ETV Bharat / state

ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণের

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল গত 2 মে প্রকাশের পর রাজনৈতিক হিংসায় মাথাভাঙা বিধানসভার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি ও বেশকিছু এলাকার প্রায় অনেক বিজেপি কর্মী ঘর ছাড়া । গাছের নীচে তাঁবু টানিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন । গতকাল ওই এলাকায় দলীয় নেতৃত্বদের নিয়ে পরিদর্শন করলেন বিজেপির মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মণ ।

ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণের
ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণের
author img

By

Published : Jun 19, 2021, 11:54 AM IST

মাথাভাঙা , 19 জুন : পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কবলে পড়ে ঘরছাড়া হয়েছেন অনেক বিজেপি কর্মী । তাঁরা মাথাভাঙা বিধানসভার খাটেরবাড়ি সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছেন । শুক্রবার ওই এলাকায় দলীয় নেতৃত্বদের নিয়ে পরিদর্শন করেন মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মণ । ঘরছাড়া বিজেপি কর্মীরা রাজ্যপালের সফরের পর বাড়ি ফিরলেও এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করে, মারধর করে ও বাড়িঘর ভাঙচুর করে । এমনই তাঁরা অভিয়োগ করেন ।

এই অবস্থায় মানসাই নদী সংলগ্ন খাটেরবাড়ি এলাকায় বেশকিছু পরিবারের প্রায় 35 জন সদস্য প্রায় সপ্তাহ খানেক ধরে গাছের নীচে তাঁবু টানিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন । এমতাবস্তায় তাঁদের ঘরে ফেরাতে প্রশাসনিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন... ভদ্রেশ্বর ধর্ষণ কাণ্ডের জের, রাজ্যের নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা লকেটের

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল গত 2 মে প্রকাশের পর রাজনৈতিক হিংসায় মাথাভাঙা বিধানসভার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি ও বেশকিছু এলাকার প্রায় শতাধিক বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়ে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে আশ্রয় নিয়েছিল । এরপর গত 13 মে রাজ্যপাল জগদীপ ধনকড় এলাকায় পরিদর্শনে এসে ওই এলাকার বিভিন্ন বাড়িতে যান । সেসময়ে তারা ফিরলেও রাজ্যপাল ফিরে যেতেই ফের হামলা হয় । এরপরই তাঁরা বাড়ি ছেড়ে বাইরে আশ্রয় নেন ।

ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণের

আরও পড়ুন...নির্বাচনে হিংসা ছড়ানোর অভিযোগে বর্ধমানে গ্রেফতার বিজেপি নেতা

মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণ বলেন, "বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 2 মে থেকে কার্যত এরা ঘর ছাড়া । এরপর রাজ্যপাল এসেছিলেন তখন তাঁদের ঘরে পৌছে দেওয়া হয় । এরপর থেকে প্রতিনিয়ত রাতের বেলা মদ্যপ অবস্থায় এই মানুষগুলির উপর আক্রমণ করছে বলে অভিযোগ করেন তিনি । আমরা মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছি । স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না ।"

মাথাভাঙা , 19 জুন : পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কবলে পড়ে ঘরছাড়া হয়েছেন অনেক বিজেপি কর্মী । তাঁরা মাথাভাঙা বিধানসভার খাটেরবাড়ি সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছেন । শুক্রবার ওই এলাকায় দলীয় নেতৃত্বদের নিয়ে পরিদর্শন করেন মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মণ । ঘরছাড়া বিজেপি কর্মীরা রাজ্যপালের সফরের পর বাড়ি ফিরলেও এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করে, মারধর করে ও বাড়িঘর ভাঙচুর করে । এমনই তাঁরা অভিয়োগ করেন ।

এই অবস্থায় মানসাই নদী সংলগ্ন খাটেরবাড়ি এলাকায় বেশকিছু পরিবারের প্রায় 35 জন সদস্য প্রায় সপ্তাহ খানেক ধরে গাছের নীচে তাঁবু টানিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন । এমতাবস্তায় তাঁদের ঘরে ফেরাতে প্রশাসনিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন... ভদ্রেশ্বর ধর্ষণ কাণ্ডের জের, রাজ্যের নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা লকেটের

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল গত 2 মে প্রকাশের পর রাজনৈতিক হিংসায় মাথাভাঙা বিধানসভার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি ও বেশকিছু এলাকার প্রায় শতাধিক বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়ে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে আশ্রয় নিয়েছিল । এরপর গত 13 মে রাজ্যপাল জগদীপ ধনকড় এলাকায় পরিদর্শনে এসে ওই এলাকার বিভিন্ন বাড়িতে যান । সেসময়ে তারা ফিরলেও রাজ্যপাল ফিরে যেতেই ফের হামলা হয় । এরপরই তাঁরা বাড়ি ছেড়ে বাইরে আশ্রয় নেন ।

ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণের

আরও পড়ুন...নির্বাচনে হিংসা ছড়ানোর অভিযোগে বর্ধমানে গ্রেফতার বিজেপি নেতা

মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মণ বলেন, "বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 2 মে থেকে কার্যত এরা ঘর ছাড়া । এরপর রাজ্যপাল এসেছিলেন তখন তাঁদের ঘরে পৌছে দেওয়া হয় । এরপর থেকে প্রতিনিয়ত রাতের বেলা মদ্যপ অবস্থায় এই মানুষগুলির উপর আক্রমণ করছে বলে অভিযোগ করেন তিনি । আমরা মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছি । স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.