ETV Bharat / state

Birbhum Home Problems: পঞ্চায়েত থেকে পৌরসভায় উত্তীর্ণ, অর্ধনির্মিত হয়ে পড়ে রয়েছে আবাস যোজনার বাড়ি

author img

By

Published : Jun 30, 2022, 2:14 PM IST

পৌরসভা নির্বাচনের আগে শান্তিনিকেতন থানার সোনাঝুরি জঙ্গলে বনেরপুকুর ডাঙা গ্রাম আগে পৌরসভার অন্তর্ভুক্ত ছিল ৷ কিন্তু বর্তমানে বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৷ আর এতেই বিপত্তি ৷ আবাস যোজনার বাড়ি অর্ধ নির্মিত হয়েই পড়ে রয়েছে ৷ কাজ সম্পূর্ণ করতে টাকা দিচ্ছে না পঞ্চায়েত, ফিরিয়ে দিচ্ছে পৌরসভাও (Incomplete Awas Yojana Houses in Birbhum Village)।

Birbhum Home Problems
বনেরপুকুর ডাঙা অধ্যুষিত গ্রামে অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে আবাস যোজনার বাড়ি

শান্তিনিকেতন, 30 জুন: সদ্য পঞ্চায়েত থেকে পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে সোনাঝুরি জঙ্গলের বনেরপুকুর ডাঙা আদিবাসী অধ্যুষিত গ্রাম । আর এতেই জেরবার গ্রামবাসীরা (Incomplete Awas Yojana Houses in Birbhum) ৷ কারণ থমকে উন্নয়ন ৷ 50টির বেশি আবাস যোজনার বাড়ি অর্ধ নির্মিত হয়েই পড়ে রয়েছে ৷ কাজ সম্পূর্ণ করতে টাকা দিচ্ছে না পঞ্চায়েত, ফিরিয়ে দিচ্ছে পৌরসভাও । এমনকী অন্যান্য পরিষেবা থেকেও বঞ্চিত গ্রামবাসীরা ৷ প্রসঙ্গত, এই গ্রামের প্রায় 350 জন ভোটার এবারের পৌরভোটে অংশ নিয়েছিলেন ।

শান্তিনিকেতন থানার সোনাঝুরি জঙ্গলে আদিবাসী অধ্যুষিত বনেরপুকুর ডাঙা গ্রাম । এতকাল রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছিল এই গ্রাম ৷ 2022 সালে পৌরসভা নির্বাচনের আগে এই গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হয় ৷ বর্তমানে এই গ্রাম বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত । পঞ্চায়েত থেকে পৌরসভায় উত্তীর্ণ হওয়াতেই বিপত্তি বলছেন স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন : Malda 100 Days Scam : 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

অভিযোগ, রূপপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রাপ্ত আবাস যোজনার প্রায় 50টি বাড়ি অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে । গ্রামটি পৌরসভার অন্তর্ভূক্ত হয়ে যাওয়ায় বাকি কাজ সম্পূর্ণ করতে নতুন করে বরাদ্দ করছে না পঞ্চায়েত ৷ অন্যদিকে, পৌরসভা গ্রামবাসীদের ফিরিয়ে দিয়ে জানাচ্ছে, পঞ্চায়েতের প্রকল্পে পৌরসভা বরাদ্দ করবে না ৷ ফলে পঞ্চায়েত থেকে পৌরসভার অধীন হওয়ায় চরম সমস্যায় পড়েছেন এখানকার গ্রামবাসীরা ৷ এমনকী অন্যান্য পৌর পরিষেবা থেকেও বঞ্চিত এই গ্রাম ৷ পৌর এলাকা হয়েও নেই পর্যাপ্ত আলো, নেই জলের সুব্যবস্থা । গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, তারা বুঝতেই পারছেন না, বর্তমান পঞ্চায়েতের বাসিন্দা, নাকি পৌরসভার ৷

বনেরপুকুর ডাঙা অধ্যুষিত গ্রামে অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে আবাস যোজনার বাড়ি

উল্লেখ্য, এই বনেরপুকুর ডাঙা গ্রামে প্রায় 350 জন ভোটার রয়েছেন ৷ এবার পৌর নির্বাচনে তারা যথারীতি অংশ নিয়েছে ৷ তারপরেও থমকে উন্নয়ন । গ্রামবাসীদের মধ্যে রাম সোরেন, পাকু হাঁসদা, সোম মুর্মু, পানু মুর্মু বলেন, "আমাদের বাড়িগুলো অর্ধেক হয়ে পড়ে আছে । পঞ্চায়েত থেকে এককালীন 70 হাজার টাকা দিয়েছে, আর দিচ্ছে না ৷ পঞ্চায়েত বলছে, পৌরসভা হয়ে গিয়েছে আর টাকা দেব না । আর পৌরসভা বলছে, পঞ্চায়েতের কাজে আমরা টাকা দেব না ৷ আমরা কোথায় যাব ৷ আমরা খুব সমস্যায় পড়েছি । গ্রামের কোনও উন্নয়ন হচ্ছে না ।"

আরও পড়ুন : জয়পুরে প্রবল বর্ষায় ভেঙে পড়ল 30 বছরের পুরনো সেতু, সমস্যায় গ্রামবাসীরা

এই প্রসঙ্গে বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "গ্রামের কাজ কত বছর আগে শুরু হয়েছে ৷ পঞ্চায়েতের প্রকল্পে আমরা কী করে হাত দেব ৷ পৌরসভা হওয়ার পর যা যা পরিষেবা দরকার আমরা দেব এইটুকু বলতে পারি ।" রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান রণেন্দ্রনাথ সরকার বলেন, "পৌরসভা হয়ে গিয়েছে ওই গ্রাম ৷ আমরা এখন কী করে ওখানে কাজ করতে পারি ৷ আমাদের ওই গ্রামে কাজ করার এক্তিয়ার নেই ।

শান্তিনিকেতন, 30 জুন: সদ্য পঞ্চায়েত থেকে পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে সোনাঝুরি জঙ্গলের বনেরপুকুর ডাঙা আদিবাসী অধ্যুষিত গ্রাম । আর এতেই জেরবার গ্রামবাসীরা (Incomplete Awas Yojana Houses in Birbhum) ৷ কারণ থমকে উন্নয়ন ৷ 50টির বেশি আবাস যোজনার বাড়ি অর্ধ নির্মিত হয়েই পড়ে রয়েছে ৷ কাজ সম্পূর্ণ করতে টাকা দিচ্ছে না পঞ্চায়েত, ফিরিয়ে দিচ্ছে পৌরসভাও । এমনকী অন্যান্য পরিষেবা থেকেও বঞ্চিত গ্রামবাসীরা ৷ প্রসঙ্গত, এই গ্রামের প্রায় 350 জন ভোটার এবারের পৌরভোটে অংশ নিয়েছিলেন ।

শান্তিনিকেতন থানার সোনাঝুরি জঙ্গলে আদিবাসী অধ্যুষিত বনেরপুকুর ডাঙা গ্রাম । এতকাল রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছিল এই গ্রাম ৷ 2022 সালে পৌরসভা নির্বাচনের আগে এই গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হয় ৷ বর্তমানে এই গ্রাম বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত । পঞ্চায়েত থেকে পৌরসভায় উত্তীর্ণ হওয়াতেই বিপত্তি বলছেন স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন : Malda 100 Days Scam : 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

অভিযোগ, রূপপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রাপ্ত আবাস যোজনার প্রায় 50টি বাড়ি অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে । গ্রামটি পৌরসভার অন্তর্ভূক্ত হয়ে যাওয়ায় বাকি কাজ সম্পূর্ণ করতে নতুন করে বরাদ্দ করছে না পঞ্চায়েত ৷ অন্যদিকে, পৌরসভা গ্রামবাসীদের ফিরিয়ে দিয়ে জানাচ্ছে, পঞ্চায়েতের প্রকল্পে পৌরসভা বরাদ্দ করবে না ৷ ফলে পঞ্চায়েত থেকে পৌরসভার অধীন হওয়ায় চরম সমস্যায় পড়েছেন এখানকার গ্রামবাসীরা ৷ এমনকী অন্যান্য পৌর পরিষেবা থেকেও বঞ্চিত এই গ্রাম ৷ পৌর এলাকা হয়েও নেই পর্যাপ্ত আলো, নেই জলের সুব্যবস্থা । গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, তারা বুঝতেই পারছেন না, বর্তমান পঞ্চায়েতের বাসিন্দা, নাকি পৌরসভার ৷

বনেরপুকুর ডাঙা অধ্যুষিত গ্রামে অর্ধ নির্মিত হয়ে পড়ে রয়েছে আবাস যোজনার বাড়ি

উল্লেখ্য, এই বনেরপুকুর ডাঙা গ্রামে প্রায় 350 জন ভোটার রয়েছেন ৷ এবার পৌর নির্বাচনে তারা যথারীতি অংশ নিয়েছে ৷ তারপরেও থমকে উন্নয়ন । গ্রামবাসীদের মধ্যে রাম সোরেন, পাকু হাঁসদা, সোম মুর্মু, পানু মুর্মু বলেন, "আমাদের বাড়িগুলো অর্ধেক হয়ে পড়ে আছে । পঞ্চায়েত থেকে এককালীন 70 হাজার টাকা দিয়েছে, আর দিচ্ছে না ৷ পঞ্চায়েত বলছে, পৌরসভা হয়ে গিয়েছে আর টাকা দেব না । আর পৌরসভা বলছে, পঞ্চায়েতের কাজে আমরা টাকা দেব না ৷ আমরা কোথায় যাব ৷ আমরা খুব সমস্যায় পড়েছি । গ্রামের কোনও উন্নয়ন হচ্ছে না ।"

আরও পড়ুন : জয়পুরে প্রবল বর্ষায় ভেঙে পড়ল 30 বছরের পুরনো সেতু, সমস্যায় গ্রামবাসীরা

এই প্রসঙ্গে বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "গ্রামের কাজ কত বছর আগে শুরু হয়েছে ৷ পঞ্চায়েতের প্রকল্পে আমরা কী করে হাত দেব ৷ পৌরসভা হওয়ার পর যা যা পরিষেবা দরকার আমরা দেব এইটুকু বলতে পারি ।" রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান রণেন্দ্রনাথ সরকার বলেন, "পৌরসভা হয়ে গিয়েছে ওই গ্রাম ৷ আমরা এখন কী করে ওখানে কাজ করতে পারি ৷ আমাদের ওই গ্রামে কাজ করার এক্তিয়ার নেই ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.