ETV Bharat / state

কোরোনা সংক্রমণ ঠেকাতে বীরভূম সীমান্ত সিল করার সিদ্ধান্ত

মুর্শিদাবাদ জেলার সালার ব্লকের ভূষণ্ডা গ্রামে কোরোনা ভাইরাসে আক্রান্ত হন এক বৃদ্ধ। তাই মুর্শিদাবাদ থেকে বীরভূম ঢোকার সমস্ত রাস্তা কঠোরভাবে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে।

pressmeet
সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল
author img

By

Published : Apr 20, 2020, 6:14 PM IST

বোলপুর, 20 এপ্রিল: মুর্শিদাবাদে কোরোনা ভাইরাসে সক্রমিত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অন্য জেলা বা রাজ্য থেকে বীরভূম জেলায় ঢোকার সমস্ত রাস্তা কড়াকড়িভাবে সিল করে দেওয়া হল।

বর্ধমান, মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ড থেকে কোনো মানুষ বীরভূমে আসতে পারবেন না। এদিন নিজের বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডল জানান, বীরভূম জেলা সুরক্ষিত রাখতে সমস্ত সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। বীরভূম জেলায় ঢোকার রাস্তাগুলো কড়া নজরদারির মধ্যে রাখা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে জেলা তৃণমূল সভাপতি বীরভূম ও তার পার্শ্ববর্তী এলাকাগুলির দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কথাও ঘোষণা করেন৷ এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, " বীরভূম জেলা সহ আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটের কোনও ব্লকের মানুষজন না খেয়ে থাকবে না। পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল তাঁদের দেওয়া হবে। লকডাউনে অনেক সমস্যায় আছেন গ্রাম এলাকার বহু মানুষ, আদিবাসীরা৷ তাঁদের খাবার নিয়ে কোনো সমস্যা হবে না। বীরভূম জেলা সহ আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে 35 হাজার বস্তা চাল ও 72 টন ডাল বিতরণ করা হবে।"

মুর্শিদাবাদ জেলার সালার ব্লকের ভূষণ্ডা গ্রামে কোরোনা ভাইরাসে আক্রান্ত হন এক বৃদ্ধ। তাই মুর্শিদাবাদ থেকে বীরভূম ঢোকার সমস্ত রাস্তা কঠোরভাবে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এছাড়া, কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বর্ধমান থেকে বীরভূম ঢোকার সমস্ত রাস্তায় সিল করে দেওয়া হয়। একইভাবে ঝাড়খণ্ড রাজ্য থেকে বীরভূম জেলায় ঢোকার রাস্তাগুলিও সিল করে দেওয়া হয়েছে। যদিও, ফল, সবজি সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, অ্যাম্বুলেন্স প্রভৃতি যাওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

বোলপুর, 20 এপ্রিল: মুর্শিদাবাদে কোরোনা ভাইরাসে সক্রমিত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অন্য জেলা বা রাজ্য থেকে বীরভূম জেলায় ঢোকার সমস্ত রাস্তা কড়াকড়িভাবে সিল করে দেওয়া হল।

বর্ধমান, মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ড থেকে কোনো মানুষ বীরভূমে আসতে পারবেন না। এদিন নিজের বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডল জানান, বীরভূম জেলা সুরক্ষিত রাখতে সমস্ত সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। বীরভূম জেলায় ঢোকার রাস্তাগুলো কড়া নজরদারির মধ্যে রাখা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে জেলা তৃণমূল সভাপতি বীরভূম ও তার পার্শ্ববর্তী এলাকাগুলির দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কথাও ঘোষণা করেন৷ এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, " বীরভূম জেলা সহ আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটের কোনও ব্লকের মানুষজন না খেয়ে থাকবে না। পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল তাঁদের দেওয়া হবে। লকডাউনে অনেক সমস্যায় আছেন গ্রাম এলাকার বহু মানুষ, আদিবাসীরা৷ তাঁদের খাবার নিয়ে কোনো সমস্যা হবে না। বীরভূম জেলা সহ আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে 35 হাজার বস্তা চাল ও 72 টন ডাল বিতরণ করা হবে।"

মুর্শিদাবাদ জেলার সালার ব্লকের ভূষণ্ডা গ্রামে কোরোনা ভাইরাসে আক্রান্ত হন এক বৃদ্ধ। তাই মুর্শিদাবাদ থেকে বীরভূম ঢোকার সমস্ত রাস্তা কঠোরভাবে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এছাড়া, কোরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বর্ধমান থেকে বীরভূম ঢোকার সমস্ত রাস্তায় সিল করে দেওয়া হয়। একইভাবে ঝাড়খণ্ড রাজ্য থেকে বীরভূম জেলায় ঢোকার রাস্তাগুলিও সিল করে দেওয়া হয়েছে। যদিও, ফল, সবজি সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, অ্যাম্বুলেন্স প্রভৃতি যাওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.