ETV Bharat / state

"পুজোয় কোরোনাবিধি মানুন", সচেতনতার বার্তা দিচ্ছে পথনাটিকা - স্য়ানিটাইজার

পথনাটিকার মধ্য় দিয়ে মাস্ক, স্য়ানিটাইজ়ারের গুরুত্ব মানুষকে বোঝাচ্ছেন শিল্পীরা ৷ এই নিয়ে নাট্য়কর্মী অনন্য়া দে বলেন, "একটা বছর সাবধানে থাকলে আগামীদিনে অনেক পুজো আমরা একসঙ্গে আনন্দে কাটাতে পারব ৷ সেই বার্তাটুকুই সাধারণকে দেওয়ার জন্য় এই উদ্য়োগ ৷"

street_play_to_aware_for_covid-19_to_people_of_bankura_district
পুজোয় কোরোনাবিধি মানুন, আবেদনে পথনাটিকা
author img

By

Published : Oct 19, 2020, 9:25 PM IST

বাঁকুড়া, 19 অক্টোবর : পুজো মণ্ডপে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজন করা হল পথনাটিকার ৷ আর এই পথনাটিকার আয়োজন করল বাঁকুড়া জেলা আইনি পরিষেবা এবং জেলা থিয়েটার অ্য়াকাডেমি ৷ সোমবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতা মূলক এই পথনাটিকা শুরু হয়েছে ৷

কোরোনার সংক্রমণের জেরে সাধারণ মানুষকে একাধিক বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে ৷ প্রতিবারের মতো এবার আর সাংস্কৃতিক অনুষ্ঠান বা লাইন দিয়ে প্রতিমা দেখার পরিস্থিতি নেই ৷ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাটা যে কতটা জরুরি তা সাধারণ মানুষকে বোঝাতে পথে নামল বাঁকুড়ার আইনি পরিষেবা এবং জেলা থিয়েটার অ্য়াকাডেমি ৷ থিয়েটার অ্য়াকাডেমির সাধারণ সম্পাদক অরুণাভ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, মানুষ যাতে পুজো দেখতে বেরিয়ে সামাজিক দূরত্ববিধি মেনে চলে তা বোঝাতেই তাই এই সচেতনতামূলক প্রচার ৷ পথনাটিকার মধ্য়ে দিয়ে মাস্ক, স্য়ানিটাইজ়ারের গুরুত্ব মানুষকে বোঝাচ্ছেন শিল্পীরা ৷ এ নিয়ে নাট্য়কর্মী অনন্য়া দে বলেন, "একটা বছর সাবধানে থাকলে আগামীদিনে অনেক পুজো আমরা একসঙ্গে আনন্দে কাটাতে পারবো ৷ সেই বার্তাটুকুই সাধারণের জন্য় দেওয়ার জন্য় এই উদ্য়োগ ৷"

বাঁকুড়ার আইনি পরিষেবা এবং জেলা থিয়েটার অ্য়াকাডেমির সদস্য়দের বিশ্বাস, মানুষ তাঁদের এই প্রচেষ্টায় সাড়া দেবে এবং আগামীদিনে আবার কোরোনা মুক্ত পরিবেশে সবাই মিলে বাঁচতে পারবে ৷

বাঁকুড়া, 19 অক্টোবর : পুজো মণ্ডপে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজন করা হল পথনাটিকার ৷ আর এই পথনাটিকার আয়োজন করল বাঁকুড়া জেলা আইনি পরিষেবা এবং জেলা থিয়েটার অ্য়াকাডেমি ৷ সোমবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতা মূলক এই পথনাটিকা শুরু হয়েছে ৷

কোরোনার সংক্রমণের জেরে সাধারণ মানুষকে একাধিক বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে ৷ প্রতিবারের মতো এবার আর সাংস্কৃতিক অনুষ্ঠান বা লাইন দিয়ে প্রতিমা দেখার পরিস্থিতি নেই ৷ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাটা যে কতটা জরুরি তা সাধারণ মানুষকে বোঝাতে পথে নামল বাঁকুড়ার আইনি পরিষেবা এবং জেলা থিয়েটার অ্য়াকাডেমি ৷ থিয়েটার অ্য়াকাডেমির সাধারণ সম্পাদক অরুণাভ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, মানুষ যাতে পুজো দেখতে বেরিয়ে সামাজিক দূরত্ববিধি মেনে চলে তা বোঝাতেই তাই এই সচেতনতামূলক প্রচার ৷ পথনাটিকার মধ্য়ে দিয়ে মাস্ক, স্য়ানিটাইজ়ারের গুরুত্ব মানুষকে বোঝাচ্ছেন শিল্পীরা ৷ এ নিয়ে নাট্য়কর্মী অনন্য়া দে বলেন, "একটা বছর সাবধানে থাকলে আগামীদিনে অনেক পুজো আমরা একসঙ্গে আনন্দে কাটাতে পারবো ৷ সেই বার্তাটুকুই সাধারণের জন্য় দেওয়ার জন্য় এই উদ্য়োগ ৷"

বাঁকুড়ার আইনি পরিষেবা এবং জেলা থিয়েটার অ্য়াকাডেমির সদস্য়দের বিশ্বাস, মানুষ তাঁদের এই প্রচেষ্টায় সাড়া দেবে এবং আগামীদিনে আবার কোরোনা মুক্ত পরিবেশে সবাই মিলে বাঁচতে পারবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.