ETV Bharat / state

কোরোনা সন্দেহে ভরতি হওয়া মহিলার রিপোর্ট নেগেটিভ, জন্ম দিলেন সুস্থ সন্তানের - বাঁকুড়া

কোরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হওয়া এক মহিলার রিপোর্ট এল নেগেটিভ । বর্তমানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 25, 2020, 3:45 PM IST

বাঁকুড়া , 25 এপ্রিল : কোরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হওয়া এক প্রসূতির রিপোর্ট এল নেগেটিভ । তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন । মা ও সদ্যোজাত দু'জনেই সুস্থ রয়েছে ।

22 এপ্রিল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন এক অন্তঃসত্ত্বা । সোনামুখীর বাসিন্দা এই মহিলার কোরোনার উপসর্গ থাকায় তাঁকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় ওই হাসপাতালেরই লোকপুরে অবস্থিত অন্য একটি বিভাগে । লোকপুরের এই বিভাগটির নাম ফিভার ক্লিনিক । সেখানে ভরতি হওয়ার পর প্রসূতির লালারস পরীক্ষা করার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরিতে । গতকাল সকালে ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয় । কিন্তু এই অবস্থায় তাঁকে প্রসূতি বিভাগে নিয়ে যাওয়ার ঝুঁকি নেননি মেডিকেল কর্তৃপক্ষ । কারণ তখনও পর্যন্ত তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়নি ।

এরপরই ফিভার ক্লিনিকে বিশেষ ব্যবস্থা করা হয় । সেখানেই গতকাল বেলা 12 টা নাগাদ ওই প্রসূতি জন্ম দেন একটি কন্যাসন্তানের । সন্ধে নাগাদ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট আসে । সেখান থেকে জানা যায়, তিনি COVID-19 আক্রান্ত হননি । বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন ।

বাঁকুড়া , 25 এপ্রিল : কোরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হওয়া এক প্রসূতির রিপোর্ট এল নেগেটিভ । তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন । মা ও সদ্যোজাত দু'জনেই সুস্থ রয়েছে ।

22 এপ্রিল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন এক অন্তঃসত্ত্বা । সোনামুখীর বাসিন্দা এই মহিলার কোরোনার উপসর্গ থাকায় তাঁকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় ওই হাসপাতালেরই লোকপুরে অবস্থিত অন্য একটি বিভাগে । লোকপুরের এই বিভাগটির নাম ফিভার ক্লিনিক । সেখানে ভরতি হওয়ার পর প্রসূতির লালারস পরীক্ষা করার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরিতে । গতকাল সকালে ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয় । কিন্তু এই অবস্থায় তাঁকে প্রসূতি বিভাগে নিয়ে যাওয়ার ঝুঁকি নেননি মেডিকেল কর্তৃপক্ষ । কারণ তখনও পর্যন্ত তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়নি ।

এরপরই ফিভার ক্লিনিকে বিশেষ ব্যবস্থা করা হয় । সেখানেই গতকাল বেলা 12 টা নাগাদ ওই প্রসূতি জন্ম দেন একটি কন্যাসন্তানের । সন্ধে নাগাদ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট আসে । সেখান থেকে জানা যায়, তিনি COVID-19 আক্রান্ত হননি । বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.