সিউড়ি, ৮ ফেব্রুয়ারি : "সুন্দর ভোট হবে, পাঁচনও চলবে। পাঁচন না চললে জমি চাষ কীভাবে হবে ? যেখানে বুথ খারাপ সেখানেই পাঁচন চলবে।" সিউড়িতে জেলা কমিটির বৈঠক শেষে একথা বলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।
আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদের কি কোনও কৌশল আছে ?
অনুব্রত মণ্ডল : কৌশল ছাড়া কোনও ভোট হয় না। সুন্দর ভোট হবে, পাঁচন চলবে। পাঁচন না চললে জমিগুলো কীভাবে চাষ হবে ?
বীরভূমের জমি কি অনুর্বর হয়ে পড়েছে ?
অনুব্রত মণ্ডল : কোনও কোনও বুথের সামনের জমি অনুর্বর হয়ে গেছে। সেখানে পাঁচন দেওয়া হবে।
এই জেলায় বিরোধী কে ?
অনুব্রত মণ্ডল : একমাত্র বিরোধী সাংবাদিকরা। রাজনৈতিকভাবে কোনও বিরোধী নেই।
আজ দুপুরে সিউড়ির রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে শুরু হয় তৃণমূলের জেলা কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, সহ সভাপতি অভিজিৎ সিংহ সহ ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিরা।