ETV Bharat / sports

Four Indians in FIDE WC Quarterfinals: বিশ্বকাপ 2023 কোয়ার্টারে 4 ভারতীয় দাবাড়ু, উচ্ছ্বসিত আনন্দ - FIDE WC

Viswanathan Anand Hails Remarkable feat of Four Indian Chess Players: ফিডে বিশ্বকাপ 2023-এর কোয়ার্টার-ফাইনালে ভারতের তরুণ চার দাবাড়ু ৷ ডি গুকেশ, আর প্রজ্ঞানান্ধা, অর্জুন এরিগাইসি এবং বিদিত গুজরাতি কোয়ার্টারে ভারতের প্রতিনিধিত্ব করবেন ৷

Four Indians in FIDE WC Quarterfinals ETV BHARAT
Four Indians in FIDE WC Quarterfinals
author img

By

Published : Aug 15, 2023, 8:44 PM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের দিনে অসাধারণ সাফল্য ভারতের চার দাবাড়ুর ৷ ফিডে বিশ্বকাপ 2023-এর কোয়ার্টার-ফাইনালে উঠেছেন তাঁরা ৷ এই অসাধারণ প্রাপ্তিতে, চার দাবাড়ুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় চেজ মাস্টার বিশ্বনাথন আনন্দ ৷ জানালেন, ভারতীয় দাবার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এটি ৷ ডি গুকেশ, আর প্রজ্ঞানান্ধা, অর্জুন এরিগাইসি এবং বিদিত গুজরাতি আজারবাইজানের বাকুকে আয়োজিত বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছেন ৷

চেজ ডটকমের শেয়ার করা একটি ভিডিয়োতে বিশ্বনাথন আনন্দকে বলতে শোনা গিয়েছে, ‘‘এটা ভারতীয় দাবার জন্য ঐতিহাসিক মুহূর্ত ৷ কারণ আমাদের দেশের দাবা ভালো খেলোয়াড়দের হাতে রয়েছে ৷ এখানে একাধিক খেলোয়াড় খেলছেন ৷ যাঁরা সবাই খুব ভালো ৷ বলতে গেলে তাঁরা ফাইনাল খেলার জন্য একেবারে উপযোগী ৷’’ ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ নিজে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ৷ আর সেই জায়গা থেকে তিনি মনে করেন, অল্পবয়সি খেলোয়াড়রা ভারতকে ‘ভালো সময়’-এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ৷

তিনি এও বলেন, ‘‘আমি আশা করেছিলাম যে, অন্তত এক বা দু’জন, কেবল পরিসংখ্যানগতভাবে, কোয়ার্টার ফাইনালে উঠবেন ৷ কিন্তু, তাঁদের মধ্যে 4 জন কোয়ার্টার-ফাইনালে উঠতে পেরেছেন ৷ তাই এটা ভারতীয় দাবার জন্য খুশির সময় ৷ আর আমি নিজেও খুব খুশি ৷’’

আরও পড়ুন: বুমরার নেতৃত্বে স্বাধীনতা দিবসের সকালে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল

উল্লেখ্য, ভারতীয় দাবার উঠতি তারকা ডি গুকেশ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হবেন কোয়ার্টার-ফাইনালে ৷ আর বিদিত গুজরাতি কোয়ার্টারে খেলবেন আজারবাইজানের নিজাত আবাসোবার বিরুদ্ধে ৷ আর তৃতীয় কোয়ার্টার-ফাইনালের লড়াই হবে দুই ভারতীয়ের মধ্যে ৷ একদিকে আর প্রজ্ঞানান্ধা এবং তাঁর প্রতিপক্ষ অর্জুন এরিগাইসি ৷ ফলে আশা করা হচ্ছে অন্তত 2 জন তরুণ ভারতীয়কে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাবে ৷

আরও পড়ুন: ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ দিতে উদ্যোগী এআইএফএফ

