ETV Bharat / sports

Syed Nayeemuddin: কলকাতায় ফিরতে চান ভারতীয় ফুটবলের ‘দ্রোণাচার্য’ সৈয়দ নইমুদ্দিন

কলকাতায় ফিরতে চান সৈয়দ নইমুদ্দিন ৷ হায়দরাবাদে মেয়ের কাছে থাকেন তিনি ৷ কয়েকদিন আগেই কলকাতা ছেড়েছিলেন ৷ কিন্তু, সেখানে মন টিকছে না ৷ কলকাতার মানুষজনকে মিস করছেন বলে জানালেন ভারতীয় ফুটবলের প্রথম 'দ্রোণাচার্য' ৷

Syed Nayeemuddin ETV BHARAT
Syed Nayeemuddin
author img

By

Published : May 13, 2023, 9:17 PM IST

কলকাতা, 13 মে: কলকাতার জন্য মন কেমন করছে সৈয়দ নইমুদ্দিনের ৷ কয়েকদিন আগে কলকাতা ছেড়ে হায়দরাবাদ গিয়েছেন ৷ ঠিক করেছিলেন আর ফিরবেন না ৷ বাকি জীবনটা মেয়ের কাছে কাটিয়ে দেবেন ৷ কিন্তু, কলকাতার জল, হাওয়া এবং ক্রীড়া সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত ফুটবলের প্রথম দ্রোণাচার্য নিজামের শহরে গিয়ে হাঁপিয়ে উঠেছেন ৷ তাই ফিরে আসবেন বলে মনস্থ করেছেন ৷ তার আগে চোখের অস্ত্রোপচারটা হায়দরাবাদে করিয়ে নিতে চান সৈয়দ নইমুদ্দিন ৷

শনিবার তিনি ইটিভি ভারত-কে বললেন, “আমি তো কলকাতাতেই থাকতে ভালোবাসি ৷ কী করব, টাকা নেই, খবর নেওয়ার লোক নেই, তাই ফ্ল্যাটটা বিক্রি করে চলে এসেছি ৷ মেয়ে অনেকদিন ধরেই চলে আসতে বলছিল ৷ তাই চলে এসেছি ৷ তবে, ভালো লাগছে না ৷ চোখের অপারেশন করতে হবে ৷ কলকাতায় চোখের অপারেশন করতে পারতাম ৷ তবে, এখানে ভালো ব্যবস্থা রয়েছে ৷ তাই এখানেই অপারেশনটা করাব ৷ অপারেশনটা হলেই ফিরে যাব ৷ আমি কলকাতাকে মিস করছি ৷”

1970 সালে জ্যোতিষ গুহ নইমুদ্দিনকে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছিলেন ৷ তারপর ফুটবলার জীবনে যাবতীয় সাফল্য কলকাতার ক্লাব ফুটবলে পারফরম্যান্সের দৌলতে ৷ কোচ হিসেবেও নইমুদ্দিনের দ্রোণাচার্য হয়ে ওঠার ক্ষেত্রও কলকাতার ক্লাব ৷ জাতীয় ফুটবল দলকেও সাফল্য নিয়ে এনে দিয়েছেন কলকাতায় থেকেই ৷ সেই কলকাতাকেই বিদায় জানিয়েছিলেন ৷ বিষয়টি মানসিকভাবে মানতে পারছেন না নইমুদ্দিন ৷

তিনি বলেন, “কলকাতায় আমাকে লোকজন ভালোবাসে ৷ যখন ফুটবলার ছিলাম রেড রোড থেকে মানুষ আমাকে গার্ড দিয়ে নিয়ে যেত ৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সর্বোচ্চ সম্মান আমি পেয়েছি ৷ বঙ্গরত্ন সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন ৷ স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস আমাকে সাহায্য করেছেন ৷ এত ভালোবাসা আমি কলকাতা ছাড়া বিশ্বের কোথাও পাব না ৷”

আরও পড়ুন: কলকাতা ছাড়ছেন না, অ্যাকাডেমি গড়তে লটারির টিকিট কাটেন; জানালেন সৈয়দ নঈমুদ্দিন

মেয়ের কাছে গিয়েছেন ৷ হায়দরাবাদ তাঁর প্রথম শহর ৷ জন্মের শহর ৷ ভালোবাসা পাচ্ছেন তবুও মন পড়ে কলকাতায় ৷ জানালেন তাঁর ফ্ল্যাটটা স্ত্রীর গয়না বিক্রি করে কিনেছিলেন ৷ বড় ফ্ল্যাট কিনেছিলাম গুছিয়ে থাকবেন বলে ৷ কিন্তু, স্ত্রীও মারা গিয়েছেন ৷ ফ্ল্যাটটি বিক্রি করলেও মন সায় দিচ্ছিল না তাঁর ৷ জানিয়েছেন টাকা ফিরিয়ে দিয়ে ওই ফ্ল্যাট ফেরত নিতে চান তিনি ৷ তাঁর দুই ছেলে টেনিস খেলে এখন দেশের বাইরে অ্যাকাডেমি চালান ৷ তাঁদের কাছে যেতে নারাজ নইমুদ্দিন ৷ ছেলেদের উপরে বোঝা হতে চান না ভারতীয় ফুটবলের প্রথম 'দ্রোণাচার্য' ৷

