ETV Bharat / state

কংক্রিটের সৌন্দর্যায়ন, ঝুঁকির মুখে সোনাঝুরি - ঝুঁকির মুখে সোনাঝুরি গাছ

প্রশাসনের তরফে ঢেলে সাজানো হচ্ছে সোনাঝুরি । কিন্তু এই সৌন্দর্যায়ন করতে গিয়ে ঝুঁকির মুখে সোনাঝুরি গাছ ।

Sonajhuri Trees are in threat
Sonajhuri Trees are in threat
author img

By

Published : Jan 27, 2021, 4:56 PM IST

শান্তিনিকেতন, 27 জানুয়ারি : কৃত্রিম সৌন্দর্যায়নের নামে শান্তিনিকেতনের সোনাঝুরিতে চলছে বৃক্ষ নিধন যজ্ঞ । সম্প্রতি দেখা গিয়েছে, সোনাঝুরির রাস্তার ধারে সারি সারি গাছের গোড়া সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে । সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে গাছের গোড়া ঢালাই করে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পরিবেশপ্রেমী মানুষজন । গাছের পক্ষে এটা ক্ষতিকারক, বলছেন উদ্ভিদবিদরা । সেচ দফতরের তরফে 12 কোটি টাকা ব্যয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ঢেলে সাজানো হচ্ছে সোনাঝুরি । কৃত্রিম সৌন্দর্যায়নের জেরে ধ্বংসের মুখে সোনাঝুরি ।

বছর দুই আগে প্রশাসনিক বৈঠক করতে বোলপুর এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক শেষে ঘুরে দেখেন সোনাঝুরির হাট । মূলত প্রতি শনিবারই হাট বসে সোনাঝুরিতে । তবে, বর্তমানে রোজই বসছে এই হাট । আর শান্তিনিকেতন মানেই পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সোনাঝুরির জঙ্গল ও তার হাট । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 12 কোটি টাকা ব্যয়ে সোনাঝুরিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঢেলে সাজানো হচ্ছে । সেচ দফতর ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সেই কাজ । 30 জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে ।

সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে গাছের গোড়া

কাজের শুরুতেই দেখা যায়, সোনাঝুরির ক্যানেল পাড় এলাকায় সৌন্দর্যায়নের নামে কয়েকশো গাছ কেটে ফেলা হয়েছিল । যা নিয়ে সরব হয়েছিলেন শান্তিনিকেতনের পরিবেশপ্রেমী মানুষজন । এক কথায় বহু আগেই সৌন্দর্যায়নের নামে বৃক্ষ নিধন যজ্ঞ শুরু হয়ে গিয়েছে এখানে । এবার দেখা গেল, রাস্তার ধারে সারি সারি সোনাঝুরি ও ইউক্যালিপটাস গাছের গোড়া সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে । নৃশংস ও সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে গাছের গোড়াগুলি কংক্রিটের ঢালাই করে দেওয়া হচ্ছে । এতে রীতিমতো ক্ষুব্ধ পরিবেশপ্রেমী মানুষজন ।

উদ্ভিদবিদদের কথায়, এতে গাছের চরমতম ক্ষতি হচ্ছে । এই কাজের ফলে গাছগুলি বেঁচে থাকবে না। যদি না মাটি ছেড়ে ঢালাই করা হয়। কৃত্তিম সৌন্দর্যায়নের নামে এভাবেই বৃক্ষ নিধন যজ্ঞ চলছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাঝুরিতে ।

আরও পড়ুন : দিল্লির আদলে জমি ফেরতের দাবিতে ট্রাক্টর মিছিল বোলপুরের চাষিদের

উদ্ভিদবিদ ও অধ্যাপক শমিত রায় বলেন, "গাছের গোড়ায় গা বেয়ে সবসময় জল যাবে মাটিতে তা নয় । অনেক সময় বাড়তি জল গাছ ছেড়ে দেয় । এইভাবে ঢালাই করে দিলে গাছের ক্ষতি হবে । মাটি ছেড়ে ঢালাই করা উচিত । এতে তো গাছের গলা টিপে ধরা হচ্ছে ।"