উল্লেখ্য, ডি গুকেশ এবং আর প্রজ্ঞানান্ধাকে সেমিফাইনালে দেখার আশা করছেন প্রাক্তন দাবাড়ুরা ৷ এমনকি আর প্রজ্ঞানান্ধা ফাইনালে খেলার দাবিদার বলেও মনে করা হচ্ছে ৷ কারণ, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকেও হারিয়েছেন 18 বছরের এই তরুণ ৷

নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের দিনে অসাধারণ সাফল্য ভারতের চার দাবাড়ুর ৷ ফিডে বিশ্বকাপ 2023-এর কোয়ার্টার-ফাইনালে উঠেছেন তাঁরা ৷ এই অসাধারণ প্রাপ্তিতে, চার দাবাড়ুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় চেজ মাস্টার বিশ্বনাথন আনন্দ ৷ জানালেন, ভারতীয় দাবার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এটি ৷ ডি গুকেশ, আর প্রজ্ঞানান্ধা, অর্জুন এরিগাইসি এবং বিদিত গুজরাতি আজারবাইজানের বাকুকে আয়োজিত বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছেন ৷

চেজ ডটকমের শেয়ার করা একটি ভিডিয়োতে বিশ্বনাথন আনন্দকে বলতে শোনা গিয়েছে, ‘‘এটা ভারতীয় দাবার জন্য ঐতিহাসিক মুহূর্ত ৷ কারণ আমাদের দেশের দাবা ভালো খেলোয়াড়দের হাতে রয়েছে ৷ এখানে একাধিক খেলোয়াড় খেলছেন ৷ যাঁরা সবাই খুব ভালো ৷ বলতে গেলে তাঁরা ফাইনাল খেলার জন্য একেবারে উপযোগী ৷’’ ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ নিজে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ৷ আর সেই জায়গা থেকে তিনি মনে করেন, অল্পবয়সি খেলোয়াড়রা ভারতকে ‘ভালো সময়’-এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ৷

তিনি এও বলেন, ‘‘আমি আশা করেছিলাম যে, অন্তত এক বা দু’জন, কেবল পরিসংখ্যানগতভাবে, কোয়ার্টার ফাইনালে উঠবেন ৷ কিন্তু, তাঁদের মধ্যে 4 জন কোয়ার্টার-ফাইনালে উঠতে পেরেছেন ৷ তাই এটা ভারতীয় দাবার জন্য খুশির সময় ৷ আর আমি নিজেও খুব খুশি ৷’’

আরও পড়ুন: বুমরার নেতৃত্বে স্বাধীনতা দিবসের সকালে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল

উল্লেখ্য, ভারতীয় দাবার উঠতি তারকা ডি গুকেশ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হবেন কোয়ার্টার-ফাইনালে ৷ আর বিদিত গুজরাতি কোয়ার্টারে খেলবেন আজারবাইজানের নিজাত আবাসোবার বিরুদ্ধে ৷ আর তৃতীয় কোয়ার্টার-ফাইনালের লড়াই হবে দুই ভারতীয়ের মধ্যে ৷ একদিকে আর প্রজ্ঞানান্ধা এবং তাঁর প্রতিপক্ষ অর্জুন এরিগাইসি ৷ ফলে আশা করা হচ্ছে অন্তত 2 জন তরুণ ভারতীয়কে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাবে ৷

আরও পড়ুন: ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ দিতে উদ্যোগী এআইএফএফ

উল্লেখ্য, ডি গুকেশ এবং আর প্রজ্ঞানান্ধাকে সেমিফাইনালে দেখার আশা করছেন প্রাক্তন দাবাড়ুরা ৷ এমনকি আর প্রজ্ঞানান্ধা ফাইনালে খেলার দাবিদার বলেও মনে করা হচ্ছে ৷ কারণ, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকেও হারিয়েছেন 18 বছরের এই তরুণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.