প্যারিস, 2 অগস্ট: দুর্দান্ত ধীরাজ বোম্মাদেভারা ও অঙ্কিতা ভকত ৷ ইতিহাসে প্রথমবার সেমি-ফাইনালে পৌঁছেছিল ভারতীয় তিরন্দাজি দল ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হলেও সুযোগ ছিল ব্রোঞ্জ ঘরে তোলার ৷ সামনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ অঙ্কিতার ভুলে পোডিয়াম ফিনিশ করা হল না ভারতের ৷
শেষ ষোলোয় ইন্দোনেশিয়াকে 5-1 ব্যবধানে হারাল ভারত ৷ কোয়ার্টার ফাইনালে 5-3 ব্যবধানে স্পেনকে উড়িয়ে সেমি-ফাইনালে পৌঁছেছিল ধীরজ-অঙ্কিতার জুটি ৷ বিধ্বংসী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুর্দান্তভাবে প্রথম সেট জিতে নিয়েছিলেন ৷ মাঝেই দুই সেটে কয়েকটি ভুলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত ৷ ফলে শেষ সেটে দু’টি পারফেক্ট 10 মেরেও লাভ হয়নি ৷ ম্যাচ নিয়ে যায় কোরিয়া ৷