ETV Bharat / state

এবার টালিগঞ্জে গৃহকর্ত্রীর হাত বেঁধে, মুখে কাপড় গুঁজে ডাকাতি ! প্রশ্নের মুখে লালবাজার - GOLD ROBBERY IN KOLKATA

উত্তরের পর দক্ষিণ ৷ প্রৌঢ়াকে ফ্ল্যাটে বেঁধে চলল দেদার ডাকাতি ৷ অভিযোগ, প্রৌঢ়ার হাত-পা বেঁধে, মুখের মধ্যে কাপড় গুঁজে অচৈতন্য করে লুটপাট করা হয় ৷

GOLD ROBBERY IN KOLKATA
লালবাজার (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 12:41 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: ফের ভয়াবহ ডাকাতি শহর কলকাতায় । বড়তলা থানা এলাকার সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জের মুর অ্যাভিনিউ ৷ অভিযোগ, প্রৌঢ়ার হাত-পা বেঁধে, মুখের মধ্যে কাপড় গুঁজে অচৈতন্য করে লুটপাট করা হয় ৷ টালিগঞ্জের দাসানি স্টুডিয়োর পাশে 45সি-12 মুর অ্যাভিনিউয়ের ঘটনা ৷ টালিগঞ্জ থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় চারু মার্কেট থানার পুলিশ ও কলকাতা পুলিশের অ্যান্টি ড্যাকয়টি সেকশনের গোয়েন্দারা।

অভিযোগ, সোমবার রাতে সোনালি বিশ্বাস নামে ওই মধ্যবয়স্ক মহিলা যখন নিজের ফ্ল্যাটে ওঠেন, তখন দরজা খোলার সঙ্গে সঙ্গে দু'জন ব্যক্তি পিছন থেকে এসে তাঁর দুই হাত চেপে ধরেন ৷ তাঁকে ধাক্কা দেওয়ার ফলে তিনি নীচে পড়ে যান ৷ মাথায় চোট লাগে প্রৌঢ়ার ৷ অভিযোগ, তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করতে শুরু করেলই দুষ্কৃতীরা তাঁকে খুন করে দেবে বলে হুমকি দেয় ।

এরপরেই সোনালি বিশ্বাস অচৈতন্য হয়ে পড়েন ৷ তাঁকে দুষ্কৃতীরা ঘরের ভিতর ঢুকিয়ে হাত, মুখ বেঁধে ডাকাতি করে পালিয়ে যায় । পরবর্তীতে সোনালির স্বামী পিকলু বিশ্বাস বাড়িতে আসেন ৷ তিনি দেখেন তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন । হাত, পা দড়ি দিয়ে বাঁধা, মুখে কাপড় গুঁজে রাখা ৷ ঘর অগোছালো ও জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খবর দেন তিনি । পাশাপাশি, টালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে ।

তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, সামনেই সোনালির ছেলের বিয়ে । ফলে কয়েক লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ প্রায় 2 লক্ষ টাকা বাড়িতে রেখেছিলেন তাঁর স্বামী । সেই টাকা এবং সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে । ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে ৷ দেখা গিয়েছে, মুখে কালো কাপড় বেঁধে ওই ফ্ল্যাটে ঢুকেছিল দুষ্কৃতীরা । কিন্তু সিসিটিভির ফুটেজ অত্যন্ত অস্পষ্ট ৷ তদন্ত চলছে ৷ এদিকে, স্থানীয় থানার পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।

এবিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্তে নেমেছে । আমরা প্রত্যেককেই ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি ।"

উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । এরপর রবিবার মাঝরাতে দমদমে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুটপাট চালায় ডাকাত দল ৷ এই দুই ঘটনার কিনারা এখনও পর্যন্ত হয়নি ৷ তারমধ্যেই দক্ষিণ কলকাতার টালিগঞ্জে ফের ডাকাতির ঘটনায় কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি: ফের ভয়াবহ ডাকাতি শহর কলকাতায় । বড়তলা থানা এলাকার সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জের মুর অ্যাভিনিউ ৷ অভিযোগ, প্রৌঢ়ার হাত-পা বেঁধে, মুখের মধ্যে কাপড় গুঁজে অচৈতন্য করে লুটপাট করা হয় ৷ টালিগঞ্জের দাসানি স্টুডিয়োর পাশে 45সি-12 মুর অ্যাভিনিউয়ের ঘটনা ৷ টালিগঞ্জ থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় চারু মার্কেট থানার পুলিশ ও কলকাতা পুলিশের অ্যান্টি ড্যাকয়টি সেকশনের গোয়েন্দারা।

অভিযোগ, সোমবার রাতে সোনালি বিশ্বাস নামে ওই মধ্যবয়স্ক মহিলা যখন নিজের ফ্ল্যাটে ওঠেন, তখন দরজা খোলার সঙ্গে সঙ্গে দু'জন ব্যক্তি পিছন থেকে এসে তাঁর দুই হাত চেপে ধরেন ৷ তাঁকে ধাক্কা দেওয়ার ফলে তিনি নীচে পড়ে যান ৷ মাথায় চোট লাগে প্রৌঢ়ার ৷ অভিযোগ, তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করতে শুরু করেলই দুষ্কৃতীরা তাঁকে খুন করে দেবে বলে হুমকি দেয় ।

এরপরেই সোনালি বিশ্বাস অচৈতন্য হয়ে পড়েন ৷ তাঁকে দুষ্কৃতীরা ঘরের ভিতর ঢুকিয়ে হাত, মুখ বেঁধে ডাকাতি করে পালিয়ে যায় । পরবর্তীতে সোনালির স্বামী পিকলু বিশ্বাস বাড়িতে আসেন ৷ তিনি দেখেন তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন । হাত, পা দড়ি দিয়ে বাঁধা, মুখে কাপড় গুঁজে রাখা ৷ ঘর অগোছালো ও জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খবর দেন তিনি । পাশাপাশি, টালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে ।

তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, সামনেই সোনালির ছেলের বিয়ে । ফলে কয়েক লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ প্রায় 2 লক্ষ টাকা বাড়িতে রেখেছিলেন তাঁর স্বামী । সেই টাকা এবং সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে । ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে ৷ দেখা গিয়েছে, মুখে কালো কাপড় বেঁধে ওই ফ্ল্যাটে ঢুকেছিল দুষ্কৃতীরা । কিন্তু সিসিটিভির ফুটেজ অত্যন্ত অস্পষ্ট ৷ তদন্ত চলছে ৷ এদিকে, স্থানীয় থানার পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।

এবিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্তে নেমেছে । আমরা প্রত্যেককেই ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি ।"

উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । এরপর রবিবার মাঝরাতে দমদমে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে লুটপাট চালায় ডাকাত দল ৷ এই দুই ঘটনার কিনারা এখনও পর্যন্ত হয়নি ৷ তারমধ্যেই দক্ষিণ কলকাতার টালিগঞ্জে ফের ডাকাতির ঘটনায় কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.