ETV Bharat / bharat

দিল্লিতে পুরনো কারখানার অংশ ধসে মৃত 2, চলছে উদ্ধারকাজ - building collapsed in Delhi - BUILDING COLLAPSED IN DELHI

Delhi Building Collapse: দিল্লির একটি শিল্পাঞ্চলে একটি পুরনো কারখানার অংশ ধসে পড়েছে । এ ঘটনায় এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । চার জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ।

Delhi Building Collapse
দিল্লির একটি শিল্পাঞ্চলে একটি পুরনো কারখানার অংশ ধসে পড়েছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 8:24 PM IST

নয়াদিল্লি, 2 অগস্ট: শুক্রবার দেশের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় শিল্পাঞ্চলের ই-ব্লকে অবস্থিত একটি কারখানার সামনের অংশ ধসে পড়লে সেখানে চাঞ্চল্য ছড়ায়। এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । তবে চার জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে । ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারের কাজ চলছে। বর্তমানে গোটা এলাকার পরিবেশ থমথমে হয়ে রয়েছে ।

জানা গিয়েছে, কারখানাটির সামনের অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এই কারখানায় একতলা, প্রথম, দ্বিতীয়, তিন তলায় মেরামতের কাজ চলছিল। এর পাশাপাশি কারখানার সামনের অংশেও মেরামতের কাজ চলছিল । ভবনের সামনের অংশ ধসে পড়লে সেখানে কর্মরত প্রায় 6 থেকে 7 জন কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী । এ ছাড়া, অন্যান্য উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে ।

দিল্লির দমকল বিভাগের ডিভিশনাল অফিসার সিএল মীনা বলেন, "এক মহিলাকে উদ্ধার করা হয়েছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । একজন পুরুষকেও উদ্ধার করা হয়েছে ৷ তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক । এই ঘটনায় সম্ভবত 1-2 জন আটকা পড়েছেন ।"

উদ্ধারের প্রাথমিক পর্যায়ে, ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয় ৷ উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । পরে, ধ্বংসস্তূপ থেকে আরও দু'জনকে বের করা হয়, যাঁদের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এখনও আরও দু-একজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে । ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারের কাজ এখনও চলছে ।

কারখানাটি জরাজীর্ণ ও দুর্বল অবস্থায় থাকা সত্ত্বেও কেন কাজ বন্ধ করা হয়নি ? এই বড় ঘটনার জন্য কোন বিভাগ দায়ী ? এ সব কিছুই এখন তদন্ত করে দেখা হচ্ছে । এনডিআরএফ দল ও অন্যান্য উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.