কলকাতা, 13 মে: কলকাতার জন্য মন কেমন করছে সৈয়দ নইমুদ্দিনের ৷ কয়েকদিন আগে কলকাতা ছেড়ে হায়দরাবাদ গিয়েছেন ৷ ঠিক করেছিলেন আর ফিরবেন না ৷ বাকি জীবনটা মেয়ের কাছে কাটিয়ে দেবেন ৷ কিন্তু, কলকাতার জল, হাওয়া এবং ক্রীড়া সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত ফুটবলের প্রথম দ্রোণাচার্য নিজামের শহরে গিয়ে হাঁপিয়ে উঠেছেন ৷ তাই ফিরে আসবেন বলে মনস্থ করেছেন ৷ তার আগে চোখের অস্ত্রোপচারটা হায়দরাবাদে করিয়ে নিতে চান সৈয়দ নইমুদ্দিন ৷

শনিবার তিনি ইটিভি ভারত-কে বললেন, “আমি তো কলকাতাতেই থাকতে ভালোবাসি ৷ কী করব, টাকা নেই, খবর নেওয়ার লোক নেই, তাই ফ্ল্যাটটা বিক্রি করে চলে এসেছি ৷ মেয়ে অনেকদিন ধরেই চলে আসতে বলছিল ৷ তাই চলে এসেছি ৷ তবে, ভালো লাগছে না ৷ চোখের অপারেশন করতে হবে ৷ কলকাতায় চোখের অপারেশন করতে পারতাম ৷ তবে, এখানে ভালো ব্যবস্থা রয়েছে ৷ তাই এখানেই অপারেশনটা করাব ৷ অপারেশনটা হলেই ফিরে যাব ৷ আমি কলকাতাকে মিস করছি ৷”

1970 সালে জ্যোতিষ গুহ নইমুদ্দিনকে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছিলেন ৷ তারপর ফুটবলার জীবনে যাবতীয় সাফল্য কলকাতার ক্লাব ফুটবলে পারফরম্যান্সের দৌলতে ৷ কোচ হিসেবেও নইমুদ্দিনের দ্রোণাচার্য হয়ে ওঠার ক্ষেত্রও কলকাতার ক্লাব ৷ জাতীয় ফুটবল দলকেও সাফল্য নিয়ে এনে দিয়েছেন কলকাতায় থেকেই ৷ সেই কলকাতাকেই বিদায় জানিয়েছিলেন ৷ বিষয়টি মানসিকভাবে মানতে পারছেন না নইমুদ্দিন ৷

তিনি বলেন, “কলকাতায় আমাকে লোকজন ভালোবাসে ৷ যখন ফুটবলার ছিলাম রেড রোড থেকে মানুষ আমাকে গার্ড দিয়ে নিয়ে যেত ৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সর্বোচ্চ সম্মান আমি পেয়েছি ৷ বঙ্গরত্ন সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন ৷ স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস আমাকে সাহায্য করেছেন ৷ এত ভালোবাসা আমি কলকাতা ছাড়া বিশ্বের কোথাও পাব না ৷”

আরও পড়ুন: কলকাতা ছাড়ছেন না, অ্যাকাডেমি গড়তে লটারির টিকিট কাটেন; জানালেন সৈয়দ নঈমুদ্দিন

মেয়ের কাছে গিয়েছেন ৷ হায়দরাবাদ তাঁর প্রথম শহর ৷ জন্মের শহর ৷ ভালোবাসা পাচ্ছেন তবুও মন পড়ে কলকাতায় ৷ জানালেন তাঁর ফ্ল্যাটটা স্ত্রীর গয়না বিক্রি করে কিনেছিলেন ৷ বড় ফ্ল্যাট কিনেছিলাম গুছিয়ে থাকবেন বলে ৷ কিন্তু, স্ত্রীও মারা গিয়েছেন ৷ ফ্ল্যাটটি বিক্রি করলেও মন সায় দিচ্ছিল না তাঁর ৷ জানিয়েছেন টাকা ফিরিয়ে দিয়ে ওই ফ্ল্যাট ফেরত নিতে চান তিনি ৷ তাঁর দুই ছেলে টেনিস খেলে এখন দেশের বাইরে অ্যাকাডেমি চালান ৷ তাঁদের কাছে যেতে নারাজ নইমুদ্দিন ৷ ছেলেদের উপরে বোঝা হতে চান না ভারতীয় ফুটবলের প্রথম 'দ্রোণাচার্য' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.