শ্রীরামপুর, 1 ফেব্রুয়ারি: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক স্তরে পড়াশোনা আর শুটিংয়েও দু‘টোতেই জায়গা করে নিয়েছে শ্রীরামপুরের সৃঞ্জয় দত্ত । পড়াশোনার পাশাপাশি ,বন্দুক হাতে চমকে দিয়েছেন বাংলার ক্রীড়ামহলকে (Srinjoy dutta started practice) । এত কম বয়সে দেশের সীমা ছাড়িয়ে সিনিয়র শুটিং বিশ্বকাপে সুযোগ পেয়েছেন । বয়স কম তাই সাহস বেশি । সৃঞ্জয়ের সাহস দেখে আশায় বুক বাঁধছে বাংলার শুটিং জগত । শুটার কুহেলি গঙ্গোপাধ্যায় বলেন, "সিনিয়র শুটিং বিশ্বকাপে পুরুষদের ইভেন্টে এত কম বয়সে বাংলা থেকে আগে কোনও শুটার সুযোগ পায়নি । সৃঞ্জয়ই প্রথম।"
সৃঞ্জয়কে উৎসাহ দিতে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ব্যক্তিগত ভাবে তাঁকে সংবর্ধনা দিলেন অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকার । এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নুকারের বিশ্ব চ্যাম্পিয়ন সৌরভ কোঠরি ও প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় (ex cricketer Sambaran Banerjee) ।
আরও পড়ুন: Sreejesh wins IWGA : দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড গেমস 'অ্যাথলিট অফ দ্য ইয়ার' জিতলেন পিআর শ্রীজেশ
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জয়দীপ কর্মকার বলেন," সৃঞ্জয় মাত্র চার বছর শুটিং করছে । মাত্র চার বছরে সিনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়াটা খুব সহজ নয়। সৃঞ্জয়কে তৈরি করেছেন তার বাবা শঙ্কর দত্ত । যদিও শঙ্করবাবু নিজে কোনও দিন শুটার ছিলেন না । কিন্তু প্যাশন থেকে সৃঞ্জয়কে তৈরি করেছেন । সৃঞ্জয়ের অনুশীলনের জন্য বাড়িতে শুটিং রেঞ্জ তৈরি করেছেন । সৃঞ্জয়ের এটা শুরু মাত্র। ওকে আরও অনেক পথ যেতে হবে । আমি আশা করব,২০২৪ অলিম্পিকসেও সৃঞ্জয় সুযোগ পাবে (practice for the Paris Olympics)।"
তবে যাকে এত উন্মাদনা সে অবশ্য সেই সৃঞ্জয় অল্প সময়ে বড় মঞ্চে পা দেওয়ার কৃতিত্ব দেখালেও ফোকাস হারাতে রাজি নন । নতুন স্ট্যান্স নিয়ে সামনে তাকাতে চান । সেই পরিপ্রেক্ষিতে সৃঞ্জয় বলছেন, “আমি যতটুকু শিখেছি সব আমার বাবার জন্য। বাবা হলেন আমার ব্যক্তিগত কোচ । আমার লক্ষ্য ভাল পারফরম্যান্স করা । তার জন্য অনুশীলন করে যেতে চাই । বিশ্বকাপে ভাল কিছু করতে চাই । পাশাপাশি ২০২৪ প্যারিস অলিম্পিকসও আমার লক্ষ্য।"