ETV Bharat / state

সুন্দর ভোট হবে, পাঁচনও চলবে : অনুব্রত - tmc

ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। বলেন, "সুন্দর ভোট হবে, পাঁচনও চলবে। পাঁচন না চললে জমি চাষ কীভাবে হবে ? যেখানে বুথ খারাপ সেখানেই পাঁচন চলবে।"

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Feb 8, 2019, 10:18 PM IST

সিউড়ি, ৮ ফেব্রুয়ারি : "সুন্দর ভোট হবে, পাঁচনও চলবে। পাঁচন না চললে জমি চাষ কীভাবে হবে ? যেখানে বুথ খারাপ সেখানেই পাঁচন চলবে।" সিউড়িতে জেলা কমিটির বৈঠক শেষে একথা বলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।

আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদের কি কোনও কৌশল আছে ?

অনুব্রত মণ্ডল : কৌশল ছাড়া কোনও ভোট হয় না। সুন্দর ভোট হবে, পাঁচন চলবে। পাঁচন না চললে জমিগুলো কীভাবে চাষ হবে ?

বীরভূমের জমি কি অনুর্বর হয়ে পড়েছে ?

অনুব্রত মণ্ডল : কোনও কোনও বুথের সামনের জমি অনুর্বর হয়ে গেছে। সেখানে পাঁচন দেওয়া হবে।

এই জেলায় বিরোধী কে ?

অনুব্রত মণ্ডল : একমাত্র বিরোধী সাংবাদিকরা। রাজনৈতিকভাবে কোনও বিরোধী নেই।

আজ দুপুরে সিউড়ির রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে শুরু হয় তৃণমূলের জেলা কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, সহ সভাপতি অভিজিৎ সিংহ সহ ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিরা।

সিউড়ি, ৮ ফেব্রুয়ারি : "সুন্দর ভোট হবে, পাঁচনও চলবে। পাঁচন না চললে জমি চাষ কীভাবে হবে ? যেখানে বুথ খারাপ সেখানেই পাঁচন চলবে।" সিউড়িতে জেলা কমিটির বৈঠক শেষে একথা বলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।

আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদের কি কোনও কৌশল আছে ?

অনুব্রত মণ্ডল : কৌশল ছাড়া কোনও ভোট হয় না। সুন্দর ভোট হবে, পাঁচন চলবে। পাঁচন না চললে জমিগুলো কীভাবে চাষ হবে ?

বীরভূমের জমি কি অনুর্বর হয়ে পড়েছে ?

অনুব্রত মণ্ডল : কোনও কোনও বুথের সামনের জমি অনুর্বর হয়ে গেছে। সেখানে পাঁচন দেওয়া হবে।

এই জেলায় বিরোধী কে ?

অনুব্রত মণ্ডল : একমাত্র বিরোধী সাংবাদিকরা। রাজনৈতিকভাবে কোনও বিরোধী নেই।

আজ দুপুরে সিউড়ির রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে শুরু হয় তৃণমূলের জেলা কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, সহ সভাপতি অভিজিৎ সিংহ সহ ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিরা।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Berlin - 8 February 2019
1. Exterior of German Federal Intelligence Service (BND) headquarters in Berlin
2. Security cameras
WELT POOL - AP CLIENTS ONLY
Berlin - 8 February 2019
3. German Chancellor Angela Merkel and President of the BND Bruno Kahl walking
4. Merkel receiving gift
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Berlin - 8 February 2019
5. Sign (German) reading: "Federal Intelligence Service"
6. Merkel walking to lectern
7. Close of camera
8. SOUNDBITE (German) Angela Merkel, German Chancellor:
"That's why we need to learn to deal with the so-called fake news as part of hybrid warfare. From my point of view, this is one of the decisive factors for future security and social cohesion in Germany. And I say from my own experience that you sometimes can hardly believe what is going on, but we - and you in particular - simply have to face reality."
9. German and EU flags
10. SOUNDBITE (German) Angela Merkel, German Chancellor:
"And, of course, the intelligence services have a very important role to play, because a quick evaluation of messages is the basis for being able to answer very important questions. Which information is correct, what has been manipulated, what is maybe a state propaganda."
11. Logo of the BND
12. SOUNDBITE (German) Angela Merkel, German Chancellor:
"Of course we have known not just since the recent commotion around illegally published data that the protection of our IT structures is becoming increasingly important. In addition many countries, not necessarily our friends, are highly active in hybrid warfare - a war that is also being fought across the world wide web. Here, too, we need a strong BND to analyse the cyber threat from abroad for us and has the ability to warn us in good time."
WELT POOL - AP CLIENTS ONLY
Berlin - 8 February 2019
13. Logo of the BND
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Berlin - 8 February 2019
14. Exterior of BND headquarters
15. Security cameras
STORYLINE:
The German Chancellor visited the new headquarters of the Federal Intelligence Service (BND) in Berlin on Friday.
In her speech, Angela Merkel she named 'fake news' recognition and the threat of cyber attacks as being amongst the most important tasks for the agency.    
Construction costs for the new headquarter amounted to around 1.1 billion Euros (1.25 billion USD).
Around 4000 secret service agents are now working in the new building.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.