ETV Bharat / sports

East Bengal Club : চুক্তির খসড়া প্রাপ্তি নিয়ে ধোঁয়াশা, লগ্নিকারী সংস্থাকে দলগঠনে নজর দিতে বললেন ইস্টবেঙ্গল কর্তারা

author img

By

Published : Jun 21, 2022, 11:08 PM IST

Updated : Jun 22, 2022, 10:52 AM IST

মঙ্গলবারের ঘণ্টাদু'য়েকের বৈঠকের পর ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার লগ্নিকারীর তরফে পাঠানো খসড়ার কথা স্বীকার করেননি (East Bengal officials denied receiving draft of agreement from investor Emami)। এক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের বক্তব্য, সময় যেহেতু কম তাই চুক্তির প্রক্রিয়াকরণ চলার পাশাপাশি দলগঠনের কাজও সমানতালে চলুক।

East Bengal Club
লগ্নিকারী সংস্থাকে দলগঠনে নজর দিতে বললেন ইস্টবেঙ্গল কর্তারা

কলকাতা, 21 জুন : মঙ্গলবার ইমামির পক্ষ থেকে বহু প্রতীক্ষিত চুক্তির খসড়া পাঠিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবে। এদিন সন্ধেয় ক্লাবে পৌঁছে লগ্নিকারী সংস্থার চুক্তির খসড়া। এরপরই বৈঠকে বসে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটি। সভা বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সন্ধে সাড়ে ছ'টায়। এতদিন চুক্তিপত্র না-আসায় বিলম্ব হচ্ছিল দলগঠনের ক্ষেত্রে। এবার কি দলগঠনে গতি আসবে ? লাল-হলুদ জনতার মনে প্রশ্ন এখন একটাই ৷ যদিও ঘণ্টাদু'য়েকের বৈঠকের পর ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার লগ্নিকারীর তরফে পাঠানো খসড়ার কথা স্বীকার করেননি (East Bengal officials denied receiving draft of agreement from investor Emami)। এক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের বক্তব্য, সময় যেহেতু কম তাই চুক্তির প্রক্রিয়াকরণ চলার পাশাপাশি দলগঠনের কাজও সমানতালে চলুক।

লাল হলুদ শীর্ষকর্তাদের দাবি, তারা আইএসএল এবং ঘরোয়া টুর্নামেন্ট খেলতে চান এবং খেলবেনও। একইসঙ্গে তাঁদের আশ্বাস, চুক্তি সংক্রান্ত যাবতীয় সমস্যা দ্রুত মিটে যাবে। তবে চুক্তিপত্রের খসড়া এসে গেলেও নিশ্চিত হওয়ার কোনও কারণ নেই ইস্টবেঙ্গল সমর্থকদের। কারণ, শোনা যাচ্ছে 80 শতাংশ শেয়ার চেয়েছে ইমামি। ডিরেক্টর পদে দু'পক্ষের কতজন সদস্য থাকবেন তা নিয়েও চলতে পারে দর কষাকষি। যদিও এব্যাপারে এখনই কথা বলতে নারাজ কোনও পক্ষই। ইমামি কর্তারা যদিও আশাবাদী এই সপ্তাহেই জট খুলে যাবে ৷ তবে বল লাল-হলুদ কর্তাদের কোর্টেই ৷ কবে সই করবেন তাঁরা সেটাই এখন দেখার

লগ্নিকারী সংস্থাকে দলগঠনে নজর দিতে বললেন ইস্টবেঙ্গল কর্তা

সোমবারই আইএসএল না-খেলার পরামর্শ দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। সোমবার সাত প্রাক্তন ফুটবলারের স্বাক্ষরিত একটি চিঠি ক্লাব সচিবকে দেওয়া হয়েছে ৷ যেখানে লেখা রয়েছে, 9 জুন ট্রান্সফার উইন্ডো খুলে গেলেও নতুন ফুটবলার সই করানোর ব্যাপারে ক্লাব উদাসীন। ইমামির সঙ্গে ক্লাবের চুক্তির পরেও 24-25 দিন কেটে গিয়েছে। তবুও কোনও হেলদোল দেখা যাচ্ছে না কোনও তরফে। সব মিলিয়ে ক্লাবের কোটি-কোটি সমর্থকরা চিন্তিত। আইএসএল খেলার উপযুক্ত টিম গড়তে না-পারলে ক্লাবের ইতিহাস কালিমালিপ্ত হবে। যা একেবারেই কাম্য নয়। তেমন হলে আইএসএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করুক ক্লাব। দায়সারা ভাবে দলগঠন করে আইএসএল খেলার কোনও মানেই নেই। কলকাতা লিগ, শিল্ড, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টগুলোতেই খেলুক লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন : শক্তিশালী দল গঠন কঠিন, আইএসএলে 'না' প্রাক্তনীদের ! আজ ইস্টবেঙ্গলে সভা

