কলকাতা, 28 জুন : ভারতের অলিম্পিক সংস্থা যেমাপকাঠি করেছে তাতে অলিম্পিক প্রস্তুতির শিবির থেকে বাদ পড়েছেন শুটার মেহুলি ঘোষ ।গত দেড় বছর ধরে আর্ন্তজাতিক মঞ্চে নিয়মিত সাফল্য পেলেও টোকিও অলিম্পিকে যাওয়ারআশায় ছেদ পড়ায় হতাশ বছর কুড়ির বাঙালি শুটার । তবে ব্যর্থতা ধরে বসে থাকার চেয়েনতুন লক্ষ্য স্থির করে ফেলেছেন তিনি । সামনেই এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস । এইদুই প্রতিযোগিতায় পদক জয়কে পাখির করছেন মেহুলি । পাশাপাশি 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফলহওয়াকে পাখির চোখ করছেন ।
মেহুলিরকোচ জয়দীপ কর্মকার বলেন,"অলিম্পিকশিবিরে জায়গা না পাওয়া সত্যিই খারাপ অনুভূতি । তবে জীবন তো থেমে থাকে না ।মেহুলিকে তাই সামনে তাকাতে বলেছি । এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস রয়েছে । সেখানেসফল হওয়াকে প্রথম লক্ষ্য স্থির করছি । তারপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতার জন্যঝাঁপাতে চাই আমরা ।"
মেহুলিরঅলিম্পিয়ান শুটার কোচ একই সঙ্গে এও বলেন, "বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারলেতা কখনও অলিম্পিক পদকের চেয়ে কম সম্মানের হবে না । ভারতীয়দের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপেকারও ব্যক্তিগত ইভেন্টে পদক নেই ।"
শ্রীরামপুরেরমেহুলি দশ মিটার এয়ার রাইফেলে গত কয়েক বছরে নিয়মিত সাফল্য পেয়েছেন । লকডাউনেক্রীড়াবিদদের শারীরিক এবং মানসিক ভাবে ফিট থাকা কঠিন পরীক্ষা । সব ভুলে মেহুলি সবেঅনুশীলন শুরু করেছিলেন বলে জানিয়েছেন জয়দীপ কর্মকার । তাঁর অন্যতম সফল ছাত্রীরপরবর্তী লক্ষ্য নিয়ে বলার ফাঁকে অলিম্পিক শিবির থেকে বাদ পড়ার হতাশা গোপন করছেন না।
"গতদেড় বছরের পারফরম্যান্সের নিরিখে দেখলে বিষয়টি খারাপ লাগার মত ঘটনা। তবে ফেডারেশনঅলিম্পিকের ট্রায়ালের কথা এক বছর আগে বলেছিল । সেখানে চারজনের পারফরম্যান্সঅনুযায়ী অলিম্পিক শিবিরে ডাক পাওয়ার বিষয়টি মানা কঠিন । সেই পারফরম্যান্স ধরলেমেহুলি পাঁচ নম্বরে । কিন্তু যে মেয়েটি বিশ্বকাপের পদক জিতল তাকে বিবেচনা করা হবেনা, এটা অবাককরার মত ৷",বলছিলেনজয়দীপ কর্মকার ।