীকে বেধড়ক মারধর করে । তাঁঁকে আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁঁকে কোচবিহারে স্থানান্তর করা হয় ৷ এরপর দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় ।"
এই প্রসঙ্গে হাজরাহাট গ্রাম পঞ্চায়েত এলাকার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রুপন শীল বলেন, "রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় । ওরা নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে ।"
16 সেপ্টেম্বর ওই গ্রামে এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় অভিযুক্ত প্রদীপ তালুকদার তখন থেকেই পলাতক ৷