প্রাক্তন ফুটবলারদের মধ্যে রয়েছেন মিহির বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, বিকাশ পাঁজি, সুমিত মুখোপাধ্যায় এবং রহিম নবি।প্রাক্তন ফুটবলারদের চিঠির পরিপেক্ষিতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা ধৈর্য ধরতে বলেছেন । দ্রুত কঠিন সময় পেরিয়ে ক্লাব সুসময়ে ফিরবে, আশ্বাস দেবব্রত সরকারের ৷

কলকাতা, 21 জুন : মঙ্গলবার ইমামির পক্ষ থেকে বহু প্রতীক্ষিত চুক্তির খসড়া পাঠিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবে। এদিন সন্ধেয় ক্লাবে পৌঁছে লগ্নিকারী সংস্থার চুক্তির খসড়া। এরপরই বৈঠকে বসে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটি। সভা বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সন্ধে সাড়ে ছ'টায়। এতদিন চুক্তিপত্র না-আসায় বিলম্ব হচ্ছিল দলগঠনের ক্ষেত্রে। এবার কি দলগঠনে গতি আসবে ? লাল-হলুদ জনতার মনে প্রশ্ন এখন একটাই ৷ যদিও ঘণ্টাদু'য়েকের বৈঠকের পর ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার লগ্নিকারীর তরফে পাঠানো খসড়ার কথা স্বীকার করেননি (East Bengal officials denied receiving draft of agreement from investor Emami)। এক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের বক্তব্য, সময় যেহেতু কম তাই চুক্তির প্রক্রিয়াকরণ চলার পাশাপাশি দলগঠনের কাজও সমানতালে চলুক।

লাল হলুদ শীর্ষকর্তাদের দাবি, তারা আইএসএল এবং ঘরোয়া টুর্নামেন্ট খেলতে চান এবং খেলবেনও। একইসঙ্গে তাঁদের আশ্বাস, চুক্তি সংক্রান্ত যাবতীয় সমস্যা দ্রুত মিটে যাবে। তবে চুক্তিপত্রের খসড়া এসে গেলেও নিশ্চিত হওয়ার কোনও কারণ নেই ইস্টবেঙ্গল সমর্থকদের। কারণ, শোনা যাচ্ছে 80 শতাংশ শেয়ার চেয়েছে ইমামি। ডিরেক্টর পদে দু'পক্ষের কতজন সদস্য থাকবেন তা নিয়েও চলতে পারে দর কষাকষি। যদিও এব্যাপারে এখনই কথা বলতে নারাজ কোনও পক্ষই। ইমামি কর্তারা যদিও আশাবাদী এই সপ্তাহেই জট খুলে যাবে ৷ তবে বল লাল-হলুদ কর্তাদের কোর্টেই ৷ কবে সই করবেন তাঁরা সেটাই এখন দেখার

লগ্নিকারী সংস্থাকে দলগঠনে নজর দিতে বললেন ইস্টবেঙ্গল কর্তা

সোমবারই আইএসএল না-খেলার পরামর্শ দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। সোমবার সাত প্রাক্তন ফুটবলারের স্বাক্ষরিত একটি চিঠি ক্লাব সচিবকে দেওয়া হয়েছে ৷ যেখানে লেখা রয়েছে, 9 জুন ট্রান্সফার উইন্ডো খুলে গেলেও নতুন ফুটবলার সই করানোর ব্যাপারে ক্লাব উদাসীন। ইমামির সঙ্গে ক্লাবের চুক্তির পরেও 24-25 দিন কেটে গিয়েছে। তবুও কোনও হেলদোল দেখা যাচ্ছে না কোনও তরফে। সব মিলিয়ে ক্লাবের কোটি-কোটি সমর্থকরা চিন্তিত। আইএসএল খেলার উপযুক্ত টিম গড়তে না-পারলে ক্লাবের ইতিহাস কালিমালিপ্ত হবে। যা একেবারেই কাম্য নয়। তেমন হলে আইএসএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করুক ক্লাব। দায়সারা ভাবে দলগঠন করে আইএসএল খেলার কোনও মানেই নেই। কলকাতা লিগ, শিল্ড, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টগুলোতেই খেলুক লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন : শক্তিশালী দল গঠন কঠিন, আইএসএলে 'না' প্রাক্তনীদের ! আজ ইস্টবেঙ্গলে সভা

প্রাক্তন ফুটবলারদের মধ্যে রয়েছেন মিহির বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, বিকাশ পাঁজি, সুমিত মুখোপাধ্যায় এবং রহিম নবি।প্রাক্তন ফুটবলারদের চিঠির পরিপেক্ষিতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা ধৈর্য ধরতে বলেছেন । দ্রুত কঠিন সময় পেরিয়ে ক্লাব সুসময়ে ফিরবে, আশ্বাস দেবব্রত সরকারের ৷

Last Updated : Jun 22, 2022, 10:52 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.