ETV Bharat / state

আলিপুরদুয়ারে 2টি ট্রাকের সংঘর্ষ, মৃত 3

আলিপুরদুয়ারের বীরপাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। আহত আরও দু'জন।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Apr 5, 2019, 10:04 AM IST

Updated : Apr 5, 2019, 10:30 AM IST

আলিপুরদুয়ার, 5 এপ্রিল : দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে বীরপাড়া চৌপথি সংলগ্ন এলাকায়। আহত হয়েছেন আরও দু'জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

আজ সকালে বীরপাড়া চৌপথি থেকে এক কিলোমিটার দূরে বিরবিটি নদীর সেতুর মুখে দুর্ঘটনাটি ঘটে। একটি বোল্ডার বোঝাই ট্রাক ও এক ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় ইট বোঝাই ট্রাকটির খালাসি ও দুই শ্রমিকের।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো

দুর্ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় এশিয়ান হাইওয়েতে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকদুটিকে আটক করেছে পুলিশ।

আলিপুরদুয়ার, 5 এপ্রিল : দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে বীরপাড়া চৌপথি সংলগ্ন এলাকায়। আহত হয়েছেন আরও দু'জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

আজ সকালে বীরপাড়া চৌপথি থেকে এক কিলোমিটার দূরে বিরবিটি নদীর সেতুর মুখে দুর্ঘটনাটি ঘটে। একটি বোল্ডার বোঝাই ট্রাক ও এক ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় ইট বোঝাই ট্রাকটির খালাসি ও দুই শ্রমিকের।

দেখুন ঘটনাস্থানের ভিডিয়ো

দুর্ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় এশিয়ান হাইওয়েতে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকদুটিকে আটক করেছে পুলিশ।

Intro:আলিপুরদুয়ারঃ-বাছুর বিভ্রাটে তাল কাটল মন্ত্রী অরুপ বিশ্বাসের রোড শোয়ের।মন্ত্রীর রোড শোয়ে মন্ত্রীকে ছাপিয়ে মিছিলের মধ্যমনি হয়ে উঠল পথ হারানো বাছুর।Body:ভীড়ে ঠাসা রোড শোয়ে পথ হারিয়ে মিছিলের মাঝে আচমকাই ঢুকে পড়ে ছোট বাছুরটি । প্রায় দুই কিলোমিটার মিছিলের সাথেই হাটতে থাকে বাছুরটি।বাছুরটিকে মিছিল থেকে বেড় করতে তৎপর হয়ে ওঠে তৃনমুল কর্মীরা।মিছিল থেকে বেড় হতে বাছুরটি কখনও ধাক্কা দিচ্ছে মহিলা কর্মিদের কখনও ছূটছে মিছিলের মাঝখান দিয়ে।
বাছুরের জন্য কিছুটা তাল কাটে রোড শোয়ের।
বৃহস্পতিবার সকাল ১১ টায় আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের সামনে থেকে বক্সা ফিডার রোডে শুরু হয় অরুপ বিশ্বাসের রোড শো।আলিপুরদুয়ার পুর এলাকার ২০ টি ওয়ার্ডের তৃনমুল সমর্থকদের নিয়ে এই রোড শো করা হয়। বক্সা ফিডার রোড ধরে মিছিলটি এগিয়ে চলে আলিপুরদুয়ার চৌপথির দিকে। এর পর Conclusion:মিছিলটি আলিপুরদুয়ার কুমারগ্রাম রোড ধরে শোভাগঞ্জ বাস টার্মিনাসের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে এদিন তিন হাজারের মত তৃনমুলের দলীয় কর্মী সমর্থকরা হাজির ছিলেন।
Last Updated : Apr 5, 2019, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.