সেচ বিভাগের বোলপুর মহকুমা আধিকারিক মহম্মদ সেলিম বলেন, "গাছের গোড়া ছেড়ে ঢালাই করার নির্দেশ দেওয়া হয়েছিল । আমরা দেখে নিচ্ছি কীভাবে ঠিক করা যায় ।"

আরও পড়ুন : ভয়ংকর খেলা হবে : কেষ্ট

শান্তিনিকেতন, 27 জানুয়ারি : কৃত্রিম সৌন্দর্যায়নের নামে শান্তিনিকেতনের সোনাঝুরিতে চলছে বৃক্ষ নিধন যজ্ঞ । সম্প্রতি দেখা গিয়েছে, সোনাঝুরির রাস্তার ধারে সারি সারি গাছের গোড়া সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে । সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে গাছের গোড়া ঢালাই করে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পরিবেশপ্রেমী মানুষজন । গাছের পক্ষে এটা ক্ষতিকারক, বলছেন উদ্ভিদবিদরা । সেচ দফতরের তরফে 12 কোটি টাকা ব্যয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ঢেলে সাজানো হচ্ছে সোনাঝুরি । কৃত্রিম সৌন্দর্যায়নের জেরে ধ্বংসের মুখে সোনাঝুরি ।

বছর দুই আগে প্রশাসনিক বৈঠক করতে বোলপুর এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক শেষে ঘুরে দেখেন সোনাঝুরির হাট । মূলত প্রতি শনিবারই হাট বসে সোনাঝুরিতে । তবে, বর্তমানে রোজই বসছে এই হাট । আর শান্তিনিকেতন মানেই পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সোনাঝুরির জঙ্গল ও তার হাট । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 12 কোটি টাকা ব্যয়ে সোনাঝুরিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঢেলে সাজানো হচ্ছে । সেচ দফতর ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সেই কাজ । 30 জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে ।

সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে গাছের গোড়া

কাজের শুরুতেই দেখা যায়, সোনাঝুরির ক্যানেল পাড় এলাকায় সৌন্দর্যায়নের নামে কয়েকশো গাছ কেটে ফেলা হয়েছিল । যা নিয়ে সরব হয়েছিলেন শান্তিনিকেতনের পরিবেশপ্রেমী মানুষজন । এক কথায় বহু আগেই সৌন্দর্যায়নের নামে বৃক্ষ নিধন যজ্ঞ শুরু হয়ে গিয়েছে এখানে । এবার দেখা গেল, রাস্তার ধারে সারি সারি সোনাঝুরি ও ইউক্যালিপটাস গাছের গোড়া সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে । নৃশংস ও সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে গাছের গোড়াগুলি কংক্রিটের ঢালাই করে দেওয়া হচ্ছে । এতে রীতিমতো ক্ষুব্ধ পরিবেশপ্রেমী মানুষজন ।

উদ্ভিদবিদদের কথায়, এতে গাছের চরমতম ক্ষতি হচ্ছে । এই কাজের ফলে গাছগুলি বেঁচে থাকবে না। যদি না মাটি ছেড়ে ঢালাই করা হয়। কৃত্তিম সৌন্দর্যায়নের নামে এভাবেই বৃক্ষ নিধন যজ্ঞ চলছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাঝুরিতে ।

আরও পড়ুন : দিল্লির আদলে জমি ফেরতের দাবিতে ট্রাক্টর মিছিল বোলপুরের চাষিদের

উদ্ভিদবিদ ও অধ্যাপক শমিত রায় বলেন, "গাছের গোড়ায় গা বেয়ে সবসময় জল যাবে মাটিতে তা নয় । অনেক সময় বাড়তি জল গাছ ছেড়ে দেয় । এইভাবে ঢালাই করে দিলে গাছের ক্ষতি হবে । মাটি ছেড়ে ঢালাই করা উচিত । এতে তো গাছের গলা টিপে ধরা হচ্ছে ।"

সেচ বিভাগের বোলপুর মহকুমা আধিকারিক মহম্মদ সেলিম বলেন, "গাছের গোড়া ছেড়ে ঢালাই করার নির্দেশ দেওয়া হয়েছিল । আমরা দেখে নিচ্ছি কীভাবে ঠিক করা যায় ।"

আরও পড়ুন : ভয়ংকর খেলা হবে : কেষ্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.