ETV Bharat / state

Bibhas Chandra Adhikari: নতুন দল গড়লেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাসচন্দ্র, দেবেন পঞ্চায়েতে প্রার্থীও - নতুন দল গড়লেন নলহাটির প্রাক্তন তৃণমূল নেতা

সারা ভারত আর্য মহাসভা নামে নতুন দল গড়লেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাসচন্দ্র অধিকারী ৷ তাঁর দল পঞ্চায়েত প্রার্থী দেবে বলেও জানিয়েছেন বিভাসচন্দ্র ৷

Etv Bharat
বিভাসচন্দ্র অধিকারীর নতুন দল
author img

By

Published : Apr 16, 2023, 9:06 PM IST

নলহাটি, 16 এপ্রিল: নতুন রাজনৈতিক দল তৈরি করলেন বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল নেতা বিভাসচন্দ্র অধিকারী ৷ ইতিমধ্যেই তাঁর নাম জড়িয়েছে রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৷ শনিবাবারই তাঁর বাড়ি ও আশ্রমে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা ৷ রবিবার বিকেলে নলহাটির কৃষ্ণপুর গ্রামে তাঁর ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে নতুন দল আত্মপ্রকাশ করে । নতুন দলের নাম দেওয়া হয় 'সারা ভারত আর্য মহাসভা ৷' উল্লেখ্য, বীরভূমের নলহাটি 2 নং ব্লকের দীর্ঘদিন ধরে তৃণমূল ব্লক সভাপতি ছিলেন বিভাস ৷

রবিবার দলের শুভ সূচনার পর বিভাসচন্দ্র অধিকারী জানিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা প্রার্থী দেবেন ৷ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,"আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে । পঞ্চায়েতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করলে কোন দলের ক্ষতি হবে বা কোন দলের লাভ হবে সেটা আমাদের দেখার বিষয় নয় । তবে দলের মূল লক্ষ্য হবে আর্য ভারত গঠন । মানুষকে সঠিক দিশা দিতে দল কাজ করে যাবে ৷"

তাঁর দলের সদস্য সংখ্যা কত এই প্রশ্নের উত্তরে বিভাস জানান, 32 লাখ মানুষ অনুকূল ঠাকুরের শিষ্য তাঁর পাশে আছেন । বিগ্রেড ভরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাঁদের ৷ বীরভূম ও কলকাতাতেও দলের তরফে সভা করা হবে বলে তিনি জানান ৷ দিল্লিতে ও কলকাতায় সারা ভারত আর্য মহাসভার দফতর তৈরির কথাও ভাবছেন তিনি ৷

আরও পড়ুন: স্কুলে মদের ঠেক ! দিদির সুরক্ষা কবচে অভিযোগ কাউন্সিলরের

উল্লেখ্য, শনিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে বিভাসবাবুর আশ্রম এবং বাড়িতে প্রায় 8 ঘন্টা ধরে তল্লাশি চালায় সিবিআই । রবিবার এই দল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ ৷ ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ৷ তাঁদের অনেকেই নিজেদের তৃণমূল কর্মী হিসেবে দাবি করেন ৷ তাঁর এই নতুন দল প্রসঙ্গে বিভাসচন্দ্র অধিকারী বলেন,"আমাদের দলে যে কেউ আসতে পারেন । আমরা কোনও সম্প্রদায় নিয়ে দল করি না । ঠাকুর অনুকূল চন্দ্র চেয়েছিলেন আর্য মহাসভা নামে দল গঠন হোক । এই দলের কাজ হবে মানুষকে সঠিক দিশা দেখানো । আমরা ঠাকুরের সেই ইচ্ছাকে সম্মান দিয়ে এগিয়ে যাব ৷"

নলহাটি, 16 এপ্রিল: নতুন রাজনৈতিক দল তৈরি করলেন বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল নেতা বিভাসচন্দ্র অধিকারী ৷ ইতিমধ্যেই তাঁর নাম জড়িয়েছে রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৷ শনিবাবারই তাঁর বাড়ি ও আশ্রমে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা ৷ রবিবার বিকেলে নলহাটির কৃষ্ণপুর গ্রামে তাঁর ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে নতুন দল আত্মপ্রকাশ করে । নতুন দলের নাম দেওয়া হয় 'সারা ভারত আর্য মহাসভা ৷' উল্লেখ্য, বীরভূমের নলহাটি 2 নং ব্লকের দীর্ঘদিন ধরে তৃণমূল ব্লক সভাপতি ছিলেন বিভাস ৷

রবিবার দলের শুভ সূচনার পর বিভাসচন্দ্র অধিকারী জানিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা প্রার্থী দেবেন ৷ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,"আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে । পঞ্চায়েতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করলে কোন দলের ক্ষতি হবে বা কোন দলের লাভ হবে সেটা আমাদের দেখার বিষয় নয় । তবে দলের মূল লক্ষ্য হবে আর্য ভারত গঠন । মানুষকে সঠিক দিশা দিতে দল কাজ করে যাবে ৷"

তাঁর দলের সদস্য সংখ্যা কত এই প্রশ্নের উত্তরে বিভাস জানান, 32 লাখ মানুষ অনুকূল ঠাকুরের শিষ্য তাঁর পাশে আছেন । বিগ্রেড ভরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাঁদের ৷ বীরভূম ও কলকাতাতেও দলের তরফে সভা করা হবে বলে তিনি জানান ৷ দিল্লিতে ও কলকাতায় সারা ভারত আর্য মহাসভার দফতর তৈরির কথাও ভাবছেন তিনি ৷

আরও পড়ুন: স্কুলে মদের ঠেক ! দিদির সুরক্ষা কবচে অভিযোগ কাউন্সিলরের

উল্লেখ্য, শনিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে বিভাসবাবুর আশ্রম এবং বাড়িতে প্রায় 8 ঘন্টা ধরে তল্লাশি চালায় সিবিআই । রবিবার এই দল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ ৷ ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ৷ তাঁদের অনেকেই নিজেদের তৃণমূল কর্মী হিসেবে দাবি করেন ৷ তাঁর এই নতুন দল প্রসঙ্গে বিভাসচন্দ্র অধিকারী বলেন,"আমাদের দলে যে কেউ আসতে পারেন । আমরা কোনও সম্প্রদায় নিয়ে দল করি না । ঠাকুর অনুকূল চন্দ্র চেয়েছিলেন আর্য মহাসভা নামে দল গঠন হোক । এই দলের কাজ হবে মানুষকে সঠিক দিশা দেখানো । আমরা ঠাকুরের সেই ইচ্ছাকে সম্মান দিয়ে এগিয়ে যাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.